
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Sep 2025, 8:00 AM

ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ৭জন আহত

মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে হেফাজতে নেয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মনোহরপুর ও অলুয়া এলাকার কয়েকজন কিশোরের মধ্যে ‘সিনিয়র-জুনিয়র’ বিষয় নিয়ে প্রায় এক সপ্তাহ আগে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে সোমবার বিকেলে মনোহরপুরের কয়েকজন কিশোর অলুয়া চৌমুহনী এলাকায় এসে স্থানীয় কয়েকজন কিশোরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন।
আহতদের মধ্যে পাঁচজনকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহত সুজন মিয়াকে (২২) উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে তিনজনকে ছেড়ে দেওয়া হয় এবং আতিকুর রহমান নামের একজনকে পুলিশ হেফাজতে নেয়।
আহতদের মধ্যে রয়েছেন অলুয়া গ্রামের সুজন মিয়া (২২), রাকিব (১৮), আবুল হোসেন (২০), মোবারক হোসেন (১৮) এবং মনোহরপুর গ্রামের আতিকুর রহমান (২০), মাসুদ (২০) ও রাকিব (২২)।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অরূপ সিংহ বলেন, মোট পাঁচজন কিশোর এখানে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। একজনকে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে এবং একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

মুরাদনগর বাজারে আবারও চুরি, আতঙ্কিত ব্যবসায়ীরা
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর দুই দিনে চার দোকানে চুরির রেশ কাটতে না কাটতেই তৃতীয় দিনের মাথায়...

কুমিল্লায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের সংস্কার কারা কর্তৃপক্ষ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় জলাবদ্ধতা দূরীকরণে সিটি কর্পোরেশনের ড্রেনেরসংস্কার কা...

পত্রিকায় দুর্নীতির সংবাদ প্রকাশের পর হোমনার টিও-এটিও বদলি!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা উপজেলা শিক্ষা অফিসের দুর্নীতি নিয়ে দৈনিক যুগান্তর,দৈনিক রু...

দেবীদ্বার: ৩৬ দরিদ্র অসহায় পরিবার পেল ৩৬ টি ছাগল
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লার দেবীদ্বারে ৩৬ অসহায় ও দরিদ্র পরিবার পেল ৩৬ টি ছাগল।&nb...

তিতাস প্রতিষ্ঠার ২১ বছর পর নির্মাণ হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিন...
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাস উপজেলা প্রতিষ্ঠার ২১ বছর পর নির্মাণ হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনা...

ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে ৬০ বোতল স্কাফ সিরাপসহ যুবক আটক
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল মাদকদ্রব্য স্কাফ সিরাপসহ এক...
