প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jan 2026, 11:21 AM
বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়নের মানুষ সেবা থেকে বঞ্চিত
নিজস্ব প্রতিবেদক
গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে রয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার ১নং রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাসেম মাস্টার। তার অনুপস্থিতিতে থেমে গেছে ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম, ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেবাপ্রার্থীরা। গতকাল সোমবার ৫ জানুয়ারি রাজাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গিয়ে ভুক্তভোগী সেবা প্রার্থীদের সঙ্গে কথা বললে এমন অভিযোগ পাওয়া যায়। তারা জানান, সাম্প্রতিক সময়ে পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের ও রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য হারুন মেম্বারসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা গ্রেফতারন হওয়ার পর থেকেই চেয়ারম্যান আবুল কাসেম আত্মগোপনে আছেন। তার বিরুদ্ধে থানায় মামলা থাকায় তিনি অফিসে আসছেন না। চেয়ারম্যানের অনুপস্থিতিতে জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ, সামাজিক নিরাপত্তা ভাতা, ভূমি সংক্রান্ত কাগজপত্রসহ বিভিন্ন সেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন মেম্বাররা। ফলে প্রতিদিন ইউনিয়ন পরিষদে এসে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ইউপি সচিব জামাল হোসেন জানান, চেয়ারম্যান পলাতক থাকায় কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হলে ভোগান্তি কমে আসত। জানা যায়, ২০২৩ সালে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ইউনিয়ন পরিষদের সকল সদস্য চেয়ারম্যান আবুল কাসেমের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অনাস্থা প্রস্তাব দেন। পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমঝোতা হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে দাবি স্থানীয়দের। এক সেবাগ্রহীতা অভিযোগ করে বলেন, ১৫ দিন ধরে জন্মনিবন্ধনের জন্য ঘুরছি, শুধু বলছে চেয়ারম্যান নেই। আরেকজন জানান, ওয়ারিশ সনদের জন্য গেলে একই কথা চেয়ারম্যান না থাকলে সেবা পাবো কীভাবে? স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, চেয়ারম্যান পলাতক থাকলে পরিষদের কাজ বন্ধ থাকবে কেন? বিকল্প ব্যবস্থা না নিলে জন সেবায় বড় সংকট তৈরি হবে। বিষয়টি জানতে চাইলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, পরিষদের সদস্যদের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চেয়ারম্যান কে পাওয়া যায়নি বিধায় তার কাছ থেকে বক্তব্য নেয়া সম্ভব হয় নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা করা হলে জনগণই রুখে দাঁড়াবে-দ্বী...
নিজস্ব প্রতিবেদকভোটাধিকার বঞ্চিতরা কেন্দ্র পাহারা দেবে দখলের অপচেষ্টা করা হলে জনগণই রুখে দাঁড়াবে,এ ভ...
মনোনয়ন বাতিল চেয়ে মঞ্জু মুন্সী ও হাসনাতের পাল্টাপাল্টি আপি...
মোঃ আক্তার হোসেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত-এনসিপি জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্...
ফুটপাত দখল মুক্ত করতে নাঙ্গলকোট বাজারে প্রশাসনের উচ্ছেদ অভ...
মাঈন উদ্দিন দুলালকুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরের যানজট নিরশনে নাঙ্গলকোট বাজারের ফুটপাতের দোকানপাট উ...
কুবিতে বিজ্ঞানের বহুমুখী গবেষণা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্...
সংবাদ বিজ্ঞপ্তিকুবিতে বিজ্ঞানের বহুমুখী গবেষণা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
এতিম শিক্ষার্থীদের কম্বল বিতরণ করল বুড়িচং প্রেসক্লাব
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে ধারাবাহিক মানবিক কর্মসূচির অংশ হিসেবে বাকশীমূল...
ব্রাহ্মণপাড়ায় শীত ও কুয়াশায় ক্ষতির মুখে বোরো বীজতলা, উদ্বে...
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াটানা তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভ...