প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jan 2026, 12:02 AM
তিতাসে খালের উপর সেতু নির্মাণে নিম্নমানের সিসি ব্লক নির্মাণের অভিযোগ
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসের বাতাকান্দি-রায়পুর সড়কের দক্ষিণ আকালিয়া খালের উপর নির্মাণাধীন সেতুর অ্যাপ্রোচ সড়কের জন্য সিসি ব্লক নির্মাণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। সেতুর পুরনো ভাঙা গার্ডার থেকে সংগৃহীত সিমেন্ট মিশ্রিত পাথর ব্যবহার করে নিম্নমানের সিসি ব্লক তৈরি করা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে উক্ত সিসি ব্লক ভেঙে পড়ার আশঙ্কা করছেন সচেতন মহল। সেতুতে নকশা বহিভূত কাজ করায় গত বছরের অক্টোবর মাসে জেলা নিবাহী প্রকৌশলী ত্রুটিপূর্ণ সেতুর গাডারের স্থানটি ভাঙ্গার নির্দেশ দিয়েছিলেন।
উপজেলা প্রকৌশলী সূত্রে জানা যায়, উপজেলার বলরামপুর ইউনিয়নের বাতাকান্দি-রায়পুর সড়কের দক্ষিণ আকালিয়া খালের উপর ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দে ২৮ মিটার দৈর্ঘ্য ও ৯.১০ মিটার প্রস্থ একটি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়। খালের উপর অধর্শত বছরের পুরোনো সেতুটি ভেঙে নতুন সেতুর নির্মাণকাজ ২০২৩ সালের ২৩ মার্চ শুরু হয়। ২০২৪ সালের ২২ মার্চ নতুন সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় মেসার্স আর আর কনষ্ট্রাকশন। পরবর্তীতে গত ডিসেম্বর মাসের ৩০ তারিখ পযন্ত সময় বাড়ানো হলেও এখনও এপ্রোচ সড়কের কাজ শেষ হয়নি। তবে যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর পশ্চিমপাশের দক্ষিণ ও উত্তর পাশে স্তুপ করে রাখা হয়েছে ভাঙা গার্ডারের পুরনো কংক্রিট। সেই কংক্রিট ভেঙে পাওয়া পাথর না ধুয়ে সিসি ব্লক তৈরিতে ব্যবহার করা হচ্ছে। এতে ব্লকের ভেতরে সিমেন্টের পুরনো আস্তরণ থাকায় নতুন কংক্রিটের সঙ্গে ঠিকমতো বন্ধন সৃষ্টি হচ্ছে না। রাস্তার অপরপ্রান্তে ভাঙা গার্ডারের পুরনো কংক্রিট রাখা হয়েছে। তবে কাজ চলাকালীন সময়ে উপজেলা প্রকৌশলী অফিসের তদারকির দায়িত্বে থাকা কাউকে দেখা যায়নি।
বাতাকান্দি গ্রামের মো. আব্দুল কাইয়ুম বলেন, “সরকার কোটি কোটি টাকা দিচ্ছে মানুষের সুবিধার জন্য আর ঠিকাদার পুরনো ভাঙা পাথর দিয়ে কাজ করছে। এটা কি উন্নয়ন, না লুটপাট?” নির্মাণ শ্রমিক মনির হোসেন জানান, “এই ব্লকগুলি নির্মাণের জন্য সিঙ্গেল চিপস পাথর ধরা রয়েছে কিন্তু এই মুহূর্তে এই পাথর সিলেটে পাওয়া যাচ্ছে না। এখন গাডার ভাঙ্গার পাথর দিয়ে ব্লক বানানো হচ্ছে, তবে এগুলো শক্তিশালী, ভালো পাথর। যদিও সিমেন্ট ব্যবহার হয়েছে তাতে সমস্যা নেই।”
মেসার্স আর আর কনষ্ট্রাকশন স্বত্ত্বাধিকারী মুকুল মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে সহকারী ঠিকাদার জিএম আনিছুর রহমান জুয়েল জানান, আমি ইঞ্জিনিয়ার স্যারের অনুমোদন নিয়ে গাডার ভাঙ্গা পাথর দিয়ে ব্লক বানাচ্ছি, ব্যবহৃত পাথর ব্যবহৃত হলেও শক্তিশালী। যেগুলো ধরা ছিল তার চেয়ে শক্তিশালী এগুলো। এই পাথরগুলোই ব্রিজে গার্ডারে ব্যবহার করা হয়েছিল। তবে যেগুলো ধরা ছিল সেগুলো এর চেয়ে ছোট পাথর।
তিতাস উপজেলার প্রকৌশলী মো. খোয়াজুর রহমান বলেন, যেগুলো ধরা ছিল সেই সিন্গল চিপস পাথর সেটা থেকে এই পাথরগুলো ভালো তাই ব্যবহার করা হচ্ছে। তবে অফিসিয়ালী আমি কোন অনুমতি দেইনি। ভালো হবে তাই ব্যবহার করতে বলেছি ঠিকাদারকে, এ ধরনের ব্যবহৃত পাথর ব্যবহার করা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ব্যবহার করা যায় না; পাথরগুলো ভালো হওয়ার কারণে আমি ব্যবহার করতে বলেছি, তবে এখানে নতুন পাথর ধরা ছিল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়তে কাস্টমস প্রশাসনের দক্ষতা বৃদ্...
আয়েশা আক্তার‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকার, দেশের সুরক্ষায় কাস্টমস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা...
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে সুদমুক্ত ঋণে শিক্ষার্থীদের পাঠা...
নিজস্ব প্রতিবেদকশিক্ষা খাতে বড় উদ্যোগ হিসেবে বহির্বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সুদ...
শাহরাস্তিতে ক্রিকেট খেলা দেখতে এসে মুগ্ধ হলেন বিসিবির পরিচ...
শাহরাস্তি প্রতিনিধিশাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-৩ (এসপিএল) খেলা দেখতে এসে মুগ্ধ হলেন বিসিবির পরিচালক...
কুমিল্লাতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসে সনাকের মানববন...
সংবাদ বিজ্ঞপ্তিনবায়নযোগ্য জ্বালানি খাতের দ্রুত ও অধিকতর কার্যকর বিকাশের উপযোগী সুশাসন নিশ্চিতে অনুকূ...
মুরাদনগরে সরকারি গুদামে চুরি করতে গিয়ে তিন চোর আটক
বেলাল উদ্দিন আহাম্মদকুমিল্লার মুরাদনগরে উপজেলা কৃষি অফিসের পিপি গুদামঘর থেকে একটি মোটরসাইকেলসহ গুরুত...
নির্বাচনকে কেন্দ্র করে টাকার ঝনঝনানির শব্দ শুনতে পাচ্ছি-জো...
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপি জোট সমর্থিত প্রার্থী, গণসংহতি আন্দোলনের প্রধান সম...