
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 May 2025, 1:05 AM

সনদ প্রদানের মাধ্যমে ৯৭তম রোভার স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড র্কোস সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটসের পরিচালনায় ও রোভার অঞ্চলের ব্যবস্থাপনায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে লালমাইয়ে কুমিল্লা জেলা রোভারের সার্বিক সহায়তায় সপ্তাহব্যাপী ৯৭তম রোভার স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্সের সনদ প্রদান অনুষ্ঠানও আলোচনা সভার আয়োজন করা হয়।
কোর্স লিডার ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ডিআরসি অধ্যক্ষ মো. আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কোর্স স্টাফ অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর পরিচালনায় সনদ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোর্স স্টাফ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার এলটি, এস এস আফজর রহমান এলটি, কোর্স সচিব ও কিশোরগঞ্জ জেলা রোভারের সম্পাদক মুহাম্মদ কামরুল আহসান এএলটি, মো. আরিফুর রেজা এএলটি, মাহমুদা বেগম এএলটি, খুলনা জেলা রোভারের সম্পাদক মো. শফিকুল ইসলাম এএলটি, রোভার অঞ্চলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের সরকার উডব্যাজার, কক্সবাজার জেলা রোভারের সম্পাদক মো. আব্দুল হামিদ উডব্যাজার।
সমাপনী বক্তব্য কোর্স লিডার অধ্যক্ষ মো.আব্দুল ওয়াহেদ বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দেয়। শিশু- কিশোর ও যুবদের চরিত্রবান, আতœপ্রত্যয়ী, দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ আন্দোলন বিপুল অবদান রেখে যাচ্ছে। পড়ালেখার পাশাপাশি স্কাউটিং এর সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন প্রশিক্ষন ও সেবামূলক কাজে অংশগ্রহন করার সুযোগ পায়। রোভার স্কাউটের মূলমন্ত্র হল- সেবা।
প্রশিক্ষনণার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারি, ভাষা সৈনিক অজিগুহ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মোস্তাক আহমদ, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগি অধ্যাপক মো. জিয়া উদ্দিন, একই বিভাগের সহযোগি অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস লতা, পাবনা এডওয়ার্ড কলেজের ব্যব¯'াপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো.নুরুল আলম,বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের মো. এনামুল হাসান, চাদপুর জেলার আল আমীন একাডেমির মোহাম্মদ হানিফ।
বিভিন্ন সময়ে কোর্স পরিদর্শন করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ সভাপতি প্রফেসর মোজাহেদ হোসাইন এলটি, কোষাধ্যক্ষও সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সেলিম চৌধুরী এলটি, ডিআরসি সংগঠন সিকদার রুহুল আমীন, ডিআরসি প্রশিক্ষণ এসএস মোস্তাফিজুর রহমান এলটি, ডিআরসি প্রোগ্রাম নজরুল ইসলাম খান এলটি, বাংলাদেশ কুমিল্লা অঞ্চলের পরিচালক এএইচএম মুহসিনুল ইসলাম, রোভার অঞ্চলের পরিচালক আবুল খায়ের এলটি, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের কমিশনার মাসুক আলতাফ চৌধুরী উডব্যাজার, রোভার অঞ্চলের ক্যাম্প অফিসার আহমেদ বাসেতুল হক ম্যাগনাস, কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মো. মাঈনুদ্দীন খন্দকার উডব্যাজার।
কোর্স সম্পর্কে জানতে চাইলে কোর্সের প্রশিক্ষক কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন জানান, সপ্তাহব্যাপি কোর্সে স্কাউট আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য, মিশন, পদ্ধতি, মূলনীতি, উপদল পদ্ধতি, ক্রু মিটিং, দড়ির কাজ, প্রাথমিক প্রতিবিধান, তাঁবু কলা, গ্যাজেট তৈরি, বিশ^ স্কাউট সংস্থার নিয়মনীতি, স্কাউট ওন, স্কাউটিং ও সমাজ উন্নয়নসহ স্কাউটের বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা।
গত ২২ মে থেকে ২৭ মে পর্যন্ত সপ্তাহব্যাপী এই কোর্সে অংশগ্রহন করেন বাংলাদেশের বিভিন্ন কলেজ, বিশ^বিদ্যালয় ও মুক্ত রোভার স্কাউটস ও সাথে সম্পৃক্ত ৪৫ জন রোভার স্কাউট ইউনিট লিডারগণ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

গাজাগামী ফ্লোটিলা থেকে ৩৬ জন নাগরিকের দেশে ফেরার কথা রয়েছে :...
এফএনএস বিদেশ তুরস্ক জানিয়েছে, গতকাল শনিবার বিকেলে গাজাগামী&...
সেপ্টেম্বরে সড়কে ৪১৭ প্রাণহানি
সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন মানুষ নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৮২...
অক্টোবরে ঘূর্ণিঝড়, বন্যার আভাস
দেশে অক্টোবর মাসে সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় ও স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহ...

বুড়িচং উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলা...
কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক...

বিএনপি ক্ষমতায় আসলে রাস্ট্র ও জনগণের উন্নয়নে কাজ করবে-মো.আ...
আবুল কালাম আজাদআগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে।এ নির্বাচনে আমাদের সকলক...

বুড়িচংয়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী নৃশংস গণহত্যা ও বর্বরোচি...
কাজী খোরশেদ আলমফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বুড়িচংয়ে ব...
