প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Sep 2025, 12:00 AM
বাঞ্ছারামপুরে একদিনে ৭২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ফয়সল আহমেদ খান
বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানাসহ আবাসিক ও বানিজ্যকি মিলিয়প ৭২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে যৌথভাবে পেট্রো বাংলা ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। আজ (২২সেপ্টেম্বর) সোমবার দিনভর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নেতৃত্বে এবিকা, গৌরীপুর, বিজিডিসিএল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর, রাধানগর ও বাঞ্ছারামপুর কলেজ রোডে অভিযান পরিচালনা করে। বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, কালিকাপুর এলাকায় ২০০ফুট পাইপ উত্তোলন করে ৫০০ ফুট নেটওয়ার্ক অকেজো করার মাধ্যমে ২০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অপর দিকে রাধানগর মধ্যপাড়া এলাকায় ৪০০ ফুট পাইপ উত্তোলন করে ৪৯২০ ফুট নেটওয়ার্ক অকেজো করার মাধ্যমে ৫০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে পেট্রোবাংলা ভিজিল্যান্স টিম-৮ এর তিন সদস্য ছিলেন; শাম্মী আক্তার, ডিজিএম (এক্সপ্লোরেশন), মোঃ তানভীর হোসেন, ব্যবস্থাপক(ডিপিডি) ও তৌহিদুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক (টেকনিক্যাল), বাখরাবাদ ভিজিলেন্স টিমের প্রকৌঃ আবু মোঃ জাহাঙ্গীর বাদশা, ডিজিএম (ভিজিল্যান্স), মোঃ সেলিম খান, ব্যবস্থাপক (ভিজিলেন্স) ও শাহ্ মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী প্রকৌশলী, ইএস ডিপার্টমেন্ট প্রতিনিধি মোঃ আরিফুজ্জামান হামেদী, ব্যবস্থাপক ও মোঃ নাজিম উদ্দিন, সহকারী প্রকৌশলী, সেফটি এন্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের মোঃ আব্দুর রউফ, উপ-ব্যবস্থাপক এবং এবিকা গৌরীপুর টিম প্রকৌঃ অম্লান কুমার দত্ত, ব্যবস্থাপক, প্রকৌঃ আছিফুর রহমান, সহকারী প্রকৌশলী, এস এম উজ্জল হোসেন, সহকারী প্রকৌশলী এবং মোঃ মিজানুর রহমান, উপ সহকারী প্রকৌশলী। কালিকাপুর ও রাধানগর এলাকায় ৫০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মোবাইল কোর্টে মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমান করা হয়। বাঞ্ছারামপুর উপজেলার ধনকুবের হিসেবে পরিচিত আলহাজ্ব মতিন মিয়ার মালিকানাধীন সোহেল মার্কেটে আজকের এই আকষ্মিক অভিযানে ২ টি বানিজ্যিক রাইজার বিচ্ছিন্ন করা হয়। তারা ২ টি রাইজার থেকে ৩৬ টি সংযোগ চালাচ্ছিলো বলে স্বীকার করেন সোহেল মার্কেটের ম্যানেজার মইনুল হোসেন।
এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কুমিল্লার গৌরিপুর এবিকা টিম প্রকৌঃ অম্লান কুমার দত্ত জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাঞ্ছারামপুর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০টি আবাসিক ও ২ টি বানিজ্যিক সহ মোট ৭২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত করা ও বকেয়া বিল আদায়ে আমাদের টিম ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই অভিযান সবসময় অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা-৮ আসনে বিএনপি প্রার্থী জাকারিয়া তাহেরের বিরুদ্ধে দু...
নিজস্ব প্রতিবেদকজাল কাগজপত্র ব্যবহার করে একটি বেসরকারি ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযো...
তৃণমূলের মতামতের ভিত্তিতে সদর আসনে প্রার্থী দেওয়ার অনুরোধ হ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় বিএনপির শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতাদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় দলকে সংগ...
কুমিল্লার ১১টি নির্বাচনী আসনে বিচারিক কমিটির দায়িত্ব পেলেন...
অশোক বড়ুয়াত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই কুমিল্লা জেলায় নির্বাচনী উত্তাপ বাড়ছে। আগা...
কুমিল্লা-২ আসনে বিএনপির বঞ্চিতরাও মাঠে সক্রিয়
হোমনা প্রতিনিধিসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির (ধানের শীষের) চূড়...
কুমিল্লা ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ পরিণত হয়েছে পরিত্যক্ত স্থ...
আয়েশা আক্তারকুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকায় অবস্থিত কুমিল্লা ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সো...
কুমিল্লা-৬ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে অধ্যাপক মামুনের গণস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ম...