ব্রাহ্মণপাড়ায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রাব্বি  (২৩) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। গতকাল (২৪ সেপ্টেম্বর) বুধবার দুপুর ৩টায় দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া সিমরা ব্রিজের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি উপজেলার দুলালপর ইউনিয়নের বেজুড়া এলাকার হুমায়ুন কবিরের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকা থেকে সিমেন্ট ও রড নিয়ে সদর ইউনিয়নের কালামুড়িয়া এলাকায় পৌঁছে দিয়ে ফিরার পথে বেপরোয়া ভাবে ট্রাক্টর চালানোর সময় রাব্বি বড়ধুশিয়া সিমলা ব্রিজের পাশে আসলে ওই ট্রাক্টর থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হন রাব্বি। পরে অন্যান হেলপার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এ ব্যাপারে নিহত রাব্বির ভাই সাব্বির হোসেন বলেন, আমার ভাই রাব্বি প্রতিদিনের মতো সকাল ছয়টায় বাড়ি থেকে বের হয় পরে আমরা শুনতে পারি আমার ভাই বেপরোয়া ভাবে ট্রাক্টর চালানোর কারণে ট্রাক্টর  থেকে সিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। তিনি আরো বলেন আমরা খোজ নিয়ে জেনেছি ট্রাক্টর চালক অপ্রাপ্তবয়স ও অদক্ষ তার ভুলের কারণে আমার ভাই আজ মৃত্যু হয়েছে, আমরা এর বিচার চাই। 
এ দিকে ট্রাক্টর চালক চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের বালু বিক্রেতা মিঠুন মিয়ার ছেলে রিফাত। এই ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। 
ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, বিষয়টি আমি জেনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।