প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jan 2026, 12:56 AM
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ-ডা: তাহের
এমরান হোসেন বাপ্পি
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জনগণের ভোটে আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এই জোটে রয়েছে দেশের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্ণেল অলি আহমেদ এবং জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা ছাত্র প্রতিনিধিরাও আমাদের সাথে আছে। আমি চাই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। আমি নির্বাচিত হলে দলীয়ভাবে কাউকে বিবেচনা করবো না। সবাইকে সমান গুরুত্ব দিয়ে কাজ করব। আগামী নির্বাচনকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। আগামীর বাংলাদেশ সব শ্রেণির মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ হিসেবে মনে করতে হবে। আগামী নির্বাচনে আমাদের তরুণ প্রজন্মে জন্য একটি সুখি সমৃদ্ধিশালী সমাজ উপহার দেয়ার জন্য একটি মাইলফলক হিসাবে কাজ করতে হবে। আমরা নারীদেরকে কখনোই পিছিয়ে দেখিনা। তারাও পুরুষের মতই সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। নারী অধিকারের ব্যাপারে আমরা অধিক সোচ্চার আছি।
ডা. তাহের আরও বলেন, আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং জাতীয়ভাবে। স্বাধীনতার ৫৪ বছর পরে আমরা ভারতীয় দাসত্ব থেকে ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছি। আমরা স্বাধীন ছিলাম না। আমাদের একটা ভূখন্ড ছিল, কিš‘ যারাই সরকারে ছিল, তারা ভারতের সাথে বশ্যতার স্বীকার করে এদেশকে পরিচালনা করেছিল। আমাদের যুবকেরা জীবন ও রক্ত দিয়ে সে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। গড়েছি নতুন বাংলাদেশ।
তিনি আরও বলেন, ২০০১-০৬ সালে ক্ষমতা থাকাকালীন সময়ে আমি কোন ধরনের দুর্নীতি করিনি। কিš‘ সরকার আমাকে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করে ১৮ মাস জেলহাজতে রাখে। বিভিন্ন উপায়ে তদন্ত শেষে তারা আমাকে দুর্নীতিমুক্ত ব্যক্তি হিসেবে সার্টিফিকেট দিতে বাধ্য হয়।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার জামায়াতের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার ও মেম্বারদের নিয়ে মতবিনিময় সভায় ডা. তাহের প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. বেলাল হোসাইনের পরিচালনায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার¯’ হোটেল খাদিজা ইনে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, সাবেক আমীর আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মু. সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা মু. ইব্রাহিম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, মো. রুহুল আমিন, ওয়াজী উল্লাহ ভূঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, আবুল খায়ের, এমদাদুল হক শাহী, মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, মুন্সীরহাট ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন, ভিপি জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য মো. মামুন, আবদুল মমিন ভেন্ডার, সৈয়দ আহমেদ, ছোয়াব মেম্বার প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শুরু হল আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কুমিল্লার ১১টি আসনে ৮১...
অশোক বড়ুয়াকুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৮১ জন প্রার্থী...
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন ৮ লাখ টাকা জরিমানাসহ ১ জনকে...
বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তো...
কুমিল্লা আইডিয়াল কলেজে বার্ষিক ক্রীড়ার সাংস্কৃতিক সপ্তাহ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভ...
বিএনপির ৩১ দফার মধ্যেই রয়েছে বৈষম্যবিরোধী সমাজ ব্যবস্থার র...
ফয়সল আহমেদ খানগণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকী বলেছেন, তিনবারের সাবে...
বুড়িচংয়ে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬তম বার্ষিক সাধা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে...
কুমিল্লা-৭ চান্দিনা আসনে প্রতীক পেয়েই প্রচারণা, হাত পাখা...
নিজস্ব প্রতিবেদক, চান্দিনাকুমিল্লার চান্দিনায় নির্বাচনী প্রতীক পাওয়ার পর অবৈধ শোডাউন আয়োজন করার অভিয...