
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Sep 2025, 1:02 PM

মাদক ও সামাজিক অপরাধ রোধে খেলাধুলার বিকল্প নেই — ইউএনও ব্রাহ্মণপাড়া

মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম। ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ শাহীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর থেকে উপজেলার চারটি মাঠে ইউনিয়ন পর্যায়ে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল, সাঁতার, কাবাডি ও দাবাসহ পাঁচটি ইভেন্টে বালক ও বালিকা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে। ইউনিয়ন পর্যায়ের সেরা দলগুলো উপজেলা পর্যায়ে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ও ফাইনাল খেলায় অংশ নেয়। শনিবার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে সহায়তা করে। পাশাপাশি খেলাধুলা তাদের মধ্যে শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বগুণ বিকাশে বড় অবদান রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়ার মাধ্যমে তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবে এবং ভবিষ্যতে দেশকে এগিয়ে নেওয়ার মতো দক্ষ নাগরিক হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারবে।
তিনি আরও বলেন, বর্তমানে সমাজে মাদক, কিশোর গ্যাংসহ নানা ধরনের সামাজিক অপরাধের বিস্তার ঘটছে, যা তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। খেলাধুলায় সম্পৃক্ততা এসব কুফল থেকে শিক্ষার্থীদের দূরে রাখে এবং সঠিক পথে এগিয়ে যেতে সহায়তা করে। আজ যারা পুরস্কার পেল তারা শুধু নয়, অংশ নেওয়া প্রতিটি শিক্ষার্থীই নিজেদের জন্য একটি বড় অভিজ্ঞতা অর্জন করেছে। আগামী দিনে ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও কৃতিত্ব দেখাবে—এটাই আমাদের প্রত্যাশা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

মুরাদনগর বাজারে আবারও চুরি, আতঙ্কিত ব্যবসায়ীরা
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর দুই দিনে চার দোকানে চুরির রেশ কাটতে না কাটতেই তৃতীয় দিনের মাথায়...

কুমিল্লায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের সংস্কার কারা কর্তৃপক্ষ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় জলাবদ্ধতা দূরীকরণে সিটি কর্পোরেশনের ড্রেনেরসংস্কার কা...

পত্রিকায় দুর্নীতির সংবাদ প্রকাশের পর হোমনার টিও-এটিও বদলি!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা উপজেলা শিক্ষা অফিসের দুর্নীতি নিয়ে দৈনিক যুগান্তর,দৈনিক রু...

দেবীদ্বার: ৩৬ দরিদ্র অসহায় পরিবার পেল ৩৬ টি ছাগল
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লার দেবীদ্বারে ৩৬ অসহায় ও দরিদ্র পরিবার পেল ৩৬ টি ছাগল।&nb...

তিতাস প্রতিষ্ঠার ২১ বছর পর নির্মাণ হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিন...
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাস উপজেলা প্রতিষ্ঠার ২১ বছর পর নির্মাণ হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনা...

ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে ৬০ বোতল স্কাফ সিরাপসহ যুবক আটক
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল মাদকদ্রব্য স্কাফ সিরাপসহ এক...
