প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Sep 2025, 1:02 PM
মাদক ও সামাজিক অপরাধ রোধে খেলাধুলার বিকল্প নেই — ইউএনও ব্রাহ্মণপাড়া
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম। ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ শাহীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর থেকে উপজেলার চারটি মাঠে ইউনিয়ন পর্যায়ে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল, সাঁতার, কাবাডি ও দাবাসহ পাঁচটি ইভেন্টে বালক ও বালিকা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে। ইউনিয়ন পর্যায়ের সেরা দলগুলো উপজেলা পর্যায়ে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ও ফাইনাল খেলায় অংশ নেয়। শনিবার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে সহায়তা করে। পাশাপাশি খেলাধুলা তাদের মধ্যে শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বগুণ বিকাশে বড় অবদান রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়ার মাধ্যমে তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবে এবং ভবিষ্যতে দেশকে এগিয়ে নেওয়ার মতো দক্ষ নাগরিক হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারবে।
তিনি আরও বলেন, বর্তমানে সমাজে মাদক, কিশোর গ্যাংসহ নানা ধরনের সামাজিক অপরাধের বিস্তার ঘটছে, যা তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। খেলাধুলায় সম্পৃক্ততা এসব কুফল থেকে শিক্ষার্থীদের দূরে রাখে এবং সঠিক পথে এগিয়ে যেতে সহায়তা করে। আজ যারা পুরস্কার পেল তারা শুধু নয়, অংশ নেওয়া প্রতিটি শিক্ষার্থীই নিজেদের জন্য একটি বড় অভিজ্ঞতা অর্জন করেছে। আগামী দিনে ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও কৃতিত্ব দেখাবে—এটাই আমাদের প্রত্যাশা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন ৬৪ চারা রোপণ, বেলতলীর মহাসড়কে ফের ফুটবে বকুল ফুল
মাহফুজ নান্টুঅপরিচ্ছন্ন হয়ে পড়ে মহাসড়কের বিভাজক। এছাড়াও শীতকালীন সবজি চাষে বাঁধা হয়ে দাঁড়ায়। এমন অভি...
কুমিল্লার নতুন জেলা প্রশাসক মুঃ রেজা হাসানের যোগদান
অশোক বড়ুয়া কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মুঃ রেজা হাসান নতুন কর্মস্থলে যোগদান করেছেন। রাজশাহী জে...
কুমিল্লার দুর্গাপুর উত্তর ইউপির প্যানেল চেয়ারম্যান সোনিয়া...
নিজস্ব প্রতিবেদক ১০ মেম্বারের অনাস্থা এবং দুর্নীতি ও অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় কুমিল্লা সদ...
জুলাই হত্যাকান্ডে শেখ হাসিনার মৃত্যুদন্ড সাবেক স্বরাষ্ট্র ম...
এফএনএসবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত...
কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত...
মাহফুজ নান্টুকুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বিল্লাল হোসেন নামে...
শেখ হাসিনার মৃত্যুদন্ডের আদেশ কুমিল্লা উত্তর জেলায় আক্তারুজ...
নিজস্ব প্রতিবেদকজুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করে...