স্বজন ও নেতাকর্মীদের কাঁদিয়ে চিরনিদ্রায় বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন
মাহফুজ নান্টু
মাথায় টুপি শরীরে পাঞ্জাবি মুখে হাসি। চলন বলনে বেশ পরিপাটি। নিজ রাজনৈতিক দলের পাশাপাশি বিরোধী দলের সবার কাছে সমান জনপ্রিয়। আন্দোলন সংগ্রামে অকুতোভয় জসিম উদ্দিনকে আর দেখা যাবে না কুমিল্লার রাজপথে।
মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীমউদ্দীন ভিপি জসিম নামেই সবার কাছে পরিচিত ছিলেন। গেলো বৃহস্পতিবার বেলা পৌনে একটাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের শোকের সাগরে ভাসিয়ে চিরনিদ্রায় চলে গেছেন।
শুক্রবার বাদ জুমা কেন্দ্রীয় ঈদগা মাঠে তার জানাজার নামাজে ছিল নেতাকর্মীদের ঢল। বাদ আসর নিজ এলাকা ধর্মপুরে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে জসীমউদ্দীনের মরদেহ সমাহিত করা হয়।
এর আগে দেশের বিভিন্ন প্রান্তসহ নগরীর পাড়া মহল্লা থেকে জানাজার নামাজে এসে কাঁদলেন দীর্ঘদিনের সহকর্মী ও স্বজনরা। রাজনীতির বাইরের বিভিন্ন পেশাশ্রেণীর মানুষ জন্য যোগ দিয়েছিলেন এই বিদায় বেলায়।
জানাযার নামাজের বাবার প্রতি স্বজন ও তার রাজনৈতিক সহকর্মীদের আবেগ ভালোবাসা দেখে আপ্লুত ছেলে ফাহিম শাহরিয়ার তার বাবার জন্য কাঁদলেন। বাবার অন্তিম যাত্রায় সবার কাছে দোয়া চাইলেন।
দীর্ঘ ৩৮ বছরের জাতীয়তাবাদী রাজনীতির লড়াকু সৈনিক ছিলেন জসীমউদ্দীন। কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম অংশীজন জসিম ছিলেন তরুণ নেতাকর্মীদের অনুপ্রেরণা।
পরিবার সূত্রে জানা যায়, গেল রোববার রাত ১১ টায় জসীম উদ্দীন ধর্মপুর এলাকার নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক করেন। পরে দ্রুত তাকে নগরীর একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। পরে আশঙ্কা জনক অবস্থায় দ্রুত তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ১ টায় জসীমউদ্দীন মারা যান।
স্থানীয় রাজনীতিকরা বলছেন, ভিপি জসিম এর মত সাহসী ও অকুতোভয় নিবেদিত প্রাণ এক নেতার মৃত্যুতে একজন সত্যিকারের মানুষের অভাব অনুভব করবেন সবাই। তার মতো ত্যাগী নেতার শূন্যতা সহজে পূরণ হবে না।
জানাজার নামাজে অংশগ্রহণ করে শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু, চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন, মহানগর জামায়াতের আমির কাজী দিন মোহাম্মদ, কেন্দ্রীয় বিএনপি'র কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।
ক্যাটেগরি:
বৃহত্তর কুমিল্লা
ট্যাগ:
বৃহত্তর কুমিল্লা
জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি