প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Oct 2025, 12:09 AM
কুমিল্লায় নৌপুলিশের ওপর চাঁদাবাজদের টেঁটা নিক্ষেপ
কুমিল্লার মেঘনা উপজেলায় নৌপথে চাঁদাবাজির সময় পুলিশের ওপর টেঁটা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে চালিভাঙ্গা নৌপুলিশ। গ্রেফতার আসামিরা হলেন- চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্ধসঢ়;বায়ক নলচর গ্রামের আব্দুল বারেকের ছেলে ও মেঘনা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্ধসঢ়;বায়ক হাসনাত প্রধানের ভাই মো. রানা (২৭), নলচর গ্রামের রুফ মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (১৮)। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামের মেঘনা নদীতে চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। নৌপুলিশ সূত্রে জানা যায়, একটি বাল্কহেডের সুকানি ফোন করে জানান,কিছু চাঁদাবাজ তাদের মারধর করছে টাকার জন্য। নৌপুলিশ ঘটনাস্থলে গেলেচাঁদাবাজরা তাদের লক্ষ্য করে টেঁটা নিক্ষেপ করে। এতে তিনজন পুলিশ সদস্য আহতহন। তারা হলেন এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুর রহমান।একটি ভিডিওতে দেখা যায়, একটি নৌকাকে তাড়া করলে সেখান থেকে একযুবক পুলিশের স্পিডবোটে টেঁটা নিক্ষেপ করেন। এসময় পুলিশকে বলতে শোনাযায় ফায়ার করো। এদিকে পুলিশের এক সদস্যের হাতে টেঁটা লাগলে সেখানেকাপড় জড়াতে দেখা যায়।বাল্কহেডের একজন সুকানি বলেন, এদিক দিয়ে আসা যাওয়া করতে হলেপ্রতিনিয়ত চাঁদাবাজদের কবলে পড়তে হয়। তারা ৫-১০ হাজার টাকা পর্যন্ত চাঁদা
দাবি করেন। নৌপুলিশ দেখলে তারা আসেন না কিন্তু যখনই একটু সুযোগ পায় তখন নৌকায় করে অস্ত্র নিয়ে আমাদের কাছে চাঁদা দাবি করেন, না দিলে মারধরকরেন।চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, “আমরানৌপথে চাঁদাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌছালে চাঁদাবাজরা আমাদের লক্ষ্যকরে টেঁটা ছুরে মারে আমরা ২১ রাউন্ড গুলি করি। এসময় আমাদের তিন পুলিশসদস্য আহত হন, এরপর ধাওয়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হই। আটক দুইযুবককে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মেঘনায়নৌপথ সুক্ষিত রাখতে নৌপুলিশ কাজ করে যাবে।এর আগে সোমবার (৬ অক্টোবর) বিকেলে মেঘনার কাঁঠালিয়া নদী থেকেচাঁদাবাজির সময় কুমিল্লার তিতাস উপজেলার সরস্বতী চর গ্রামের ইদ্রিস আলীরছেলে ও নৌপথের শীর্ষ চাঁদাবাজ মামুনের চাচাতো ভাই আক্তার হোসেনকে (৪৫)আটক করেছিল নৌপুলিশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সমাবেশে উত্তেজনা, দিন শেষে শ...
মাহফুজ নান্টুকুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহলে বিএনপির দুই গ্রুপ—বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌ...
বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় সকল খুচরা সার ডিলার...
কাজী খোরশেদ আলমবুড়িচং উপজেলার সার ডিলার নিয়োগ ও সার বিতরণ ব্যবস্থা সুষ্ঠু ও নীতিমালা অনুযায়ী পরিচালন...
বাঞ্ছারামপুরে রাজহাঁসের গ্রাম বাহেরচর
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার অসাধারন সুন্দর গ্রাম বাহেরচর। গ্রামের বেশির ভাগ দ...
মাদকদ্রব্য উদ্ধার অভিযানে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা জেলা...
মো. আনোয়ারুল ইসলামমাদকদ্রব্য উদ্ধার ও সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখায় গত অক্টোবর মাসের জন্...
ধানের শীষকে বিজয়ী করতে দলবদ্ধ ভাবে কাজ করতে হবে-মঞ্জুরুল ম...
মোঃ আক্তার হোসেন ধানের শীষ প্রতীক’কে বিজয় করতে দলবদ্ধ ভাবে কাজ করতে হবে বলেন আহবান করেন ব...
লালমাইয়ে ৫০ শয্যা হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন করবো-আবদ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-১০ (লালমাই-লাঙ্গলকোট) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনো...