
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Oct 2025, 12:01 AM

বুড়িচং সরকারী মৎস্য হ্যাচারী যেন ভূতুরে বাড়ী

কাজী খোরশেদ আলম
বুড়িচং উপজেলার মৎস্যচাষীদের পোনা সরবরাহের জন্য ৩.৩৩ হেক্টর জমি নিয়ে সরকারী ভাবে মৎস্য হ্যাচারী স্থাপন করা হয়। যার মধ্যে পুকুর রয়েছে ৮ টি এবং পোনা উৎপাদনের জমি রয়েছে ১.০৪ হেক্টর। কিন্ত সরকারী সকল প্রকার সুযোগ সুবিধা থাকলেও এখানে কখনো পোনা উৎপাদন করা হয় না। শুধুমাত্র কাগজে কলমে পোনা উৎপাদন ও বিক্রয় দেখানো হয়। প্রয়োজন হলে অন্য কোথাও পোনা মাছ ক্রয় করে বিতরণ করা হয়ে থাকে।
স্থানীয় সুূত্রে জানা যায়, খামার ব্যবস্থাপক শামছি আরা ফেরদৌসী আসার পর থেকে খামারটি যেন নির্জিব হয়ে গেছে। তিনি দৃশ্যমান কোন কাজ করেন না। ৮টি পুকুর ও পোনা উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ এবং সরঞ্জামাদি থাকার পরেও এখানে কোন পোনা উৎপাদন করতে দেখা যায় নাই। মাঝে মধ্যে কোন দিবসে পোনা বিতরণ কিংবা মৎস্য সপ্তাহ উপলক্ষে উম্মুক্ত জলায়শয়ে পোনা অবমুক্ত করণের জন্য অন্যখান থেকে পোনা ক্রয় করে বিতরণ করে এবং জলাশয়ে অবমুক্ত করা হয়। তাছাড়া বিগত সরকারের কিছু অসাধু ব্যাক্তির সাথে যোগসাজসে বিভিন্ন অনিয়ম করেছে। সরেজমিন গিয়ে দেখা যায়, খামার ব্যাবস্থাপকের কার্যালয়টি যেন কারো বেড রুম। একপাশে কাথা বালিশ বিছানো রয়েছে অন্যপাশে চেয়ার টেবিল সাজানো রয়েছে। পোনা উৎপাদনের হাউজে গিয়ে দেখা যায়, রান্না করার সরঞ্জামাদি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই হাউজে কখনো পোনা কিংবা রেনু উৎপাদন করা হয়েছে বলে দৃশ্যমান হয় না।
খামার সূত্রে জানা যায়,২০২২-২০২৩ অর্থ বছরের পোনা মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২ লক্ষ ৯০ হাজার পোনা। লক্ষ্যমাত্রা অনুযায়ী ২লক্ষ ৯০ হাজার পিচ পোনা উৎপাদন করা হয়েছে এবং তা বিক্রয় করা হয়েছে। এছাড়া রেনুর লক্ষ্যমাত্রা ছিল ৩০ কেজি। তা উৎপাদন করে বিক্রয় করা হয়েছে। যা বিক্রয় করে ৩ লক্ষ ৯৬ হাজার ৮০০ টাকা জমা করা হয়েছে।
২০২৩-২০২৪ অর্থ বছরের পোনা মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২ লক্ষ ৯৩ হাজার পোনা। লক্ষ্যমাত্রা অনুযায়ী ২লক্ষ ৯৩ হাজার পিচ পোনা উৎপাদন করা হয়েছে এবং তা বিক্রয় করা হয়েছে। এছাড়া রেনুর লক্ষ্যমাত্রা ছিল ৩২ কেজি। তা উৎপাদন করে বিক্রয় করা হয়েছে। যা বিক্রয় করে ৪ লক্ষ ২ হাজার ১০০ টাকা জমা করা হয়েছে।
২০২৪-২০২৫ অর্থ বছরের পোনা মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৮৬৪.৬০ কেজি। লক্ষ্যমাত্রা অনুযায়ী ৮৬৪.৬০ উৎপাদন করা হয়েছে এবং তা বিক্রয় করা হয়েছে। এছাড়া রেনুর লক্ষ্যমাত্রা ছিল ৩৩কেজি। তা উৎপাদন করে বিক্রয় করা হয়েছে। যা বিক্রয় করে ৪ লক্ষ ৬ হাজার ৩০০ টাকা জমা করা হয়েছে।
খামার ব্যাবস্থাপকের কার্যালয়টি পরিত্যাক্ত ঘোষণা করায় এবং নতুন কোন ভবন নির্মাণ না হওয়ায় গার্ডসেটের মধ্যেই কার্যক্রম পরিচালনা করা হয়।
স্থানীয় আরিফুল ইসলাম মাহাদী জানায়, এখানে কোন পোনা উৎপাদন করা হয় না। বছর বছর শুধু কাগজে কলমে উৎপাদন ও বিক্রয় দেখানো হয়। আর মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্ত করার জন্য কোন চাষীদে পোনা কিনে আনে। আমি আমার পুকুরের জন্য কিছু পোনা নিয়েছিলাম। এগুলোর মধ্যে কোন কোনটি আধা কেজি এবং কোনটি ১ কেজি পর্যন্ত ছিল। এই মাছগুলো আমার পুকুরে ছাড়ার পর পুকুরের বাকি মাছগুলো মারা গিয়েছে। এইগুলো তাদের খামারের ছিল না, অন্য কোন জায়গা থেকে ক্রয় করে আমাকে দিয়েছিল। সরকারী মৎস্য হ্যাচারীটি দীর্ঘদিনই বন্ধ রয়েছে। যা শুধু মাত্র কাগজে কলমে দেখতে পাওয়া যায়। খামার ব্যবস্থাপক শামছি আরা ফেরদৌসী বলেন, বিগত দুই অর্থ বছর আমার এখানে জনবল ছিল না। তাই আমি অন্য উপজেলা থেকে জনবল এনে রেনু ও পোনা উৎপাদন করেছি। এখন আমার জনবল রয়েছে রেনু ও পোনা উৎপাদনে কোন সমস্যা নেই। এখানে লক্ষ্যমাত্রা অনুযায়ী রেনু ও পোনা উৎপাদন করে বিক্রয় করছি। তাছাড়া কার্যালয়টি পরিত্যাক্ত ঘোষণা করায় গার্ডদের সেডের মধ্যেই অফিসের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এখানে আমি নিরাপত্তাহীনতায় ভূগতেছি। চেষ্টা করছি বদলী হয়ে আমার নিজ এলাকা ময়মনসিংহে চলে যেতে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

ব্রাক্ষণপাড়ায় সনদ জালিয়াতির অপরাধে সভাপতি অপসারণ
নিজস্ব প্রতিবেদককুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভুয়া শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে সিদলাই আমীর হোসেন জোব...

মিরপুরে আবারও ধীরগতির পিচে স্পিন রাজত্ব রিশাদের ঘূর্ণিতে জয়...
ক্রীড়া প্রতিবেদকছোট পুঁজিতে খেলেও জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরের ঘূর্ণি উইকেটে আবারও রাজত্ব করলেন বাংল...

দিদার সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় দিদার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৫৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত...

অগ্নিকাণ্ডে একমাত্র আয়ের উৎস হারিয়ে নিরবাক বিধবা খোরশেদা
নাজমুল করিম ফারুক বিশ বছর স্বামী বিদেশ থাকায় অবস্থায় যে সঞ্চয় হয়েছিল ক্যান্সারে আক্রান্ত হয়ে দে...

সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি...

বাঞ্ছারামপুরে ৭ জুয়াড়ি সহ ১০ জন গ্রেফতার
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একদিনে ৭ জুয়াড়ি সহ মোট ১০ জনকে বিভিন্ন অপরাধের জন্য গ্রে...
