
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Oct 2025, 12:10 AM

অগ্নিকাণ্ডে একমাত্র আয়ের উৎস হারিয়ে নিরবাক বিধবা খোরশেদা

নাজমুল করিম ফারুক
বিশ বছর স্বামী বিদেশ থাকায় অবস্থায় যে সঞ্চয় হয়েছিল ক্যান্সারে আক্রান্ত হয়ে দেখে আসার পর তার চিকিৎসার জন্য সব টাকা ব্যয় হয়ে যায়। দার-দেনা করে আমার স্বামী একটি মুদি দোকান দিয়েছিল। ছয় মাস পর স্বামী মারা যাওয়ার পর আমি দোকানটি চালিয়ে আসছিলাম। আমার চতুর্থ শ্রেণিতে পড়া প্রতিবন্ধি মেয়ে এবং সপ্তাম শ্রেণি পড়ুয়া ছেলের সকল খরচ দোকান থেকে ব্যয় হতো। স্বামী মারা যাওয়ার পর দোকানটাই ছিল আমার একমাত্র আয়ের উৎস। গতকাল রাতের আগুনে আমার সব শেষ হয়ে গেছে। আল্লাহ্ধসঢ়; আর আমার অবুঝ দুই সন্তান ছাড়া আর কিছুই রইল না। কুমিল্লার তিতাসে লালপুর বাজারে শুক্রবার দিবাগত রাত ১১টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি ব্যবসা প্রতিষ্ঠানের একজন বিধবা নারী মোসা. খোরশেদা আক্তার এভাবে কান্না করে কথাগুলো বলছিলেন। তিনি আরো বলেন, বর্তমানে আমি প্রায় দেড় লাখ টাকা দেনা রয়েছি। মানুষের পাওনা টাকা কিভাবে দেব, কিভাবে সংসার চালাবো, কিভাবে ছেলে- মেয়েদের লেখাপড়া করাবো? এমন প্রশ্ন বারবার তিনি বলে যাচ্ছেন। লালপুর বাজারে তার পরিচালিত মুদি দোকানের মালামালসহ দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে তার ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান। খোরশেদা আক্তারের মতো ক্ষতিগ্রস্ত আরেকজন মোশারফ হোসেন তার পোড়া দোকানের সামনে অবুঝ শিশুর মতো নির্বাক হয়ে তাকিয়ে দাঁড়িয়ে দেখছিলেন দোকানের পুড়ে যাওয়া মালামালগুলো। চোখে তার পানি টলমল করেছিল। কান্নাজড়িত কন্ঠে বারবার বলছিল, আমার মাসিক একটি কিস্তি রয়েছে। অনেক দোকানে মালামালের টাকা বাকি রয়েছে। অগ্নিকাণ্ডে আমার ৪টি কম্পিউটার, ২টি ল্যাপটপ, ৫টি প্রিন্টার, ১টি ফটোকপি মেশিনসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দোকান থেকে এক টাকার মালামালও নেওয়ার মতো না। অগ্নিকাণ্ডে মোশারফ হোসেন প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টায় উপজেলার মজিদপুর ইউনিয়নের লালপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় বাজারের খোরশেদা আক্তারের মুদি দোকান, মোশারফ হোসেনের ইলেকট্রনিক দোকান, জাকারিয়া মোল্লা ও মতিন মিয়ার স্টেশনারী দোকান, হায়দার আলী ও আলী সরকারের টেইলার্স দোকান, কাউছার হোসেনের ডেকোরেশন দোকান, আলাউদ্দিনের তরকারি দোকান এবং রাজিব চন্দ্র সাহার সেলুন দোকানটি মালামালসহ পুড়ে যায়। স্থানীয় লোকজন প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। লালপুর গ্রামের ছালেহ সরকার ও উত্তম চন্দ্র দাস জানান, উক্ত অগ্নিকাণ্ডে সব মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। আমরা আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের লোকজন এসেছিল। সকালে প্রশাসনের লোকজনসহ বিএনপিরনেতাকর্মীরা এসেছিল। উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন বলেন, রাতেই আমি খবরটি পেয়েছি। সকালে এসিল্যাণ্ড ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইউনিয়ন পরিষদকে দায়িত্ব দেওয়া হয়েছে
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

ব্রাক্ষণপাড়ায় সনদ জালিয়াতির অপরাধে সভাপতি অপসারণ
নিজস্ব প্রতিবেদককুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভুয়া শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে সিদলাই আমীর হোসেন জোব...

মিরপুরে আবারও ধীরগতির পিচে স্পিন রাজত্ব রিশাদের ঘূর্ণিতে জয়...
ক্রীড়া প্রতিবেদকছোট পুঁজিতে খেলেও জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরের ঘূর্ণি উইকেটে আবারও রাজত্ব করলেন বাংল...

দিদার সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় দিদার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৫৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত...

সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি...

বাঞ্ছারামপুরে ৭ জুয়াড়ি সহ ১০ জন গ্রেফতার
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একদিনে ৭ জুয়াড়ি সহ মোট ১০ জনকে বিভিন্ন অপরাধের জন্য গ্রে...

কুবিতে বিএসএসসিআরের ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে পাঁচটি দেশের অংশগ্রহণে...
