প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2025, 12:54 AM
বাঞ্ছারামপুরের প্রতাবগঞ্জ বাজার সড়ক তো নয়,যেন একখন্ড নদী!
ফয়সল আহমেদ খান
খোষকান্দি গ্রামের অসুস্থ্য রহিমা খাতুন (৭৫) ডাক্তার দেখাতে নাতিকে নিয়ে রিক্সায় চেপে যাচ্ছিলেন প্রতাবগঞ্জ বাজার সড়ক দিয়ে।আমেনা প্লাজার কাছাকাছি আসার পর রিক্সা রাস্তার পানিযুক্ত গর্তে দেবে যায়।উপায় না পেয়ে বৃদ্ধা রিক্সা থেকে নেমে ছোট ছোট পায়ে হাটতে শুরু করেন।এই হলো পৌরসভার সড়কের একটি দৃশ্য। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার প্রতাবগঞ্জ বাজারের মুসা মার্কেট থেকে শফিক মার্কেট মোড় পর্যন্ত প্রধান সড়কটির করুণ অবস্থা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, যেখানে জমে আছে পানি।দেখলে মনে হবে একখন্ড নদী।এই সড়ক এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে।বৃষ্টি হলে তো কথাই নেই।সড়ক ডুবে যায় থৈ থৈ পানিতে।
সরেজমিনে দেখা যায়, টিএন্ডটি রোড থেকে শুরু করে মুসা মার্কেট, সোহেল মার্কেট ও শফিক মার্কেট পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে বড় গর্ত ও ভাঙা কার্পেটিংয়ের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দা ও চালকরা জানান, সড়কটির কারণে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। এতে কৃষক, চাকরিজীবী, রোগী ও বাজারে আসা সাধারণ মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। প্রায়শই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। অটোরিকশা ও রিকশা চালকদের জন্য এটি এখন এক বিভীষিকা।
অটোরিকশাচালক ফয়সাল মিয়া জানান, “বড় গর্তে পড়ে যাত্রীরা আহত হন, গাড়িরও ক্ষতি হয়। রাস্তায় এত গর্ত যে চলাচলই কষ্টকর।” ট্রাকচালকরা জানান, “সড়ক পার হতে ঘন্টার বেশি সময় লেগে যায়। পণ্য পরিবহন করতে গিয়ে ভোগান্তির শেষ নেই।”
স্থানীয়রা বলছেন, প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় দুর্ভোগ আরও বাড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা জানান, “সড়কটির সংস্কারের প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। ঈদের ছুটির পর মুসা মার্কেট থেকে সোহেল মার্কেট হয়ে উপজেলা পর্যন্ত অংশে সাময়িক সংস্কার কাজ শুরু হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত ইসলামী- কায়কোবাদ
নিজস্ব প্রতিবেদকআওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াতে ইসলামী। বিশেষ করে নির্বাচন ঘিরে আওয়ামী লীগে...
সবাই সচেতন হলে স্বৈরাচার আর মাথাচাড়া দিতে পারবে না-ড. সায়ম...
মাহফুজ নান্টুজুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা...
কুমিল্লা মুরাদনগরে উপজেলায় ষষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ অনু...
নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ স্কাউটস মুরাদনগর উপজেলার আয়োজনে পাঁচ দিনব্যাপী ষষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ কো...
চৌদ্দগ্রামে বিএনপি প্রার্থী কামরুল হুদার উদ্যোগে বীর মুক্ত...
এমরান হোসেন বাপ্পিদেশ ও জনগণের অতন্দ্র প্রহরী খ্যাত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে জ...
ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া জ...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জস...
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মি...
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান...