
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2025, 12:54 AM

বাঞ্ছারামপুরের প্রতাবগঞ্জ বাজার সড়ক তো নয়,যেন একখন্ড নদী!

ফয়সল আহমেদ খান
খোষকান্দি গ্রামের অসুস্থ্য রহিমা খাতুন (৭৫) ডাক্তার দেখাতে নাতিকে নিয়ে রিক্সায় চেপে যাচ্ছিলেন প্রতাবগঞ্জ বাজার সড়ক দিয়ে।আমেনা প্লাজার কাছাকাছি আসার পর রিক্সা রাস্তার পানিযুক্ত গর্তে দেবে যায়।উপায় না পেয়ে বৃদ্ধা রিক্সা থেকে নেমে ছোট ছোট পায়ে হাটতে শুরু করেন।এই হলো পৌরসভার সড়কের একটি দৃশ্য। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার প্রতাবগঞ্জ বাজারের মুসা মার্কেট থেকে শফিক মার্কেট মোড় পর্যন্ত প্রধান সড়কটির করুণ অবস্থা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, যেখানে জমে আছে পানি।দেখলে মনে হবে একখন্ড নদী।এই সড়ক এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে।বৃষ্টি হলে তো কথাই নেই।সড়ক ডুবে যায় থৈ থৈ পানিতে।
সরেজমিনে দেখা যায়, টিএন্ডটি রোড থেকে শুরু করে মুসা মার্কেট, সোহেল মার্কেট ও শফিক মার্কেট পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে বড় গর্ত ও ভাঙা কার্পেটিংয়ের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দা ও চালকরা জানান, সড়কটির কারণে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। এতে কৃষক, চাকরিজীবী, রোগী ও বাজারে আসা সাধারণ মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। প্রায়শই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। অটোরিকশা ও রিকশা চালকদের জন্য এটি এখন এক বিভীষিকা।
অটোরিকশাচালক ফয়সাল মিয়া জানান, “বড় গর্তে পড়ে যাত্রীরা আহত হন, গাড়িরও ক্ষতি হয়। রাস্তায় এত গর্ত যে চলাচলই কষ্টকর।” ট্রাকচালকরা জানান, “সড়ক পার হতে ঘন্টার বেশি সময় লেগে যায়। পণ্য পরিবহন করতে গিয়ে ভোগান্তির শেষ নেই।”
স্থানীয়রা বলছেন, প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় দুর্ভোগ আরও বাড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা জানান, “সড়কটির সংস্কারের প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। ঈদের ছুটির পর মুসা মার্কেট থেকে সোহেল মার্কেট হয়ে উপজেলা পর্যন্ত অংশে সাময়িক সংস্কার কাজ শুরু হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

মুরাদনগর বাজারে আবারও চুরি, আতঙ্কিত ব্যবসায়ীরা
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর দুই দিনে চার দোকানে চুরির রেশ কাটতে না কাটতেই তৃতীয় দিনের মাথায়...

কুমিল্লায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের সংস্কার কারা কর্তৃপক্ষ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় জলাবদ্ধতা দূরীকরণে সিটি কর্পোরেশনের ড্রেনেরসংস্কার কা...

পত্রিকায় দুর্নীতির সংবাদ প্রকাশের পর হোমনার টিও-এটিও বদলি!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা উপজেলা শিক্ষা অফিসের দুর্নীতি নিয়ে দৈনিক যুগান্তর,দৈনিক রু...

দেবীদ্বার: ৩৬ দরিদ্র অসহায় পরিবার পেল ৩৬ টি ছাগল
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লার দেবীদ্বারে ৩৬ অসহায় ও দরিদ্র পরিবার পেল ৩৬ টি ছাগল।&nb...

তিতাস প্রতিষ্ঠার ২১ বছর পর নির্মাণ হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিন...
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাস উপজেলা প্রতিষ্ঠার ২১ বছর পর নির্মাণ হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনা...

ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে ৬০ বোতল স্কাফ সিরাপসহ যুবক আটক
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল মাদকদ্রব্য স্কাফ সিরাপসহ এক...
