
প্রতিবেদক: Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2025, 12:54 AM

বাঞ্ছারামপুরের প্রতাবগঞ্জ বাজার সড়ক তো নয়,যেন একখন্ড নদী!

ফয়সল আহমেদ খান
খোষকান্দি গ্রামের অসুস্থ্য রহিমা খাতুন (৭৫) ডাক্তার দেখাতে নাতিকে নিয়ে রিক্সায় চেপে যাচ্ছিলেন প্রতাবগঞ্জ বাজার সড়ক দিয়ে।আমেনা প্লাজার কাছাকাছি আসার পর রিক্সা রাস্তার পানিযুক্ত গর্তে দেবে যায়।উপায় না পেয়ে বৃদ্ধা রিক্সা থেকে নেমে ছোট ছোট পায়ে হাটতে শুরু করেন।এই হলো পৌরসভার সড়কের একটি দৃশ্য। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার প্রতাবগঞ্জ বাজারের মুসা মার্কেট থেকে শফিক মার্কেট মোড় পর্যন্ত প্রধান সড়কটির করুণ অবস্থা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, যেখানে জমে আছে পানি।দেখলে মনে হবে একখন্ড নদী।এই সড়ক এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে।বৃষ্টি হলে তো কথাই নেই।সড়ক ডুবে যায় থৈ থৈ পানিতে।
সরেজমিনে দেখা যায়, টিএন্ডটি রোড থেকে শুরু করে মুসা মার্কেট, সোহেল মার্কেট ও শফিক মার্কেট পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে বড় গর্ত ও ভাঙা কার্পেটিংয়ের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দা ও চালকরা জানান, সড়কটির কারণে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। এতে কৃষক, চাকরিজীবী, রোগী ও বাজারে আসা সাধারণ মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। প্রায়শই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। অটোরিকশা ও রিকশা চালকদের জন্য এটি এখন এক বিভীষিকা।
অটোরিকশাচালক ফয়সাল মিয়া জানান, “বড় গর্তে পড়ে যাত্রীরা আহত হন, গাড়িরও ক্ষতি হয়। রাস্তায় এত গর্ত যে চলাচলই কষ্টকর।” ট্রাকচালকরা জানান, “সড়ক পার হতে ঘন্টার বেশি সময় লেগে যায়। পণ্য পরিবহন করতে গিয়ে ভোগান্তির শেষ নেই।”
স্থানীয়রা বলছেন, প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় দুর্ভোগ আরও বাড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা জানান, “সড়কটির সংস্কারের প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। ঈদের ছুটির পর মুসা মার্কেট থেকে সোহেল মার্কেট হয়ে উপজেলা পর্যন্ত অংশে সাময়িক সংস্কার কাজ শুরু হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে মনোহরগঞ্জে পুরষ্কার বিতরণ
আবুল কালাম আজাদ জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লৎসর মডেল সরকারি প্...

তিতাসে নবাগত এসিল্যা-ের যোগদান
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসে নতুন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে তানিয়া আক্তার লুবনা য...

বাঞ্ছারামপুরে গৃহবধূ শাহিনুর হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি...
বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর গৃহবধূ শাহিনুর আক্তার (২৫) হত্য...

চান্দিনায় ৫২ লক্ষ টাকা ও সাড়ে ৩ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক ব্...
সোহেল রানাকুমিল্লার চান্দিনায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মোস্তফা (৩০...

বুড়িচংয়ে মাদক, জুয়া ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে প্...
কাজী খোরশেদ আলমবুড়িচং উপজেলায় মাদক, জুয়া ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন উপজেলা...

বাঞ্ছারামপুরে পিবিজিএসআই পুরস্কার, সার্টিফিকেট ও ক্রেস্ট প...
বাঞ্ছারামপুর প্রতিনিধি পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (চইএঝঋও) স্কিমের আওতায়...