
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2025, 4:06 AM

বাল্যবিবাহ নয়, শিক্ষাই হোক মেয়ের প্রথম অধিকার - ইউএনও ব্রাহ্মণপাড়া

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বাল্যবিবাহ, জন্ম নিবন্ধন এবং ছেলে-মেয়ে সন্তানকে সমানভাবে মূল্যায়নের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে সরাসরি মাঠে নামেন।
বুধবার (১৮ জুন) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে তিনি ক্লিনিকে আগত সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন।
এ সময় ইউএনও মাহমুদা জাহান বলেন, "আমাদের সমাজে আজও কন্যাসন্তানকে অবহেলা করা হয়, যা একেবারেই অনুচিত। ছেলে ও মেয়ে—উভয়েই সমানভাবে পরিবারের সুখ-দুঃখে অংশীদার এবং সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম। কন্যাসন্তানকে অবহেলা নয়, তাকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। মেয়েদের ছোটবেলায় বিয়ে না দিয়ে তাদের শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। এতে করে শুধু পরিবার নয়, সমাজও উপকৃত হবে।
ইউএনও মাহমুদা জাহান বলেন, জন্মের সঙ্গে সঙ্গেই শিশুর জন্মনিবন্ধন করা খুবই গুরুত্বপূর্ণ। এটি তার নাগরিক অধিকার নিশ্চিত করে এবং ভবিষ্যতের অনেক সরকারি সুবিধা গ্রহণে সহায়ক হয়। তাই কোনো পরিবার যেন এটি অবহেলা না করে।"
তিনি আরও বলেন, "আপনারা নিজের ঘর থেকে এই পরিবর্তনের সূচনা করুন। নিজের সন্তানদের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখুন। একমাত্র সচেতনতাই পারে সমাজকে পরিবর্তন করতে।"
তার এই সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক এবং মানরা কমিউনিটি ক্লিনিকে কর্মরত সেবাদানকারীগণ।
জনগণের মাঝে সচেতনতা তৈরি ও সামাজিক উন্নয়নে প্রশাসনের এমন ইতিবাচক ভূমিকা এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

মুরাদনগরে বিদ্যালয়ের মাঠে ওয়াশ ব্লক স্থাপন করায় খেলাধুলা থেক...
বেলাল উদ্দিন আহাম্মদকুমিল্লার মুরাদনগরে বিদ্যালয়ের মাঠে রাজকীয় এক ওয়াশ ব্লক স্থাপনের ফলে, খেলাধুলা...

দেবিদ্বারে সেচ্ছাসেবক দলের নেতা মোঃ নাজমুল বহিস্কার
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য নাজমুল হাসান রুবেলকেমাদকের সাথে সম...

কুবি শিক্ষার্থী ও মা
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী...

ড. মোশাররফ নির্ভার, বিপাকে সেলিম ভূঁইয়া
কুমল্লিা-১ আসনে নর্বিাচননতুন করে দাউদকান্দ-িমঘেনা নয়িে গঠতি কুমল্লিা-১ আসনে মনোনয়ন ও জয়রে ব্যাপারে ব...

অবৈধ দখলমুক্ত চৌয়ারা বাজার গড়ার লক্ষ্যে মানববন্ধন ও বর্ণাঢ্...
নিজস্ব প্রতিবেদক দীর্ঘদিনের গড়ে ওঠা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন বাজার চৌয়ারা নামে খ্যাত ঐতিহ্...

কুবি শিক্ষার্থী ও তার মায়ের 'হত্যা'র বিচারের দাবিতে মানববন...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আ...