প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Nov 2025, 10:19 AM
চৌদ্দগ্রামে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাটে ফেলনা পশ্চিম পাড়া যুবসমাজ কর্তৃক আয়োজিত ‘প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এ ফাইনাল খেলায় ফেলনা স্ট্রাইকারর্স ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে ফেলনা টাইগার ফুটবল একাদশ বিজয় লাভ করে টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় অনবদ্য নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের অধিনায়ক মো. শাহরিয়ার। ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে অসাধারণ একটি সেভ করে দলকে বিজয়ের দারপ্রান্তে পৌঁছে দিয়ে টুর্ণামেন্ট সেরা গোলরক্ষক নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক মো. রাফি। সমগ্র টুর্ণামেন্ট জুড়ে অসাধারণ খেলা উপহার দিয়ে দর্শকদের হৃদয় কেড়ে নেওয়া মো. মাহফুজ হন
টুর্ণামেন্ট সেরা খেলোয়ার। খেলা শেষে বিজয়ী দল ও সেরা খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। খেলাটি সুশৃঙ্খলভাবে ও সুনিপুন দক্ষতায় পরিচালনা করেন ফেলনা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শাহাদাৎ হোসেন। পুরো টুর্ণামেন্ট জুড়ে সৌজন্য স্পন্সর ছিলেন চৌদ্দগ্রাম আল-নূর হাসপাতাল এবং কনকাপৈত মেহেরাজ ট্রেড এন্ড টান্সপোর্ট এজেন্সী।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ঢাকাস্থ মুন্সীরহাট ফাউন্ডেশন’ এর সিনিয়র সহ-সভাপতি ও নবান্ন কর্পোরেশন এর প্রধান নির্বাহী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ফেলনা গ্রামের কৃতিসন্তান, প্রমিস মাঠ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইসরাফিল মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জহির উদ্দিন বাবর, দেড়কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মাসুম বিল্লাহ। এ সময় বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষায় খেলাধুলা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। এমন একটি সুন্দর ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করায়
সংশ্লিষ্ট কর্তপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তারা। ভবিষ্যতেও এমন সুন্দর আয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। বিশিষ্ট সমাজসেবক ও সৌদিআরব প্রবাসী মো. ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. কপিল উদ্দিন মোল্লা, সাংবাদিক মো. গোলাম রসুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সফিউল ইসলাম জিয়া প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য মো. নাজমুল হোসাইন, মো.মাহফুজ, মো. সাইদুল আরাফাত, মো. সোহেল, নাসির উদ্দিন, মো. জাহিদুল ইসলাম, মো. তানিম সহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সক্রিয় অস্ত্র ব্যবসায়ীরা সীমান্তে কড়া নজরদারি বি...
মাহফুজ নান্টুআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র পাচার বা...
তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনের সার্বজনিন দিক নির্দেশন...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাই রাষ্ট্র কাঠামো গ...
ব্রাহ্মণপাড়ায় বসতঘর থেকে গাঁজাসহ চারজন গ্রেফতার
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের নারায়নপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এ...
কর্তৃপক্ষের গাফিলতিতে অষ্টম শ্রেণীর ৩০ শিক্ষার্থীর স্বপ্নভঙ্...
বিশেষ প্রতিনিধি, দেবিদ্বারকুমিল্লার দেবীদ্বারের আব্দুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী...
ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ একদিন আন্তর্জাতিক টেকনোলজিতে রূপ...
নিজস্ব প্রতিবেদকবুড়িচং উপজেলার স্বনামধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টে...
সাংবাদিকরা জীবন বাজি রেখে জাতির কল্যাণে কাজ করেন-নজরুল ইসলা...
কাজী খোরশেদ আলমগৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সাংব...