প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Nov 2025, 12:03 AM
নাশকতার চেষ্টাকালে কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতা-কর্মী আটক
মাহফুজ নান্টু
কুমিল্লা নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় সংঘবদ্ধ অবস্থায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ছাত্রলীগের ১৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বাঁশের লাঠি, ব্যানার, গ্যাসলাইট সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে আটকদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম। রবিবার (১৬ নভেম্বর) ভোর ৬ টা থেকে সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার একাধিক টিম ওই তিন এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করে। তাৎক্ষণিক অভিযানে নাশকতার চেষ্টা ব্যর্থ করে ঘটনাস্থল থেকে ২৯ জনকে আটক করা হয়।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, সকালে নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও নাশকতার করার জন্য ছাত্রলীগের নেতা কর্মীরা জড়ো হতে থাকে। পরে হঠাৎ পুলিশি অভিযান শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাশকতার পরিকল্পনার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, “নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার খবর পেয়ে আমরা অভিযান চালাই। টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান নেওয়ার সময় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বাশের লাঠিসহ নাশকতার পরিকল্পনার বিভিন্ন উপকরণ পাওয়া গেছে। কুমিল্লায় আইন শৃংঙ্খলা বিঘ্নের উদ্দশ্যে সাবেক এমপি আ.ক.ম বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনার অর্থায়নে শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি নেয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতিসহ একাধিক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করার কাজও চলছে। এ ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ২৯জনসহ পুরো জেলা মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটকদের কাছ থেকে ব্যানার, লাঠিসহ নাশকতার পরিকল্পনার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার ৬টি আসনে ৪৪ মনোনয়ন বৈধ, ১৬টি বাতিল সদর আসনের প্রা...
আয়েশা আক্তারকুমিল্লার ৬টি সংসদীয় আসনে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়ছে। এদিকে মনিরুল হক চৌধুরী ও হাজী ইয়...
কুমিল্লা-৪ আসনে মনোনয়ন যাচাই বাছাই নিয়ে পক্ষপাতিত্বের অভিযো...
নিজস্ব প্রতিবেদকআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির মনোনীত প্রার্থী হাসানাত আবদু...
কুমিল্লায় রিটার্নিং কার্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হ...
মাহফুজ নান্টুআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লা জেলা প্রশা...
তিতাসে বিএনপির অফিস ভাঙচুর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসের মানিককান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির...
ব্রাহ্মণপাড়ায় সরিষা ফুলের হলুদ হাসি ছড়িয়ে পড়েছে ফসলী মাঠ জু...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ মাঠের কোথাও কোথাও এবার সরিষা ফুলের হলুদ হ...
নাঙ্গলকোটে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিল...
সাইফুল ইসলামবি এন পির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফে...