প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Nov 2025, 11:06 AM
দেবিদ্বার উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ দুর্নীতি অর্থ আত্মসাতের অভিযোগ
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বার উপজেলা এলজিইডি সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত দায়িত্ব) সবুজ চন্দ্র সরকারের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়া তদন্ত কমিটির কাছে দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমানীত হলেও অদৃশ্য কারনে বহাল তবিয়তে রয়েছেন তিনি।
জানাযায়, দেবিদ্বার উপজেলা এলজিইডি সহকারী প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার ২০২৩ সালের ২৪ মে ভারপ্রাপ্ত প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহন করেন। ওই সময় তাকে ভারপ্রাপ্ত প্রকৌশলী হিসেবে যোগদানের জন্য ডিও লেটার দেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের আওয়ামী লীগের তৎকালীন এমপি রাজী মোহাম্মদ ফখরুল। যোগদানের পর তিনি ঘুষ দুর্নীতি ও প্রকল্পের অর্থ আত্মসাতের মত অপরাধে জড়িয়ে পড়েন এবং আওয়ামী এমপির ছত্রছায়ায় শুরু হয় নামে বেনামে ভুয়া প্রকল্পের অর্থ উত্তলণ। গত বছর ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোনের স্থানীয় এক নেতা পলিটেকনিক্যাল কলেজ জীবনের বন্ধু পরিচয়ে ওই ভারপ্রাপ্ত প্রকৌশলী আরো ব্যাপোরোয়া হয়ে উঠেন। তার সহযোগিতায় বিভিন্ন প্রকল্পে নিন্মমানের নির্মান সামগ্রী ব্যবহার, অসদাচরণ ও দুর্নীতির প্রমান পেয়েছে প্রকল্পের কাজ বন্ধ করেন কর্তৃপক্ষ। দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমানীত হলেও অদৃশ্য কারনে বহাল তবিয়তে রয়েছেন ভারপ্রাপ্ত প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার।
চলতি বছরের ২৩ জুন উপজেলার রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর হতে দুলালপুর সড়ক উন্নয়নে প্রায় সোয় দুই কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্নিঞ্চালের মূখ্য সংগঠনক হাসনাত আব্দুল্লাহ। অনিয়মের অভিযোগ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হয়। পরদিন ২৪ জুন এলজিইডি প্রধান প্রকৌশলীর পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) বেলাল হোসেন স্বাক্ষরিত একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কর্মকর্তা এলজিইডি কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওহিদুজ্জামানকে ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদান করতে বলা হয়। তদন্ত কর্মকর্তা উপজেলার সড়ক উন্নয়ন প্রকল্পের বিভিন্ন অনিয়মের প্রমান পেয়ে প্রতিবেদন দাখিল করলে ওই প্রকল্পটি বাতিল করেন কর্তৃপক্ষ।
এরপর চলতি বছরের ২০ শে জুলাই নিয়ম বহির্ভুত নিম্নমানের কাজ বাস্তবায়ন করায় কৈফিয়ত তলব করে উপজেলা সহকারী প্রকেীলশী (অতিরিক্ত দায়িত্ব) সবুজ চন্দ্র সরকারকে চিঠি দেন এলজিইডি প্রধান প্রকৌশলী মো: আব্দুর রশিদ মিয়া। ওই কৈফিয়ত তলব চিঠিতে উল্লেখ করেন, উপজেলা সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সবুজ চন্দ্র সরকারের বিরুদ্ধে অসদআচরণ ও দুর্নীতি পরায়ণতা কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ) ও ৩(ঘ) বিধি অনুযায়ী কেন শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে না তার সন্তুসজনক জবাব ৭ কর্মদিবসের মধ্যে দিতে বলা হয়।
একটি দায়িত্বশীল সূত্র বলছে, উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার যোগদানের পরই বেপরোয়া হয়ে উঠেন। প্রকল্পে অনুমোদিত নকশা ও প্রাক্কলন অনুযায়ী কাজ না করে ঠিকাদারের কাছ থেকে টাকা আদায়ই মুখ্য কাজ হয়ে দাড়িয়েছে। ঠিকাদার নামকাওয়াস্তে কাজ করার পরেও কাজ হয়েছে বলে বিল তোলে দিতে সহযোগিতা করছেন। এর বিনিময়ে ঠিকাদারদের কাছ থেকে বড় অংকের ঘুষ গ্রহণ করছেন। আবার অনেক প্রকল্পে কাজ না করেও ঠিকাদারকে বিল তোলে দিতে সহযোগিতা করছেন। ঘুষের জন্য তিনি বেসামাল হয়ে উঠেছেন। কিছু প্রকল্পে বেশি কমিশনের আশায় কাজ শেষ হলেও বিল আটকিয়ে মাসের পর মাস ঘুরিয়ে চাহিদা অনুযায়ী ঘুষ পেয়ে বিল ছাড় দেন।
২০২৪-২৫ অর্থ বছরের বিভিন্ন প্রকল্পে কাজ না করেই ভূয়া ছবি দিয়ে বিল উত্তোলন করার অভিযোগে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় সরকার বিভাগ উপজেলা এডিপি বিশেষ বরাদ্দের দেবিদ্বার উপজেলা সুবিল ইউনিয়ন রাঘবপুর টেমুহুনি হইতে চারুর বাড়ি সড়ক সিসি ডালাই প্রকল্প, দেবিদ্বার উপজেলা শহীদ মিনার সংস্কার ৩ লক্ষ টাকা, দেবিদ্বার পৌর এলাকার বড় আলমপুর পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদের অজুখানা, গুনাইঘর উত্তর কেন্দ্রীয় ঈদগাহ হইতে বাঙ্গরী স্কুল পর্যন্ত সলিং ২ লক্ষ টাকা, আতাপুর-ধামতী সড়ক মেরামত ৩ লক্ষ টাকা, সুলতানপুর হাইওয়ে- বক্রিকান্দি সড়ক মেরামত ২ লক্ষ টাকা, সাহাড়পাড় হাইওয়ে হইতে সাইতলা সড়ক মেরামত ২ লক্ষ টাকা, জাফরগঞ্জ ইউনিয়নের খোদাইচড় বট তলা হইতে বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের রাস্তা সলিং ৫ লক্ষ টাকা, সুবিল ইউনিয়ন বুড়িরপাড় ছনুদি হাজী বাড়ির সামনের রাস্তা সলিং, আব্দুল্লাহপুর ফুলকুড়ি স্কুল হইতে মুন্সি বাড়ি পর্যন্ত সলিং, ইউসুফপুর মোগসার মধ্য বাজার হইতে বেপারী বাড়ি পর্যন্ত রাস্তা সলিং, ইউসুফপুর লোতা দিঘিরপাড় সড়ক মেরামত প্যালাসাইডিং ২ লক্ষ টাকা। এই প্রকল্পগুলো কাজ না করেই বিল উত্তোলন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন অর্থ বছরের ভূয়া প্রকল্প দেখিয়ে এভাবে সরকারী অর্থ আত্মাৎ করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ধামতী গ্রামের জাহিদুল ইসলাম বলেন, উপজেলা এডিপি বিশেষ বরাদ্দের ২ লক্ষ টাকার প্রকল্পের কবরস্থানে বাউন্ডারি কাজ পেতে ঘুষ দেই এবং কাজ সম্পন্ন করেও বিলের জন্য মাসের পর মাস ঘুরেও বিল পাচ্ছি না, কয়েকদিনের মধ্যে বিল পাবো তবে ২০ হাজার টাকা আবারও ঘুষ দিতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সিয়াম আহমেদ বলেন, ২৪ এর গনঅভ্যুত্থানের মাধ্যমে আমরা চেয়েছিলাম ঘুষ ও দুর্নীতিমুক্ত একটি দেবিদ্বার। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের দেবিদ্বারবাসী আজও সেই ঘুষ ও দুর্নীতি থেকে মুক্তি পায়নি। দেবিদ্বার উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার তার অফিসকে একটি দুর্নীতির আতুরঘরে পরিনত করেছে। যা আমাদের জন্য দুঃখজনক। সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ না করেও উপজেলা প্রকৌশলী সবুজ বিল পাস করিয়ে টাকা তুলে জনগণের ট্যাক্সের টাকা আত্মসাৎ করেছে এমন অভিযোগও রয়েছে। দেবিদ্বারবাসী এমন একজন দুর্নীতিবাজ অফিসার থেকে মুক্তি চায় ও তার অপরাধের বিচার চায়।
অনিয়ম ও দূর্নীতির বিষয়ে জানতে চাইলে দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বলেন, কাজ ছাড়া বিল উত্তোলনের সুযোগ নাই। বিষয়টি নিয়ে আমি আপনার সাথে বসবো। এ ব্যাপারে এলজিইডি কুমিল্লা জেলা সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুস শাকের বলে, সবুজ চন্দ্র সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে, আজ রোববার (২৩ নভেম্বর) একটি অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নিবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী তার ঘনিষ্ঠজনের হাতে খুন হয়:...
এফএনএস বিদেশনারীহত্যার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতির অভাবের নিন্দা জানিয়ে জাতিসংঘ গত সোমবার জানিয়েছে যে,...
প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত
ঘরের মাঠে আরেকটি টেস্ট সিরিজ হারের পথে ভারত। গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতকে ৫৪৯ রানে...
বিএনপির ৩০০ আসনে প্রার্থী এ মাসে, বাদের শঙ্কায় অনেকে
জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা থেকে বাদ যাচ্ছেন অনেকে। তাঁদের স্থলাভিষিক্ত ক...
বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার জমিতে মাটি...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাযিল( ডিগ্রি) মাদ্রাসার...
চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবককে হত্যা; আটক...
সোহেল রানা, চান্দিনা।কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে এনে মো.মুছা (২৬) নামে এক য...
যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের বিচার হয় না-এলডিপি মহাসচিব...
নিজস্ব প্রতিবেদকযারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের বিচার হওয়া উচিত। ৩০ লক্ষ মুক্তিযোদ্ধাদের হত্যা ও ২ ল...