প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 May 2025, 11:40 PM
রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই’র ২১তম অভিষেক "উদ্দীপন" অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই’র ২১তম অভিষেক "উদ্দীপন" গত ২৩ মে শুক্রবার সন্ধ্যায় নগরীর টমছমব্রীজ গ্র্যান্ড ক্যাসেল হোটেল এন্ড রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি মেডিকেল কলেজের চেয়ারম্যান রোটাঃ পি পি রইস আবদুর রব, বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাই এর সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ নিজাম উদ্দিন কায়সার, (পরিচালক-ট্রাক লাগবে), রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাই এর সভাপতি রোটাঃ মাজহারুল হক মিয়াজী ও আর সি সি রোটাঃ পি পি শেখ সোহরাব উদ্দিন রাজিদ।
বক্তব্য রাখেন রোটাঃ পি পি লুৎফুল বারী চৌধুরী, রোটাঃ পি পি জাহাঙ্গীর আলম (পি এইস এফ, এম সি), রোটাঃ এ ডি এম এনামুল হক জুয়েল (ইলেক্ট সভাপতি), রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই এর পি পি রোটাঃ সুলতানুল আরিফিন টারজান, সাবেক পিডিআর রোটা: নাফিজুল আলম বাধন।
অভিষেক উদ্দীপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটাঃ পি পি মোহাম্মদ শাহজাহান, রোটাঃ আমানত উল্লাহ, রোটাঃ শাহাদাত হোসেন খন্দকার, রোটাঃ গোলাম মহিউদ্দিন খোকা, রোটাঃ ইকবাল বাহার, রোটাঃ এ্যাডঃ ইলিয়াস মিন্টু, রোটাঃ তোফাজ্জল হোসেন, রোটাঃ ফারুকুল ইসলাম, রোটাঃ জামাল হোসেন, রোটাঃ ক্যাপ্টেন (অব) ডাঃ জহির হোসেন, রোটাঃ মোঃ শাহজাহান, রোটাঃ আনোয়ার হোসেন, রোটাঃ রকিব উদ্দিন, রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাই এর প্রস্তাবিত সদস্য জহির আলম।
রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই এর চাটার্ড প্রেসিডেন্ট রোটাঃ আহম্মদ উল্লাহ আসাদি, পি পি রোটাঃ আব্দুল্লাহীল বাকী, পি পি সৌরভ সরকার, পি পি সুমন চন্দ্র সরকার পুলক, পি পি মাইনুদ্দিন খন্দকার, পি পি মাসুম বিল্লাহ, পি পি সৈয়দ সাইদুল হক, পি পি জাকির হোসেন।
প্রোগ্রাম চেয়ারম্যান রোঃ তাসলিমা লিপির সঞ্চালনায় বিদায়ী সভাপতি রোঃ মাহমুদুল হক রিমন রোটা বর্ষ ২০২৩- ২৪ এর এ্যাওয়ার্ড প্রদান করে বর্তমান সভাপতি রোঃ রাইসুল ইসলাম সোহাগ কে কলার হস্তান্তর করেন।
রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাই এর প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ এ ডি এম এনামুল হক জুয়েল ও আর সি সি রোটাঃ পি পি শেখ সোহরাব উদ্দিন রাজিদ ২০২৫-২৬ রোটা বর্ষের কমিটি ঘোষণা করেন- প্রেসিডেন্ট রোঃ তাসলিমা আক্তার লিপি, সেক্রেটারি রোঃ ফাইরুজ আহমেদ ও ট্রেজারার রো: আলী ইমরান আলভী। সহ সভাপতি রো. রিদয়, সহ সভাপতি রো. লিমা, জয়েন্ট সেক্রেটারী রো. বৃষ্টি, জয়েন্ট সেক্রেটারী রো. সুমি, ক্লাব সার্ভিস রো. ইমরান।
অভিষেক অনুষ্ঠানে রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই এর ক্লাব মেম্বার, তাদের পরিবার এবং অন্যান্য ক্লাব থেকে আগত রোটার্যাক্ট ক্লাব অব সানরাইজ এর সভাপতি ও তার টিম, রোটার্যাক্ট ক্লাব অব গোমতির সভাপতি ও তার টিম, রোটার্যাক্ট ক্লাব অব ময়নামতি এর সভাপতি ও তার টিম এবং রোটার্যাক্ট ক্লাব অব সাউথ এর সভাপতি ও তার টিম সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
অভিষেক অনুষ্ঠানের শেষে বোর্ড অব থ্যাংকস প্রদান করেন পিপি মাসুম বিল্লাহ। সবশেষে হোটেলে বসে খাবার গ্রহণ শেষে এবং উপস্থিত সকলকে গাছ সহ টব উপহার দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা করা হলে জনগণই রুখে দাঁড়াবে-দ্বী...
নিজস্ব প্রতিবেদকভোটাধিকার বঞ্চিতরা কেন্দ্র পাহারা দেবে দখলের অপচেষ্টা করা হলে জনগণই রুখে দাঁড়াবে,এ ভ...
মনোনয়ন বাতিল চেয়ে মঞ্জু মুন্সী ও হাসনাতের পাল্টাপাল্টি আপি...
মোঃ আক্তার হোসেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত-এনসিপি জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্...
ফুটপাত দখল মুক্ত করতে নাঙ্গলকোট বাজারে প্রশাসনের উচ্ছেদ অভ...
মাঈন উদ্দিন দুলালকুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরের যানজট নিরশনে নাঙ্গলকোট বাজারের ফুটপাতের দোকানপাট উ...
কুবিতে বিজ্ঞানের বহুমুখী গবেষণা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্...
সংবাদ বিজ্ঞপ্তিকুবিতে বিজ্ঞানের বহুমুখী গবেষণা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
এতিম শিক্ষার্থীদের কম্বল বিতরণ করল বুড়িচং প্রেসক্লাব
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে ধারাবাহিক মানবিক কর্মসূচির অংশ হিসেবে বাকশীমূল...
ব্রাহ্মণপাড়ায় শীত ও কুয়াশায় ক্ষতির মুখে বোরো বীজতলা, উদ্বে...
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াটানা তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভ...