প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Dec 2025, 12:03 AM
সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই এখন প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার মুরাদনগরে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন সদ্য যোগদানকৃত কুমিল্লা জেলা প্রশাসক। সোমবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসান। তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের সমন্বয়, আইন-শৃঙ্খলা ব্যবস্থার ধারাবাহিকতা এবং জনসেবা আরও গতিশীল করার বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
ডিসি মু. রেজা হাসান আরো বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই এখন প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এজন্য সব স্তরের কর্মকর্তা ও মাঠকর্মীদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরো বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সেবাুপ্রত্যাশী সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়া সরকারি সেবা পান, এটি নিশ্চিত করা প্রত্যেক দপ্তরের প্রধান দায়িত্ব। পাশাপাশি উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, সেবার মানোন্নয়ন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সব প্রশাসনিক ইউনিটকে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, কৃষি কর্মকর্তা মো. পাভেল খাঁন পাপ্পু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর, মুরাদনগর থানার ওসি মো. জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপজেলা সাব-রেজিস্ট্রার রৌশান সাদিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শফিউল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনছুর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খন্দকার ও সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন ভূঞাসহ উপজেলার সকল দপ্তরের প্রধানগণ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় নয় দিনব্যাপী জেলা বইমেলার সমাপনী
অশোক বড়ুয়াকুমিল্লা টাউন হল মাঠে নয় দিনব্যাপী জেলা বইমেলার সমাপনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। এবারের...
বর্তমান প্রজন্মের চাওয়াকে ধারন না করলে বাংলাদেশে রাজনীতি...
মোঃ আক্তার হোসেনবর্তমান প্রজন্মের চাওয়াকে ধারন করে যারা রাজনীতি করতে চাইবে তারাই শুধু বাংলাদেশে রাজন...
লালমাইয়ে ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা উদ্বোধন
কাজী ইয়াকুব আলী নিমেলইসলামি আদর্শ, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর, গবেষণা ভিত্তিক আধুনিক শিক্ষার স...
কুমিল্লা তানযীমুল উম্মাহ দাখিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী...
সংবাদ বিজ্ঞপ্তিকুমিল্লা তানযীমুল উম্মাহ দাখিল মাদ্রাসার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও হিফ্জ সম...
কুমিল্লায় তিনটি সংগঠনের উদ্যোগে বিনামূল্যে হেপাটাইটিস বি ও ড...
সংবাদ বিজ্ঞপ্তিগতকাল ভোর সাড়ে ৬ টা থেকে ১০টা পর্যন্ত রোটারির মাস "রোগ প্রতিরোধ ও চিকিৎসা " মাস এবং আ...
বাংলাদেশ পাঠাগার আন্দোলন কুমিল্লার আয়োজনে হেমন্তের পদাবলী...
শ্যামল বড়ুয়া ববিকুমিল্লা সিটি নগর উদ্যানের অভ্যন্তরে অবস্থিত পাঠাগার ভবনে পাঠাগার আন্দোলন বাংলাদেশ আ...