প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Dec 2025, 11:17 PM
কুমিল্লা-চাঁদপুর রুটে সিন্ডিকেট চক্রান্তে ষড়যন্ত্রের শিকার আইদি পরিবহন
নিজস্ব প্রতিবেদক
চলিত বছরের ফেব্রুয়ারী থেকে কুমিল্লা টু চাঁদপুর রুটে যাত্রা শুরু হয় নতুন মডেলের যাত্রীবাহী বাস আইদি পরিবহন। বিগত ২০২৩ সালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে অনুমতি নিয়ে কুমিল্লা-চাঁদপুর রুটে নতুন মডেলের আইদি পরিবহন চলাচলের অনুমতি পায়। জানাযায়, এর কিছুদিন বাসটি চলাচল শুরু করলেও পরবর্তীতে তা চলাচলে বিভিন্ন ভাবে বাধার সৃষ্টি করে কুমিল্লা বাস মালিক গ্রুপ সিন্ডিকেট।
মীর পারভেজ আলমের অভিযোগ করে বলেন, আমি বিগত ২০২৩ইং সালে চাঁদপুর জেলা প্রশাসকের নিকট থেকে আইদি পরিবহন চলাচলের অনুমতি নিয়ে যাত্রা শুরু করি। কিন্তু কুমিল্লা বাস মালিক গ্রুপ সিন্ডিকেট শুরু থেকে আমার এই পরিবহনটি চলাচলে প্রথমে বাধা দেয় এবং পরে বোগদাদ পরিবহনের শ্রমিকদের লেলিয়ে দিয়ে আমাদের কাউন্টার ও বাসে হামলাসহ ব্যাপক ভাংচুর করে ।
পরবর্তীতে বাধ্য হয়ে জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে সার্ভিস বন্ধ করে দিয়ে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে চালু করি। এরই মাঝে প্রতিপক্ষ ইর্ষান্নীত হয়ে গত কয়েকদিন আগে আমার দেশ পত্রিকায় আইদি পরিবহনের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে "এএসপি কার্যালয়ের সামনে দখল করে বাস স্ট্যান্ড" শিরোনামে একটি সংবাদ পরিবেশন করে। যা আমার দৃষ্টি গোচরে আসে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বর্তমানে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে কুমিল্লা নোয়াখালী এবং কুমিল্লা চাঁদপুর রুটে বোগদাদ পরিবহন, নোয়াখালী রুটে উপকুলসহ বেশ কিছু পরিবহন নিয়মিত যাত্রী উঠানামা সহ চলাচল করে আসছে।
অথচ অতি উৎসাহী হয়ে ঐ চক্রান্তকারী বাস মালিক গ্রুপ সিন্ডিকেট আমাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করে যাচ্ছে। উল্লেখ্য যে, গত কয়েকদিন আগে চৌদ্দগ্রামের সাজ্জাদ নামের এক ব্যক্তিকে দিয়ে পদুয়ার বাজারে ইউলুপ না হওয়া পর্যন্ত এবং আশ্রাফপুর বাস টার্মিনালে নতুন রুট পারমিট না দেয়ার জন্য হাইকোর্টে রুল জারি করে। আমরা রুলের বিরুদ্ধে আবেদন করলে হাইকোর্ট তাদের রুল বাতিল করে দেয়। ঐ রুল বাতিল করার পর আমি কুমিল্লা জেলা প্রশাসকের বরাবরে আইদি পরিবহন আশ্রাফপুর বাস টার্মিনাল থেকে চলাচলের অনুমতি চেয়ে গত ২০২৩ সালের নভেম্বর মাসে আবেদন করি। প্রায় ২ বছর অতিবাহিত হলেও এর কোন সাড়া পাচ্ছি না বলে তিনি জানান।
তিনি আরো বলেন, প্রতিপক্ষের রুল জারির বিরুদ্ধে আমি আবেদন করায় মহামান্য হাইকোর্ট তা বাতিল করায় এতে আইনী কোন প্রকার বাধা না থাকলেও কুমিল্লা জেলা প্রশাসন থেকে অনাপত্তিপত্র বিষয়ে কোন প্রকার সাড়া না পাওয়া বাধ্য হয়ে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে চলাচল সার্ভিস দিতে হচ্ছে বলে জানান আইদি পরিবহনের মালিক মীর পারভেজ আলম। তিনি আরো বলেন, বর্তমানে ২০টি বাস কুমিল্লা চাঁদপুর রুটে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে সার্ভিস দিয়ে আসছে। এতে করে যাত্রীদের যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে। তাই হাইকোর্ট দ্বারা প্রতিপক্ষের রুল বাতিল হওয়া সত্ত্বেও আমরা বাস স্ট্যান্ড থেকে আইদি পরিবহন নিয়মিত সার্ভিস দিতে পারছিনা। আমি অতিদ্রুত এর প্রতিকার চাই এবং মাননীয় জেলা প্রশাসক কুমিল্লা এর নিকট আকুল আবেদন করছি যেন বিষয়টি আন্তরিকতার সাথে নজরে নিয়ে দ্রুত অনাপত্তিপত্র প্রদান করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার ৭টি আসনে ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
অশোক বড়ুয়া গতকাল মঙ্গলবার কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যা...
তিতাসে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও ইয়াবা উদ্ধার
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তুলসহ ইয়াবা উদ্ধার করা হয়েছে।...
চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে বিদেশী পিস্তল স...
চান্দিনা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগজিন সহ দুই...
কুমিল্লা নগরীর যানজট নিরসনে কুসিক প্রশাসকের সরেজমিন পরিদর্...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে সিটি কর্পোরেশনের প্রশা...
লালমাইয়ে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় লালমাই উপজেলায় ক...
চৌদ্দগ্রামে করপাটি বালিকা বিদ্যালয়ের শিক্ষক শামীমা হকের রা...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র...