প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Dec 2025, 10:23 PM
৫ দেশের ক্বারীদের কুরআনের সুরে প্রাণবন্ত কুমিল্লা নগরী
মাহফুজ নান্টু
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ আমাদের সবার। বিভেদ থাকতে পারে। কিন্তু ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ মানুষকে ধ্বংস করে। তবে ঐক্যবদ্ধ থাকলে ইসলাম বহুদূর যেতে এগিয়ে যাবে। রাষ্ট্রের প্রতিটি স্তরে প্রভাব ফেলতে পারবে ইসলাম। বিচ্ছিন্ন থাকলে তা সম্ভব হবে না। সকল সূচকে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে যাচ্ছে। দেশে দূর্নীতি ও অর্থ চুরি করে পাচার বন্ধ করতে পারলে বাংলাদেশ পৃথিবীর বহু দেশকে এগিয়ে যাবে। দেশে সম্পদ চুরি করে যারা বিদেশে পাচার করে তারা দেশপ্রেমিক নয়, আমরা দেশপ্রেমিক তৈরি করে চাই।
বাংলাদেশে আমি দুটি বড় জেল খানা ভিজিট করেছি। কারাগারের ভিতরের কোরআন পড়ার ব্যবস্থা ছিল আমরা তা আরও বাড়িয়ে দিয়েছি। আরও বাড়াবো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা কোরআনের তালিম চালু করেছি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ওই কোরআইনের তালিমে ৩৫ জন শিক্ষার্থী আছে। তারা যদি সাহাবায়ে ক্বেরামদের জীবনী পড়ে তাহলে তাদের মাঝে পরিবর্তন আসবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনু২০২৫ এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা গীবত করবো না। মানুষ বলে ফেসবুক বলে কিন্তু আমরা নিজেরা তা বলবো না। নিজকে প্রশ্ন করুন। পরে আরেক জনকে বলুন। ঘৃণা থেকে সন্ত্রাস ছড়ায়।
অনুষ্ঠানে বাংলাদেশের কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিশরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের ক্বারী মাহদী গোলাম নেযাদ, ফিলিপাইনের ক্বারী মুহাম্মাদ নাযীর আসগার তাদের তিলওয়াত পরিবেশন করেন। কুমিল্লা ঈদগাহ ময়দানে এই প্রথম আন্তর্জাতিক কিরাত সম্মেলন আল-কুরআন একাডেমি, কুমিল্লার উদ্যোগে সম্মেলন আয়োজন করা হয়।
আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-কুমিল্লা আল কোরআন একাডেমি সভাপতি আলহাজ্ব মু. নূরুদ্দিন আহমাদ সভাপতিত্বে সেক্রেটারী ড.,মুজাহিদুল ইসলাম এর পরিচালনা অনুষ্ঠিত সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ,ইনসাফ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগরী জামায়াতের সেক্রেটারী মাহবুবর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ,এবিপার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, আল কুরআন একাডেমির অর্থ সম্পাদক ফয়েজ আহম্মেদ,গোমতী হসপিটালের চেয়ারম্যান ডা.মজিবুর রহমান,ভিক্টোরিয়া কলেজের জিএস সানাউল্লাহ মজুমদার, সম্মেলন পরিচালনা কমিটির সদস্য আবু সায়েম,গোলাম সামদানিসহ,মাওলানা দেলোয়ার হোসাইন সবুজ সহবিভিন্ন ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠানের শেষ দিকে কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরস্কার বিতরণের পর দোয়া করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা লন্ডনে
এফএনএসউন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খ...
আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে নেত্রীর সুস্থতা কামনায় দোয়া করি-মনি...
নিজস্ব প্রতিবেদকবিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুমিল...
বাঞ্ছারামপুরে ইউপি সদস্য হত্যা প্রধান আসামি সায়েম গ্রেফ...
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য চাঞ্চল্যক...
ট্রাক্টর উল্টে নদীতে, তিতাসে এক পরিবারের তিন নারী নিহত
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসে মোটর চালিত ট্রাক্টর নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে নদীতে পড়ে একই বা...
টমছমব্রিজ মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার টমছমব্রিজ মুরগি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্...
কুমিল্লা- কসবা সড়ক প্রকল্প স্থগিতাদেশের প্রতিবাদে স্মারকলি...
ভ্রাম্যমাণ প্রতিনিধি,কুমিল্লা- কসবা সড়ক প্রকল্পটি একনেকে অনুমোদনের পর চূড়ান্ত অনুমোদন না করে প্রশাস...