প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Dec 2025, 10:30 PM
চাঁদপুরের ক্ষুদে ‘সোহান’ যাচ্ছে বিকেএসপিতে
কাজী নজরুল ইসলাম
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬ বছরের ফুটবল প্রতিভা ‘মেসি খ্যাত’ সোহানের জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তির লক্ষ্যে ঢাকায় রওনা দেবে সে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা কুলসুম মনি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় দেশজুড়ে আলোচনায় আসে ক্ষুদে ফুটবলার সোহান। মাঠে তার ক্ষিপ্রতা, বল নিয়ন্ত্রণ ও অসাধারণ ফুটবল সেন্স সবার নজর কাড়ে। তার প্রতিভায় মুগ্ধ হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তাকে বিকেএসপির স্কলারশিপ দেওয়ার ঘোষণা দেন এবং ঢাকায় তাকে ডেকে ফুটবল উপহারও দেন। এর আগেই ভাইরাল ভিডিওটি দেখে সোহানের সার্বিক সহযোগিতার দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে আসা সোহান এখন দেশের সর্বোচ্চ ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ভর্তি হতে চলেছে। সবাই আশা করছেন, একদিন জাতীয় দলের জার্সি গায়ে দেশের পতাকা উঁচু করে ধরবে মতলবের এই ক্ষুদে সোহান। নিজেও সে একই স্বপ্ন বুকে ধারণ করে। ফুটবলের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে সোহান বলেছে, “আমি বড় হয়ে মেসির মতো খেলোয়াড় হতে চাই। দেশের হয়ে খেলবো, গোল করবো। সোহানের বাবা মো. সোহেল আবেগ নিয়ে বলেন, আমার ছেলে ছোট থেকেই ফুটবল ভালোবাসে। মানুষের ভালোবাসা আর নেতাদের সহযোগিতা তাকে আজ বিকেএসপির দরজায় নিয়ে এসেছে। কাল ঢাকায় যাচ্ছি ভর্তি কাজের জন্য। আল্লাহর কাছে দোয়া করি, সে যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারে। তিনি সোহানের পাশে দাঁড়ানো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মতলব উত্তর স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামিম খান বলেন, সোহান আমাদের এলাকার একটি রত্ন। তার খেলায় যে প্রতিভা দেখা যায়, তা ভবিষ্যতে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বিকেএসপিতে সঠিক প্রশিক্ষণ পেলে জাতীয় দলে খেলা শুধু সময়ের ব্যাপার। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি মনে করেন, সোহান মতলব উত্তর উপজেলার এক বিরল প্রতিভা। তিনি বলেন, এমন প্রতিভা খুব কম বয়সেই পাওয়া যায়। বিকেএসপিতে সুযোগ পাওয়া তার পরিবার এবং আমাদের উপজেলা ক্রীড়া সংস্থার জন্য বড় অর্জন। আমরা সবসময় তার পাশে থাকব এবং প্রশিক্ষণ গ্রহণে প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করব।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা লন্ডনে
এফএনএসউন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খ...
আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে নেত্রীর সুস্থতা কামনায় দোয়া করি-মনি...
নিজস্ব প্রতিবেদকবিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুমিল...
বাঞ্ছারামপুরে ইউপি সদস্য হত্যা প্রধান আসামি সায়েম গ্রেফ...
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য চাঞ্চল্যক...
ট্রাক্টর উল্টে নদীতে, তিতাসে এক পরিবারের তিন নারী নিহত
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসে মোটর চালিত ট্রাক্টর নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে নদীতে পড়ে একই বা...
টমছমব্রিজ মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার টমছমব্রিজ মুরগি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্...
কুমিল্লা- কসবা সড়ক প্রকল্প স্থগিতাদেশের প্রতিবাদে স্মারকলি...
ভ্রাম্যমাণ প্রতিনিধি,কুমিল্লা- কসবা সড়ক প্রকল্পটি একনেকে অনুমোদনের পর চূড়ান্ত অনুমোদন না করে প্রশাস...