প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Dec 2025, 10:30 PM
চাঁদপুরের ক্ষুদে ‘সোহান’ যাচ্ছে বিকেএসপিতে
কাজী নজরুল ইসলাম
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬ বছরের ফুটবল প্রতিভা ‘মেসি খ্যাত’ সোহানের জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তির লক্ষ্যে ঢাকায় রওনা দেবে সে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা কুলসুম মনি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় দেশজুড়ে আলোচনায় আসে ক্ষুদে ফুটবলার সোহান। মাঠে তার ক্ষিপ্রতা, বল নিয়ন্ত্রণ ও অসাধারণ ফুটবল সেন্স সবার নজর কাড়ে। তার প্রতিভায় মুগ্ধ হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তাকে বিকেএসপির স্কলারশিপ দেওয়ার ঘোষণা দেন এবং ঢাকায় তাকে ডেকে ফুটবল উপহারও দেন। এর আগেই ভাইরাল ভিডিওটি দেখে সোহানের সার্বিক সহযোগিতার দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে আসা সোহান এখন দেশের সর্বোচ্চ ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ভর্তি হতে চলেছে। সবাই আশা করছেন, একদিন জাতীয় দলের জার্সি গায়ে দেশের পতাকা উঁচু করে ধরবে মতলবের এই ক্ষুদে সোহান। নিজেও সে একই স্বপ্ন বুকে ধারণ করে। ফুটবলের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে সোহান বলেছে, “আমি বড় হয়ে মেসির মতো খেলোয়াড় হতে চাই। দেশের হয়ে খেলবো, গোল করবো। সোহানের বাবা মো. সোহেল আবেগ নিয়ে বলেন, আমার ছেলে ছোট থেকেই ফুটবল ভালোবাসে। মানুষের ভালোবাসা আর নেতাদের সহযোগিতা তাকে আজ বিকেএসপির দরজায় নিয়ে এসেছে। কাল ঢাকায় যাচ্ছি ভর্তি কাজের জন্য। আল্লাহর কাছে দোয়া করি, সে যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারে। তিনি সোহানের পাশে দাঁড়ানো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মতলব উত্তর স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামিম খান বলেন, সোহান আমাদের এলাকার একটি রত্ন। তার খেলায় যে প্রতিভা দেখা যায়, তা ভবিষ্যতে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বিকেএসপিতে সঠিক প্রশিক্ষণ পেলে জাতীয় দলে খেলা শুধু সময়ের ব্যাপার। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি মনে করেন, সোহান মতলব উত্তর উপজেলার এক বিরল প্রতিভা। তিনি বলেন, এমন প্রতিভা খুব কম বয়সেই পাওয়া যায়। বিকেএসপিতে সুযোগ পাওয়া তার পরিবার এবং আমাদের উপজেলা ক্রীড়া সংস্থার জন্য বড় অর্জন। আমরা সবসময় তার পাশে থাকব এবং প্রশিক্ষণ গ্রহণে প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করব।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই যুগ পর কাল কুমিল্লায় আসছেন তারেক রহমান
মাহফুজ নান্টুদীর্ঘ দুই যুগ বছর পর কুমিল্লা সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল ২৫ জা...
ঐক্যবদ্ধ কুমিল্লার বিএনপি রাজনীতিতে নতুন ইতিহাস-মনিরুল হক...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে...
একটি দল ভারতের সাথে আপস করে বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়...
এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের...
নাঙ্গলকোটে গোষ্ঠীগত দ্বন্দ্বে ২জন নিহতের ঘটনায় ৬৭ জনকে আসা...
নাঙ্গলকোট প্রতিনিধিকুমিল্লার নাঙ্গলকোটের দক্ষিণ আলিয়ারা গ্রামে গত ১৬ জানুয়ারি ২জনকে গুলি করে হত্যার...
হুমকি ধমকি দিয়ে অধিকার আদায় ঠেকানো যাবে না- মোবারক হোসাইন
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী সমাবেশে কুমিল্...
লাকসাম ফুটবল একাডেমির আয়োজনে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
আরিফুর রহমান স্বপনলাকসাম ফুটবল একাডেমির আয়োজনে অনুর্ধ ১৭ ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়...