প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 11:20 PM
আজ মনোনয়ন দাখিলের শেষ দিন ২৬ দলের ৯২ ও স্বতন্ত্র ২২ প্রার্থীর মনোনয়ন দাখিল
অশোক বড়ুয়া
আজ ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। প্রার্থীগণ আজ উৎসব মুখর পরিবেশে জেলা রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করবেন। কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে এ পর্যন্ত মোট ১১৪টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষে ৯২টি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২২টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, আজ ২৭ ডিসেম্বর বিতরণকৃত ছয়টি মনোনয়নপত্রের মধ্যে পাঁচটি রাজনৈতিক দলের এবং একটি স্বতন্ত্র প্রার্থীর।
বিতরণকৃত মনোনয়নপত্রের মধ্যে রাজনৈতিক দলভিত্তিক সংখ্যা হলো—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৭টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬টি, খেলাফত মজলিস ৭টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, এনসিপি ২টি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ১টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ১টি, গণ অধিকার পরিষদ (জিওপি) ৪টি, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ১টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩টি, বাংলাদেশ কংগ্রেস ১টি, গণফ্রন্ট ১টি, জেএসডি ২টি, জাতীয় পার্টি ৩টি, বাসদ ১টি, আমজনতার দল ১টি, বৃহত্তর সুন্নি জোট ১টি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ৪টি, ন্যাশনাল ডেমোক্র্যাট মুভমেন্ট ১টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ১টি, এবি পার্টি ১টি, বিএসপি ১টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ১টি।
আসনভিত্তিক বিতরণকৃত মনোনয়নপত্রের সংখ্যা হলো—কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) ৫টি, কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) ১৪টি, কুমিল্লা-৩ (মুরাদনগর) ১১টি, কুমিল্লা-৪ (দেবিদ্বার) ১২টি, কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) ১০টি, কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ সিটি কর্পোরেশন) ১০টি, কুমিল্লা-৭ (চান্দিনা) ৬টি, কুমিল্লা-৮ (বরুড়া) ৯টি, কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) ১৬টি, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) ৫টি এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) ৭টি।
নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কুমিল্লা জেলায় মোট ২১ জন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন ৪ জন এবং জেলার ১৭টি উপজেলায় ১৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সিটি কর্পোরেশনের ওয়ার্ডভিত্তিক সহকারী রিটার্নিং অফিসাররা হলেন—অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মাসুমা আরেফিন, সদর দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা শিহান চন্দ্র এবং আদর্শ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম। মনোনয়নপত্র গ্রহণকারী প্রার্থীদের নির্ধারিত দিনে ও নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করার জন্য নির্বাচন কার্যালয় থেকে আহ্বান জানানো হয়েছে। এ সময় যেকোনো বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা-৮ বরুড়া আসনে জামায়াত প্রার্থী শফিকুল আলম হেলালে...
সংবাদ বিজ্ঞপ্তিকুমিল্লা-৮ (বরুড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত স...
কুমিল্লায় বেড়েছে শীতের তীব্রতা ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ
আয়েশা আক্তারজেলা কুমিল্লায় দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। ভোর ও রাতের দিকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে ব...
কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন খালেদা জিয়...
হোমনা প্রতিনিধিকুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থ...
মুরাদনগরে এক কেন্দ্রে ভোট দিতে যেতে পারি দিতে হয় আরেক কেন্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার মুরাদনগরের পাহারপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাহাড়পুর এমদাদুল উলূম ইসলামিয়া...
শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাচ্ছে নতুন বই ব্রাহ্মণপাড়ায় পহেলা জান...
মো. আনোয়ারুল ইসলামদরজায় কড়া নাড়ছে নতুন ২০২৬ সাল। নতুন শিক্ষাবর্ষ, নতুন শ্রেণি, নতুন শ্রেণিকক্ষ আর নত...
দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বার উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, কল্যাণ ও...