প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jan 2026, 11:31 AM
প্রশাসন কারো প্রতি দুর্বল নয়, দায়িত্বের জায়গা থেকে সরে আসেনি-জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রশাসন কারো প্রতি দুর্বল নয় বলে মন্তব্য করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো: রেজা হাসান। তিনি বলেছেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হয়েছে। এ ক্ষেত্রে প্রশাসন তার দায়িত্বের জায়গা থেকে একচুলও সরে আসেনি এবং ভবিষ্যতেও একই নিরপেক্ষ অবস্থান বজায় থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে ওঠা বিতর্কের প্রেক্ষাপটে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান। তিনি বলেছেন, প্রশাসনের কারো প্রতি দুর্বল হওয়ার কোনো সুযোগ নেই এবং পুরো যাচাই বাছাই প্রক্রিয়াই ছিল ন্যায়সঙ্গত ও সম্পূর্ণ নিরপেক্ষ।
দৈনিক রূপসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলা রিটার্নিং কর্মকর্তা এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহল থেকে নানা ধরনের মন্তব্য আসতে পারে, তবে প্রশাসন কেবল আইন ও বিধি অনুসরণ করেই দায়িত্ব পালন করছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।
তিনি জানান, রিটার্নিং কর্মকর্তা হিসেবে তার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তিনি তা আইন ও বিধি অনুযায়ী পালন করেছেন। প্রার্থী যাচাই বাছাইয়ের সময় যেসব তথ্য ও অভিযোগ উপস্থাপন করা হয়েছে, সেগুলো সবার সামনে খোলামেলাভাবে আলোচনা করা হয়েছে এবং যেসব অভিযোগ আইনগতভাবে টেকসই ছিল না, সেগুলো যুক্তির মাধ্যমে খণ্ডন করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লা চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনজুরুল আহসান মুন্সির হলফনামা নিয়ে ঋণ খেলাপিসহ বিভিন্ন অভিযোগ তোলেন একই আসনের জামায়াত এনসিপি জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। যাচাই বাছাই চলাকালে এসব অভিযোগ জেলা রিটার্নিং কর্মকর্তা যুক্তিসহকারে নাকচ করেন। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হাসনাত আবদুল্লাহ প্রশাসন বিএনপির দিকে কিছুটা ঝুঁকে আছে বলে মন্তব্য করলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
এ বিষয়ে কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে তোলা ঋণ খেলাপির অভিযোগগুলোর বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, ধারা-৯ এ যে কথাটি বলা হয়েছে সেখানে ডিরেক্টর কিংবা কোন কোম্পানির কথা লেখা ছিল না, সেখানে ব্যক্তি দায়-দেনা বা আর্থিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। আর অন্যান্য যে ধারাগুলো ছিল, সেগুলোও এ অভিযোগের সাথে যায় না। ব্যক্তিগত দায়দেনা কেউ দিল নাকি দেয়নি সেটা আমরা বারবার করে বলেছি, যে আমাকে প্রমাণ এনে দেন যে এই কোম্পানি এটি দাবি করছে বা এই আর্থিক প্রতিষ্ঠান এটি দাবি করছে। কিন্তু এই দাবিটি যাছাই-বাছাই চলাকালে তখন কেউ উপস্থাপন করেনি। আমি বারবার করে বলেছি কারো যদি কোন দাবি থাকে তা আমাকে উপস্থাপন করতে। কিন্তু উপস্থাপনের কোন বিষয় সেখানে ছিল না। যেহেতু কেউ উপস্থাপন করেনি, এছাড়া, আদালত যেহেতু বলেছে তাকে (মঞ্জুরুল আহসান) ঋণ খেলাপি বা অন্য কিছু দেখানোর সুযোগ নেই, আমি হাইকোর্টের রায় প্রতিপালন করেছি। মহামান্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমার যাওয়ার কোন সুযোগ নেই। সুতরাং আমি সবাইকে আহবান করব, এখানে ভুল বোঝাবুঝির কোন অবকাশ নেই। যেভাবে হাইকোর্ট এখানে নিষেধাজ্ঞা দিয়ে তার বিষয়টি আমাকে এখানে পাঠিয়েছে, আমি সেটার আলোকেই কাজ করেছি। এখানে ব্যক্তিগত কোন বিষয় নেই, এটা পুরোটাই আমি আমার দায়িত্ব থেকে বলেছি। এখানে একেবারে ফেয়ার নিউট্রাল এবং কোনরুপ বায়াস ছাড়াই আমি কাজ করেছি। জেলা প্রশাসক আরও বলেন, কেউ যদি আমার এই রায়ে সংক্ষুব্ধ হন, তাহলে সংবিধানসম্মতভাবে রিট করার সুযোগ রয়েছে কিংবা নির্বাচন কমিশনে আপিল করা যেতে পারে।
এসময় হলফনামায় স্ত্রীর সম্পত্তির তথ্য উল্লেখ প্রসঙ্গে প্রশ্নের জবাবে মু. রেজা হাসান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা ও আরপিও সংশোধনী অনুযায়ী স্ত্রীর সম্পত্তির তথ্য দেওয়া ঐচ্ছিক। অর্থাৎ কোনো প্রার্থী চাইলে তা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কাউকে বাধ্য করার কোনো সুযোগ নেই। ফলে এখানেও বিভ্রান্তির কিছু নেই বলে তিনি মন্তব্য করেন।
এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ'র করা প্রশাসনের নির্দিষ্ট দলের প্রতি ঝুঁকে রয়েছে- এ অভিযোগ প্রসঙ্গে জেলা প্রশাসক স্পষ্ট ভাষায় বলেন, আমার কাছে সব প্রার্থী সমান। কুমিল্লা জেলায় মোট ১০৭ প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই করা হয়েছে এবং এ কাজে আমি একা নই। আমার সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাচন কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ব্যাংক বীমাসহ সংশ্লিষ্ট সব দপ্তরের প্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত আমি দিলেও পুরো প্রক্রিয়াটি ছিল সমন্বিত ও দলগত।
তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি, তফসিল, নির্বাচন কমিশনের পরিপত্র এবং আরপিও অনুসরণ করেই প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে কোনো প্রার্থীর প্রতি রাগ, বিরাগ বা অনুরাগের জায়গা নেই। সম্পূর্ণ অবজেক্টিভ অবস্থান থেকেই তিনি তার সিদ্ধান্ত দিয়েছেন বলে দাবি করেন।
এসময়, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ স্বাক্ষর যাচাই প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, এ ক্ষেত্রেও কঠোরভাবে নিয়ম অনুসরণ করা হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত দশজন ভোটারের তথ্য যাচাই করতে উপজেলা পর্যায়ে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হয়েছে। শুধু ফোন করে যাচাই করার কোনো সুযোগ এখানে রাখা হয়নি।
সব মিলিয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান দাবি করেন, কুমিল্লায় প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া ছিল সম্পূর্ণ স্বচ্ছ, আইনসম্মত এবং নিরপেক্ষ। প্রশাসন তার দায়িত্বের জায়গা থেকে সরে আসেনি এবং ভবিষ্যতেও নিরপেক্ষ অবস্থান বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করে বলেন, সকল প্রার্থী ও রাজনৈতিক দল প্রশাসনের সহযোগিতা করবেন এবং নির্বাচন কমিশনের নিয়ম মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। এতে করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের মুখে থালাপতি বিজয়
ভারতের তামিলনাড়ুর কারুরে রাজনৈতিক সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এবার সিবিআইয়ের তলব পেলেন দক্ষিণী...
জীবনের সবচেয়ে কষ্টের অভিজ্ঞতার কথা বললেন মেসি
২০১৬ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গের পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে আচম...
বিশ্বকাপে খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে, খবর ক্রিকইনফো ও...
দুটি ক্রিকেট ওয়েবসাইটের খবরেই বলা হয়েছে, ভারতে খেলতে হবে অথবা পয়েন্ট ছেড়ে দিতে হবে, এমন সিদ্ধান্তের...
ব্রাহ্মণপাড়ায় চড়াদামে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস, সীমাহীন...
মোঃ আবদুল আলীম খান সরবরাহ সংকটের অজুহাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চড়া দামে বিক্রি হচ্ছে ত...
বরুড়ায় বন্ধু সংগঠনের বার্ষিক মিলনমেলায় নো স্মোকিং কার্ড প্র...
সুজন মজুমদার আর নয় মাদক—মাদকে না বলুন” এই প্রত্যয়কে সামনে রেখে বিগত বছরের ন্যায় কুমিল্লা...
বাঞ্ছারামপুরে বেশী দামে গ্যাস বিক্রি করায় জরিমানা।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সিলিন্ডার...