প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 8:58 AM
রূপসী বাংলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
রূপসী বাংলা কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ঐঝঈ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া এবং কলেজের এক যুগ পূর্তি স্মারক বার্ষিক সাহিত্যপত্র স্বপ্নঁসিড়ি'র মোরক উন্মোচন অনুষ্ঠান ২০২৫ নগরীর ঢুলিপাড়ায় অবস্থিত ভার্চুয়াল ফান টাউন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কলেজ প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মু. ইফতেখার আলম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন, কুমিল্লা মেডিকেল কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর ডা. মো. জাহাংগীর আলম মজুমদার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসী বাংলা কলেজে উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, রূপসী বাংলা সমবায় সমিতি লি. এর সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম, সেক্রেটারি মো. ফরহাদ হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ অধ্যাপক মিয়া মো. আকছির। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জৈনপুরী পীর সাহেব আলহাজ্ব হজরত মাওলানা আয়াজ আহমেদ ছিদ্দিকী আলকোরাইশী।
মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও কলেজ অধ্যক্ষ মো. ইয়াছিনুর রহমান এট স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। দ্বাদশ শ্রেণির পক্ষ থেকে মানবিক বিভাগের শিক্ষার্থী মেহজাবিন মজুমদার ইকরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য মানপত্র পাঠ করে এবং ঐকতান সাহিত্য সাংস্কৃতিক পরিষদের পরিচালনায় বিদায়ী আলেখ্য পাঠের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রতি শ্রদ্ধাঞ্জালি প্রদান করে।
পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাইসা মেহেবীন কলেজের অনুজ ও শিক্ষকদের নিয়ে তাদের অনুভূতি প্রকাশ করে।শিক্ষকদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখে কলেজ উপাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মোতালেব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক বিজ্ঞান বিভাগের ইনচার্জ মো আবু বকর সিদ্দিক, স্বপ্নঁসিড়ি এর আহবায়ক বাংলা বিষয়ের সিনিয়র প্রভাষক মো. মোশাররফ হোসাইন, শিক্ষক পরিষদের সম্পাদক ও হিসাববিজ্ঞান বিষয়ের সিনিয়র প্রভাষক মো. মনজিল হোসেন, মানবিক বিভাগের ইনচার্জ দিলসাধ আক্তার ভূঁইয়া, ব্যবসায় শিক্ষা বিভাগের ইনচার্জ মো আনোয়ার হোসেন, কলেজ পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির উদ্দিন সহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি ভালো ফলাফল একজন শিক্ষার্থীর ভবিষ্যত জীবন গঠনের সুদৃঢ় ভিত্তির একটি অন্যতম অংশ। আশা করি, রূপসী বাংলা কলেজের শিক্ষার্থীরা শিক্ষকদের সুনিবিড় পরিচর্যায় থেকে যথাযথ প্রস্তুতির মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ধারাবাহিক ভালো ফলাফল করে কুমিল্লা শহরের সেরা ১০ এর মধ্যে ২য় নয় বরং ১ম স্থান অধিকার করবে। শুধু ভালো ফলাফলই নয় সুশিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে রূপসী বাংলা কলেজের শিক্ষার্থীরা দুর্নীতি মুক্ত, বৈসম্যহীন, সুখী ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি কুমিল্লা শিক্ষাবোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, এই দুটি বছর তোমরা যতটুকু প্রস্তুতি নিয়েছ তত টুকুই পরীক্ষার হলে মনোযোগ সহকারে খাতায় লিখবে। অনৈতিক ভাবে কারো সহযোগিতা নেওয়ার চেষ্টা করবে না। পরীক্ষার হলে শৃঙ্খলা ঠিক রেখে সুন্দর পরিবেশ বজায় রেখে পরীক্ষায় অংশগ্রহণ করবে।বক্তব্যের পর অতিথিদের কাছ থেকে ২০২৩ - ২০২৪ শিক্ষাবর্ষের বর্ষ সেরা শিক্ষার্থীর উপহার গ্রহণ করে বিজ্ঞান বিভাগের খাতুনে জান্নাত, সর্বোচ্চ উপস্থিতির জন্য উপহার গ্রহণ করে বিজ্ঞান বিভাগের মাহিদুল ইসলাম ও মিনহাজ আহমেদ মিয়াজী, ব্যবসায় শিক্ষা বিভাগের সেতু আক্তার এবং মানবিক বিভাগের আয়শা সিদ্দিকা মাইশা। এর পর সকল পরীক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা স্মারক ও পাশাপাশি পরীক্ষা উপকরণও উপহার হিসেবে প্রদান করা হয়।
শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের আনন্দঘন পরিবেশে পরীক্ষার্থীদের বিদায় ও রূপসী বাংলা কলেজ এর ১ যুগ পূর্তি উপলক্ষে যুগপূর্তি স্মারক ও বার্ষিক সাহিত্যপত্র "স্বপ্নঁসিড়ি'র মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। মোড়ক উন্মোচিত হওয়ার পর শিক্ষক- শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে যুগপূর্তি স্মারক স্বপ্নসিঁড়ি প্রদান করা হয়।
জৈনপুরী পীর সাহেব আলহাজ্ব হজরত মাওলানা আয়াজ আহমেদ ছিদ্দিক আলকোরাইশী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রেখে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এর পর তাবারুক বিতরণের পর অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি শিক্ষা বিষয়ের সিনিয়র প্রভাষক সেলিনা ইসলাম ও আইসিটি বিষয়ের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইয়াছিন মোল্লা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ সকাল দশটায় জানাজা মাহবুব আলী জাকির মৃত্যুতে জেলা ক্রিড়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা জেলা দল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সাবেক খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট বো...
কুমিল্লায় দু'পাশে সড়কের জায়গায় বানিজ্যিক প্রতিষ্ঠান আর্থিক...
আয়েশা আক্তারদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে সরকারি সড়ক ও...
কুমিল্লা-৩ আসন থেকেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন সংগ্রহ
জাহিদ পাটোয়ারীকুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদ...
মনোনয়ন বদলের দাবিতে কাফনের কাপড়ে মহাসড়কে বিক্ষোভ
সোহেল রানা, চান্দিনাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিব...
কনকনে শীতে কাঁপছে মানুষ, কম্বল নিয়ে হাজির লালমাই ইউএনও
মাসুদ রানা, কুমিল্লাশীতের তীব্রতা থেকে অসহায় মানুষকে রক্ষা করতে কুমিল্লার লালমাই উপজেলায় শীতার্ত ভাস...
কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে-মনিরুল হক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ"আমার স্বপ্ন আমার কুমিল্লা" শীর্ষক মুক্ত সংলাপে মনিরুল হক চৌধুরী বলেন, ক...