প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 May 2025, 1:43 AM
কুমিল্লায় মহাসড়কের দুই পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আসন্ন ঈদযাত্রায় যানজটমুক্ত চলাচল নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান হয়। এতে অংশ নেয় স্থানীয় প্রশাসনের পাশাপাশি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও থানা-পুলিশ। বেলা সাড়ে তিনটায় অভিযান শেষ হয়।
ঢাকামুখী লেনের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে ঢাকা-মতলব সড়ক পর্যন্ত এবং চট্টগ্রামমুখী লেনে পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শ্যামলী পরিবহনের কাউন্টার পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সওজ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম চৌধুরী এবং গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম।
উপজেলা প্রশাসন ও স্থানীয় ব্যক্তিরা জানান, সওজের জমি ও ফুটপাত দখল করে একাধিক প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল। এতে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় সারা বছরই যানজট লেগে থাকে। সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উচ্ছেদের আগে আমরা গণবিজ্ঞপ্তি ও মাইকিং করে দোকান সরিয়ে নিতে বলেছিলাম। এমনকি উপজেলা পরিষদের কর্মীদের মাধ্যমে দোকানদারদের সরাসরি অনুরোধও করা হয়। কিন্তু কেউই অবৈধ স্থাপনা সরাননি। তাই বাধ্য হয়ে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় প্রত্যেক ব্যবসায়ীকে তাঁদের মালপত্র সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছে।’
রেদওয়ান ইসলাম আরও বলেন, এখন থেকে কেউ সওজের জমি দখল করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদ সামনে রেখে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে উচ্ছেদ অভিযান চলবে। পরে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনাগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আগামী নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে- ডা: তাহ...
এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ...
১০ জনের মনোনয়ন দাবির পক্ষে মানববন্ধনে উপস্থিত মাত্র ১১ জন
আয়েশা আক্তারকুমিল্লা-২ আসন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান এবং বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনি...
কুমিল্লায় সক্রিয় অস্ত্র ব্যবসায়ীরা সীমান্তে কড়া নজরদারি বি...
মাহফুজ নান্টুআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র পাচার বা...
তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনের সার্বজনিন দিক নির্দেশন...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাই রাষ্ট্র কাঠামো গ...
ব্রাহ্মণপাড়ায় বসতঘর থেকে গাঁজাসহ চারজন গ্রেফতার
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের নারায়নপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এ...
কর্তৃপক্ষের গাফিলতিতে অষ্টম শ্রেণীর ৩০ শিক্ষার্থীর স্বপ্নভঙ্...
বিশেষ প্রতিনিধি, দেবিদ্বারকুমিল্লার দেবীদ্বারের আব্দুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী...