প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jan 2026, 12:53 AM
শুরু হল আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কুমিল্লার ১১টি আসনে ৮১ প্রার্থীর প্রতীক বরাদ্দ
অশোক বড়ুয়া
কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৮১ জন প্রার্থীর মধ্যে গতকাল বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান প্রার্থী ও তাঁদের সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ প্রদান করেন। এ সময় সহকারী রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানসহ জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দ শেষে জানানো হয়, আগামীকাল ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা-১ দাউদকান্দি ও মেঘনা আসনে ডা. খন্দকার মোশাররফ হোসেন (বিএনপি) ধানের শীষ, বশির আহমেদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা, বড়ুয়া মনোজিত ধীমন (জাসদ) মোটরগাড়ি, মো. আবুল কালাম (বাংলাদেশ রিপাবলিকান পার্টি) হাতি, মো. মনিরুজ্জামান (বাংলাদেশ জামায়াতে ইসলামী) দাঁড়িপাল্লা, মো. শফিউল বাসার (এবি পার্টি) ঈগল, সৈয়দ মোহাম্মদ ইফতেখার আহসান (জাতীয় পার্টি) লাঙ্গল এবং আবু জায়েদ আল মাহমুদ (স্বতন্ত্র) কলস প্রতীক পেয়েছেন।
কুমিল্লা-২ হোমনা ও তিতাস আসনে মোহাম্মদ আশরাফুল আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা, মো. আব্দুল মতিন (স্বতন্ত্র) তালা, মো. আমির হোসেন (জাতীয় পার্টি) লাঙ্গল, আব্দুস সালাম (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) চেয়ার, মো. নাজিম উদ্দিন (বাংলাদেশ জামায়াতে ইসলামী) দাঁড়িপাল্লা ও মো. সেলিম ভূঁইয়া (বিএনপি) ধানের শীষ প্রতীক বরাদ্দ পান।
কুমিল্লা-৩ মুরাদনগর আসনে আব্দুল কাইয়ুম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (বিএনপি) ধানের শীষ, চৌধুরী রকিবুল হক (আমজনতার দল) প্রজাপতি, মনিরুজ্জামান (গণঅধিকার পরিষদ) ট্রাক, মো. ইউসুফ সোহেল (বাংলাদেশ জামায়াতে ইসলামী) দাঁড়িপাল্লা, মো. এমদাদুল হক (বাংলাদেশ রিপাবলিকান পার্টি) হাতি, মো. খোরশেদ আলম (বাংলাদেশ কংগ্রেস) ডাব, মো. শরিফ উদ্দিন সরকার (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ) আপেল এবং রিয়াজ মোহাম্মদ শরীফ (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন) সিংহ প্রতীক পেয়েছেন।
কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে ইরফানুল হক সরকার (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ) আপেল, মো. মাজিকুর রহমান (খেলাফত মজলিস) দেয়াল ঘড়ি, মোহাম্মদ আবুল হাসনাত (এনসিপি) শাপলা কলি, মোহাম্মদ আব্দুল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা ও মো. জসিম উদ্দিন (গণঅধিকার পরিষদ) ট্রাক প্রতীক বরাদ্দ পান।
কুমিল্লা-৫ বুড়িচং ও ব্রাহ্মণপাড়া আসনে আব্দুল্লাহ আল কাফি (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি) কাস্তে, আবুল কালাম ইদ্রিস (বাংলাদেশ মুসলিম লীগ) হারিকেন, তানজিল আহমেদ (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ) আপেল, মোবারক হোসেন (বাংলাদেশ জামায়াতে ইসলামী) দাঁড়িপাল্লা, মো. আবুল বাশার (ন্যাশনাল পিপলস পার্টি) আম, মো. ইমরানুল হক (জাতীয় পার্টি) লাঙ্গল, মো. জসিম উদ্দিন (বিএনপি) ধানের শীষ, মো. রাশেদুল (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা, জুবায়ের আহমেদ ভূঁইয়া (এবি পার্টি) ঈগল ও শিরিন আক্তার (জেএসডি) তারা প্রতীক পেয়েছেন।
কুমিল্লা-৬ আদর্শ সদর ও সদর দক্ষিণ সিটি করপোরেশন আসনে ওবায়দুল কবীর মোহন (জেএসডি) তারা, কাজী দ্বীন মোহাম্মদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী) দাঁড়িপাল্লা, কামরুন্নাহার সাথী (বাসদ) মই, মোবারক হোসেন (গণঅধিকার পরিষদ) ট্রাক, মো. হারুনুর রশিদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা, মো. আমির হোসেন ফরায়েজী (মুক্তিজোট) ছড়ি, মো. ইয়াসিন (বাংলাদেশ মুসলিম লীগ) হাতপাঞ্জা, মো. মনিরুল হক চৌধুরী (বিএনপি) ধানের শীষ ও মো. মাসুম বিল্লাহ মিয়াজী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট) মোমবাতি প্রতীক বরাদ্দ পান।
কুমিল্লা-৭ চান্দিনা আসনে আতিকুল আলম (স্বতন্ত্র) কলস, মাওলানা এহতেশামুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা, রেদওয়ান আহমেদ (বিএনপি) ধানের শীষ, সজল কুমার কর (মুক্তিজোট) ছড়ি ও সোলায়মান খান (খেলাফত মজলিস) দেয়াল ঘড়ি প্রতীক পেয়েছেন।
কুমিল্লা-৮ বরুড়া আসনে আব্দুল কাদের (ইসলামী ঐক্যজোট) মিনার, এইচ এম এম ইরফান (জাতীয় পার্টি) লাঙ্গল, জাকারিয়া তাহের (বিএনপি) ধানের শীষ, মো. গোলাম মোর্শেদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি) একতারা, মোহাম্মদ আলী আশরাফ (বাসদ) মই, মো. গোলাম ছাদেক (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা, মো. মফিজ উদ্দিন আহমেদ (বাংলাদেশ রিপাবলিকান পার্টি) হাতি ও মো. শফিকুল আলম হেলাল (বাংলাদেশ জামায়াতে ইসলামী) দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন।
কুমিল্লা-৯ লাকসাম ও মনোহরগঞ্জ আসনে সৈয়দ এ কে এম সরোয়ার উদ্দিন সিদ্দিকী (বাংলাদেশ জামায়াতে ইসলামী) দাঁড়িপাল্লা, মো. আবু বকর সিদ্দিক (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) চেয়ার, মো. আবুল কালাম (বিএনপি) ধানের শীষ, মো. আবুল কাশেম (স্বতন্ত্র) হাঁস, মো. গোলাম মোস্তফা কামাল (জাতীয় পার্টি) লাঙ্গল, মো. মিজানুর রহমান চৌধুরী (মুক্তিজোট) ছড়ি, সামিরা আজিম (স্বতন্ত্র) ফুটবল ও সেলিম মাহমুদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা প্রতীক বরাদ্দ পান।
কুমিল্লা-১০ নাঙ্গলকোট ও লালমাই আসনে কাজী নূরে আলম ছিদ্দিকী (মুক্তিজোট) ছড়ি, মোহাম্মদ ইয়াসিন আরাফাত (বাংলাদেশ জামায়াতে ইসলামী) দাঁড়িপাল্লা, মো. আব্দুল্লাহ আল নোমান (আমজনতার দল) প্রজাপতি, মোহাম্মদ শামছুদ্দোহা (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা, রমিজ উদ্দিন আরিফ (গণঅধিকার পরিষদ) ট্রাক ও হাসান আহম্মেদ (বাংলাদেশ কংগ্রেস) ডাব প্রতীক পেয়েছেন।
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে আ হ ম আব্দুর রহিম (বাংলাদেশ কংগ্রেস) ডাব, মো. ইউনুছ (মুক্তিজোট) ছড়ি, মোহাম্মদ আলমগীর (গণফ্রন্ট) মাছ, মো. কামরুল হুদা (বিএনপি) ধানের শীষ, মো. মাইনউদ্দিন (জাতীয় পার্টি) লাঙ্গল, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের (বাংলাদেশ জামায়াতে ইসলামী) দাঁড়িপাল্লা ও মো. মহিউদ্দিন শহীদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা প্রতীক বরাদ্দ পান। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কুমিল্লা জেলায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু হয়েছে।
এনসিপির হাসানাত আবদুল্লাহর কর্মী সমর্থকরা, কুমিল্লা-১ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে তাদের কর্মী-সমর্থকরা প্রতীক গ্রহণ করেন। এ সময় নির্বাচন শেষে গেজেট প্রকাশ হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সতর্ক করা হয়। উল্লেখ্য, মনোনয়ন যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি ও মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে চূড়ান্তভাবে ৮০ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শুরু হল আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কুমিল্লার ১১টি আসনে ৮১...
অশোক বড়ুয়াকুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৮১ জন প্রার্থী...
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন ৮ লাখ টাকা জরিমানাসহ ১ জনকে...
বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তো...
কুমিল্লা আইডিয়াল কলেজে বার্ষিক ক্রীড়ার সাংস্কৃতিক সপ্তাহ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভ...
বিএনপির ৩১ দফার মধ্যেই রয়েছে বৈষম্যবিরোধী সমাজ ব্যবস্থার র...
ফয়সল আহমেদ খানগণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকী বলেছেন, তিনবারের সাবে...
বুড়িচংয়ে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬তম বার্ষিক সাধা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে...
কুমিল্লা-৭ চান্দিনা আসনে প্রতীক পেয়েই প্রচারণা, হাত পাখা...
নিজস্ব প্রতিবেদক, চান্দিনাকুমিল্লার চান্দিনায় নির্বাচনী প্রতীক পাওয়ার পর অবৈধ শোডাউন আয়োজন করার অভিয...