প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jan 2026, 12:21 AM
বুড়িচংয়ে প্রতীক বরাদ্দের পর মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক
আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পর মাঠ চষে বেড়াচ্ছেন প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন দলের প্রার্থীগণ। গতকাল ২২ জানুয়ারী বুড়িচং উপজেলা সদরসহ উপজেলার সকল ওয়ার্ড তথা ভোট কেন্দ্র থেকে এক যোগে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের পক্ষে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা এই নির্বাচনী প্রচারণা শুরু করেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এড. ড. মোবারক হোসাইন এবং এবি পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া সহ অন্যান্য দলের প্রার্থী ভোটের মাঠে থাকলে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ( ধানের শীষ) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ( দাঁড়ি পাল্লা) প্রতীক উভয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে সাধারণ ভোটারদের কাছ থেকে জানা যায়। কুমিল্লা-৫ ( বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কারী প্রার্থীগণ হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী এড. ড, মোবারক হোসাইন এবং এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী (হাতপাখা মার্কা) এদিকে প্রতীক পেয়ে নির্বাচনে প্রচার কার্যক্রমের প্রথম দিনে প্রার্থীগণ বুড়িচং উপজেলা সদরে যার যার প্রার্থীকে তাদের নির্ধারিত প্রাপ্ত প্রতীকে ভোট দেওয়ার জন্য মিছিলর মাধ্যমে আহ্বান জানান। এদিকে, বুড়িচং উপজেলার সদরে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুলের নেতৃত্বে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। এ সময় তারা বুড়িচং উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করেন। উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা সদর বিএনপির সভাপতি মো; ফরিদ উদ্দিন মেম্বার, উপজেলা যুবদলের সসস্য সচিব দেলোয়ার হোসেন দোলন, উপজেলা হিন্দু সম্প্রদায়ের পক্ষে সজল মিত্র, সহ বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকগন । এছাড়া, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে ওই ওয়ার্ডের ৫ টি বিভিন্ন গ্রামের প্রায় ৫২০০ ভোটারের সমন্বয়ে ধানের শীষে ভোট প্রদানের লক্ষ্যে একটি আনন্দ মিছিল পূর্বহুড়া বাজার থেকে শুরু হয। বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মোঃ সোহেল ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ষোলনল ইউনিয়ন যুবদলের সেক্রেটারী মাহবুব হাছান পলাশ, বিএনপির সাবেক সভাপতি সুলতান আহমদ, সহসাংগঠনিক সম্পাদক রুহুল আমিন,যুগ্ম সম্পাদক শফিকুর রহমান শিমুল, ওয়ার্ড সহ-সভাপতি নজরুল ইসলাম মেম্বার, সভাপতি খোরশেদ আলম পুলিশ, বিএনপি নেতা ফুল মিয়া মাস্টার, তফাজ্জ্বক হোসেন মেম্বার ও সহ-সভাপতি মতিন সরদার সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। একই দিনে 'জুলাই সনদ' বা সাংবিধানিক সংস্কার বিষয়ে একটি দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রচারনার প্রথম দিনেই হোমনায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের...
আবদুল হক সরকারকুমিল্লার হোমনায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া...
ভোটের আগে কুমিল্লায় সেনা প্রধানের দিকনির্দেশনামূলক মতবিনিম...
নিজস্ব প্রতিবেদকআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিত...
বুড়িচংয়ে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচং উপজেলায় নির্বাচনী মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু...
কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা কর্মচারি সমিতির কমিটি ঘো...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে...
বুড়িচংয়ে সাংবাদিক-শিক্ষার্থী-জনগণের সঙ্গে ইইউ নির্বাচন পর্...
কাজী খোরশেদ আলমত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে প্রস...
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে দেবিদ্বারে শিবিরের বিক...
মোঃ আক্তার হোসেনশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্...