প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jan 2026, 12:15 AM
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে সুদমুক্ত ঋণে শিক্ষার্থীদের পাঠানো হবে
নিজস্ব প্রতিবেদক
শিক্ষা খাতে বড় উদ্যোগ হিসেবে বহির্বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সুদমুক্ত ঋণের মাধ্যমে পাঠানোর পরিকল্পনাও তুলে ধরেন এবং বলেন শ্রমিক হিসাবে নয় উচ্চশিক্ষার জন্য গেলে একটি ছাত্র সমাজ পরিবর্তনে বড় ভুমিকা রাখবে,কনেশতলা বাজারে দাঁড়িপাল্লা নির্বাচনী জনসভায় এ কথা বলেন। কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ সোমবার (২৬ জানুয়ারি) দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সদর দক্ষিণ উপজেলার গলিয়াড়া দক্ষিণ ইউনিয়নের কনেশতলা বাজারে জনসভা করেন। বিকাল তিনটায় শুরু হওয়া এ সভায় সংগঠন, পেশাজীবী ও দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
শ্রমিক কল্যাণ সদর দক্ষিণ উপজেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এগার দলীয় জোট মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, মহানগরীর ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসেন, ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত, দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, উপজেলা সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, এনসিপির জেলা যুগ্ম আহবায়ক আল-আমীন, গলিয়াড়া উত্তর ইউনিয়ন আমীর মোঃ মিজানুর রহমান, দক্ষিণ ইউনিয়ন সভাপতি মোঃ আজহারুল ইসলাম তানভির ও সেক্রেটারী মাস্টার আবুল হাই।
সভায় মোঃ মিজানুর রহমান বলেন, “যারা ঋণখেলাপীদের মনোনীত করেছে তারা দেশকে ঋণখেলাপী ছাড়া ভালো কিছুই দিতে পারবে না।”
এদিকে মোঃ জহিরুল ইসলাম বলেন, “হত্যা হামলা জুলুম নির্যাতন মুক্ত সমাজ গঠনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ নির্বাচিত হলে পুরাতন গোমতী নদীকে নান্দনিক পর্যটন এলাকায় রূপান্তরের ঘোষণা দেন। নদীর দুই পাড় উঁচু করে শহরকে নিরাপদ করাসহ পূর্বাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে রাস্তা উন্নয়ন ও টাউন সার্ভিস চালুর প্রতিশ্রুতি দেন তিনি। তিনি আরও বলেন, “৬০ উর্ধ্বে ও ৫ বছরের নিচে চিকিৎসাসেবা ফ্রি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। গর্ভবতী নারীদের কর্মঘণ্টা কমিয়ে তাদের মর্যাদা নিশ্চিত করা হবে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “কোনো প্রকার কেন্দ্র দখলের চিন্তাও কেউ করতে পারবে না। এ নির্বাচন দেশ গঠনের নির্বাচন। এবার নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ কেউ পাবে না। জনতার পাহারায় নির্বাচন ঈদ উৎসবের মতো শান্তিময় হবে।” শিক্ষা খাতে বড় উদ্যোগ হিসেবে বহির্বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সুদমুক্ত ঋণের মাধ্যমে পাঠানোর পরিকল্পনাও তুলে ধরেন কাজী দ্বীন মোহাম্মদ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়তে কাস্টমস প্রশাসনের দক্ষতা বৃদ্...
আয়েশা আক্তার‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকার, দেশের সুরক্ষায় কাস্টমস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা...
শাহরাস্তিতে ক্রিকেট খেলা দেখতে এসে মুগ্ধ হলেন বিসিবির পরিচ...
শাহরাস্তি প্রতিনিধিশাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-৩ (এসপিএল) খেলা দেখতে এসে মুগ্ধ হলেন বিসিবির পরিচালক...
কুমিল্লাতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসে সনাকের মানববন...
সংবাদ বিজ্ঞপ্তিনবায়নযোগ্য জ্বালানি খাতের দ্রুত ও অধিকতর কার্যকর বিকাশের উপযোগী সুশাসন নিশ্চিতে অনুকূ...
মুরাদনগরে সরকারি গুদামে চুরি করতে গিয়ে তিন চোর আটক
বেলাল উদ্দিন আহাম্মদকুমিল্লার মুরাদনগরে উপজেলা কৃষি অফিসের পিপি গুদামঘর থেকে একটি মোটরসাইকেলসহ গুরুত...
নির্বাচনকে কেন্দ্র করে টাকার ঝনঝনানির শব্দ শুনতে পাচ্ছি-জো...
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপি জোট সমর্থিত প্রার্থী, গণসংহতি আন্দোলনের প্রধান সম...
ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন রেজাল্ট নিয়ে ঘরে ফি...
মহিউদ্দিন আকাশভোটের দিন ফজর নামাজ পড়ে সকলকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন। ভোট দি...