প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 4:00 AM
বাংলাদেশে কোনো মাদক উৎপাদন হয় না : কর্ণেল রেজাউল কবির
জাহিদ পাটোয়ারী
কুমিল্লা ১০ বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল রেজাউল কবির বলেছেন, ‘বাংলাদেশে কোনো মাদক উৎপাদন হয় না, বিদেশ থেকে আমাদের দেশে আসে। এই ক্ষেত্রে চোরাকারবারিরা স্থল, জল ও আকাশ পথ বেছে নেয়। তারই অংশ হিসেবে কুমিল্লা সেক্টর অধীনস্থ ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তের ৩২৭ কিলোমিটার অংশে চোরাকারবারিরা দেশে মাদক প্রবেশের চেষ্টা করে।’
গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিবিরবাজার হাই স্কুল মাঠে কুমিল্লা ১০ বিজিবি আয়োজিত জনসচেতনতামূলক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কমান্ডার কর্ণেল রেজাউল কবির বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য আগমনের সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং মাদক চোরাকারবারীদের বিষয়ে বিজিবি অত্যান্ত কঠোর অবস্থানে রয়েছে। সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক ২৪ ঘণ্টা কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। যা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। আমাদের দায়িত্বপূর্ণ সব এলাকায় নিয়মিতভাবে সামাজিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি।
মাদক চোরাচালানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ধরতে পারলে বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করছেন। মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই সমস্যা সমাধানে জনসচেতনতা অত্যন্ত জরুরি। এককভাবে নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আপনাদের এলাকায় যারা মাদক বিক্রি, সেবন ও চোরাকারবারীদের সহযোগীতা করেন তাদের তথ্য দিন। পরিচয় গোপন রেখে এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরো বলেন, ‘গত জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত এক বছরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে ১০ কোটি ৮২ লাখ ৬৪ হাজার ১০০ টাকার মাদক দ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ হাজার ২৩০ কেজি গাঁজা, ১৬ হাজার ৫৪২ বোতল ফেন্সিডিল, ১৬ হাজার ৮৩০ বোতল বিভিন্ন প্রকার মদ, ৩ হাজার ৬২০ বোতল বিয়ার, ৩ হাজার ৮২৬ বোতল ইস্কফ সিরাপ, ৯৮ হাজার ৫৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১ লাখ ৬৮ হাজার ৩২০ পিস বিভিন্ন প্রকার অবৈধ ট্যাবলেট।’
এ সময় ১০ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, সহকারী পরিচালক মো. ইমাম হোসেন, চকবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনোয়ার হোসেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম, বিবিরবাজার স্কুল অ্যান্ড কলেজের সভাপতি খালেদ চৌধুরীসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ মনোনয়ন দাখিলের শেষ দিন ২৬ দলের ৯২ ও স্বতন্ত্র ২২ প্রার্থ...
অশোক বড়ুয়াআজ ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। প্রার্থীগণ আ...
কুমিল্লা-৮ বরুড়া আসনে জামায়াত প্রার্থী শফিকুল আলম হেলালে...
সংবাদ বিজ্ঞপ্তিকুমিল্লা-৮ (বরুড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত স...
কুমিল্লায় বেড়েছে শীতের তীব্রতা ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ
আয়েশা আক্তারজেলা কুমিল্লায় দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। ভোর ও রাতের দিকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে ব...
কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন খালেদা জিয়...
হোমনা প্রতিনিধিকুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থ...
মুরাদনগরে এক কেন্দ্রে ভোট দিতে যেতে পারি দিতে হয় আরেক কেন্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার মুরাদনগরের পাহারপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাহাড়পুর এমদাদুল উলূম ইসলামিয়া...
শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাচ্ছে নতুন বই ব্রাহ্মণপাড়ায় পহেলা জান...
মো. আনোয়ারুল ইসলামদরজায় কড়া নাড়ছে নতুন ২০২৬ সাল। নতুন শিক্ষাবর্ষ, নতুন শ্রেণি, নতুন শ্রেণিকক্ষ আর নত...