প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Feb 2026, 12:14 AM
চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপি সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৮
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইরে জামায়াত-বিএনপি’র কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় নারী সহ উভয়পক্ষের অন্তত ৮ জন নেতাকর্মী-সমর্থক আহত হয়েছে। আহতরা হলো: উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের মৃত মোহাম্মদ হোসাইন চৌধুরীর ছেলে, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. সোলায়মান চৌধুরী, মাইক্রো চালক, কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামের ফয়েজ আহমেদের ছেলে মো. মামুন, হাটবাইর গ্রামের মৃত মফিজুর রহমান খাঁনের ছেলে, উপজেলা স্বে”ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মিজান খাঁন, বোন নাজমা আক্তার ও নারগিস আক্তার, জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মো. রবিউল হক রকি, উপজেলা দক্ষিণ শিবির সভাপতি মো. রিফাত সানি, জামায়াত নেতা জাকারিয়া রাসেল। ঘটনাটি ঘটে শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর এলাকায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ও সেনাবাহিনীর পৃথক দুটি টিম ঘটনা¯’লে পৌঁছে পরি¯ি’তি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় এখনো থমথমে পরি¯ি’তি বিরাজ করছে। ¯’ানীয় সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উ”চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী জনসভা থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা হাটবাইর এলাকায় পৌঁছালে উপজেলা স্বে”ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজান খাঁন, গাজী ইয়াছিন ও মোবারক চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় দলের কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একটি মাইক্রো গাড়ী ভাংচুর করা হয়। এ ঘটনায় উভয়পক্ষের ২ নারী সহ অন্তত ৮ জন আহত হয়েছে। পরে ¯’ানীয় লোকজন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন অভিযোগ করে বলেন, নির্বাচনী জনসভা শেষে শান্তিপূর্ণভাবে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে আমাদের পাঁচজনসহ মোট ৭ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
অন্যদিকে, উপজেলা বিএনপির সহ-সভাপতি সোলেমান চৌধুরী পাল্টা অভিযোগ করে বলেন, জামায়াত-শিবির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আমাদের এলাকায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। আমরা বাধা দিতে গেলে পুনরায় সংঘর্ষ বাধে, যাতে আমি ও আমার গাড়িচালক সহ অন্তত ১০ জন আহত হয়েছি।
এ বিষয়ে বক্তব্য জানতে ¯’ানীয় বিএনপি নেতা মিজান খাঁন ও মোবারক চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, চৌদ্দগ্রামে বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। জামায়াত-শিবিরের নেতাকর্মীরাই প্রথমে হামলা চালায়। এতে বিএনপির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হ”েছ। এ ঘটনাতেও মামলা করার প্র¯‘তি চলছে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউসার হোসেন জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রুত ঘটনা¯’লে পৌঁছে পরি¯ি’তি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। বর্তমানে পরি¯ি’তি শান্ত রয়েছে। হামলার প্রক...ত কারণ উদঘাটনে তদন্ত চলছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত উভয় দলের কেউই কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যব¯’া নেয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডে সমন্বয় কমিটির সভা...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।...
মিডিয়ার প্রশংসা দেখে মনে হয় হাসিনার আমলে আছি-হাসনাত আবদুল্ল...
মোঃ আক্তার হোসেনকুমিল্লা-৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (...
কুমিল্লা-১০ আসনে ধানের শীষ কোন ভূঁইয়ার আজ নির্ধারণ হতে পার...
সাইফুল ইসলামকুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপি দলীয় প্রার্থী ধানের শীষ কোন ভূঁইয়ার তা আজ রোব...
দেশে আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না-ডা. শফিকুর রহ...
চৌদ্দগ্রাম প্রতিনিধিবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আদিপত্যবাদ মানবো না...
বিএনপি ক্ষমতায় এলেই দেশে উন্নয়ন হয়-মনিরুল হক চৌধুরী
ভ্রাম্যমাণ প্রতিনিধিকুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হ...
বাঞ্ছারামপুরকে উন্নত শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার মডে...
ফয়সল আহমেদ খানব্রাক্ষণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐক্য জোট...