
প্রতিবেদক: Md. Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jul 2025, 10:47 AM

বিবস্ত্র ভিডিও ছড়িয়ে দেয়া মাস্টারমাইন্ড র্যাবের হাতে শাহ পরান গ্রেফতার

জাহিদ পাটোয়ারী
কুমিল্লার মুরাদনগর উপজেলায় নারীকে ধর্ষণের পর নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়া মাস্টারমাইন্ড ধর্ষক ফজর আলীর ভাই শাহ পরান র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৩ জুলই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বুড়িচং উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১, সিপিসি -২ এর উপ পরিচালক মাহমুদুল হাসান রূপসী বাংলাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী নারীকে ধর্ষণের পর নিপীড়ন, নির্যাতন ও বিবস্ত্র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাস্টারমাইন্ড হলো শাহ পরান।
মুরাদনগর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) রুহুল আমিন জানান, মুরাদনগরে নারীকে ধর্ষণের পর পরিকল্পিত ভাবে নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এরপর রবিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী সুমনসহ চার জনকে গ্রেফতার করা হয়। পরে ওই দিন বিকেলে মুরাদনগর থানায় উপস্থিত হয়ে ভুক্তভোগী নারী চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৩০ জনকে আসামী করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে গ্রেফতার চার আসামীকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে কুমিল্লার আমলী আদালত- ১১ এর বিচারক মমিনুল হক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রঙ্গত, গত ২৬ জুন রাতে মুরাদনগরের একটি গ্রামে এক নারীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামের এক ব্যক্তি আটক ও পিটুনির শিকার হয়। পরে ফজর আলীকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে থাকা কয়েকজন ভুক্তভোগী নারীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় শুক্রবার (২৭ জুন) মূল অভিযুক্ত ফজর আলীকে আসামি করে মারাদনগর থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারী। এরপর অভিযানে নেমে ধর্ষণের দায়ে রাজধানী থেকে ফজর আলীকে এবং জেলার বিভিন্ন স্থান থেকে উপজেলার বাহেরচর গ্রামের সুমন, রমজান আলী, মো. অনিক ও মো. আরিফকে গ্রেফতার করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

দেশী ফল ও ফল চাষ প্রযুক্তি সম্পর্কে নতুন প্রজন্মকে ধারণা দি...
দেবিদ্বার প্রতিনিধিউপজেলা কৃষি অফিসারের কার্যালয় দেবীদ্বারের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফল মেলা ২০...

মুরাদনগরে ধর্ষণের ঘটনার পর একই পরিবারের ৩জনকে হত্যার উদ্বেগ
মুরাদনগর প্রতিনিধিধর্ষণ সন্ত্রাস লুটপাট খুণসহ যেকান সামাজিক অস্থিরতার প্রতিবাদ ও প্রতিরোধ না করে,...

বিএনপি ক্ষমতায় এলে সুজন হত্যার বিচার হবে
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য, সারা বাংলায় জনপ্রিয় জাতীয়তাবাদী তু...

কুমিল্লার ডালপা বিল ছড়িয়ে দিয়েছে সবুজ শান্তির এক অপরূপ পরিব...
মোঃ মাসুদ রানা, দেবিদ্বারকুমিল্লার মুরাদনগরের ডালপা বিল এক অনন্য প্রাকৃতিক রতœ। বর্ষা এলেই এই বি...

মুরাদনগরে এবার একই পরিবারের তিনজনকে গণপিটুনিতে হত্যা
মাহফুজ নান্টুমুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও বেধড়ক পিটুনির ঘটনায় দ...

দাউদকান্দিতে নির্মাণের সময়ই ভেঙে পড়ল ২০ লাখ টাকার ব্যয়ের ঘা...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দাউদকান্দিতে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ঘাটলা ভেঙে পড়েছে। এতে ক...
