প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jul 2025, 11:53 AM
বরিশালের রিয়াজের গলাকাটা লাশ মিলল কুমিল্লায়
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে গৌরীপুর-হোমনা সড়কের দড়িকান্দি এলাকা থেকে উদ্ধার হওয়া গলাকাটা লাশটি বরিশালের ইমতিয়াজ আহমেদ রিয়াজের। শনিবার সকালে লাশটি উদ্ধারের পর ক্রাইমসিন ও আঙ্গুলের ছাপের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। ইমতিয়াজ আহমেদ রিয়াজ রবিশালের কাজিরহাট উপজেলার পূর্ব রতনপুর গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। সে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গৌরীপুর-হোমনা সড়কে যাতায়াতকালে লোকজন রাস্তার পাশে লাশটি দেখতে পায়। উৎসুক জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আপলোড করায় তিতাস থানা পুলিশের নজরে আসে। তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় রিয়াজের পরনে জিন্সের প্যান্ট ও কালো গেঞ্জি ছিল। ওড়নার সমান একটি কাপড়ের টুকরো দিয়ে কাটা গলাটি মোড়ানো ছিল। তবে আশেপাশে রক্তের তেমন দৃশ্যমান ছাপ ছিল না। লাশের পাশ থেকে রক্তামাখা একটি ছুরিও উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের ঘটনার তদন্তকারী কর্মকর্তা তিতাস থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার জানান, সে মূলত তার এলাকায় বসবাস করতো। গত তিনদিন আগে সে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে বলে আত্মীয়-স্বজন জানিয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হত্যাকান্ডটি অন্যত্র ঘটিয়ে লাশটি এখানে ফেলে গেছে।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্যাহ জানান, ফেইসবুকে মাধ্যমে বিষয়টি আমাদের নজরে আসে। তখন আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ক্রাইমসিনের আলামত ও সিআইডি’র তথ্য প্রযুক্তির সহযোগিতায় বিশেষ করে উদ্ধার হওয়া লাশের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। কাজিরহাট থানা পুলিশের সহযোগিতায় নিহতের আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ সকাল দশটায় জানাজা মাহবুব আলী জাকির মৃত্যুতে জেলা ক্রিড়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা জেলা দল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সাবেক খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট বো...
কুমিল্লায় দু'পাশে সড়কের জায়গায় বানিজ্যিক প্রতিষ্ঠান আর্থিক...
আয়েশা আক্তারদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে সরকারি সড়ক ও...
কুমিল্লা-৩ আসন থেকেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন সংগ্রহ
জাহিদ পাটোয়ারীকুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদ...
মনোনয়ন বদলের দাবিতে কাফনের কাপড়ে মহাসড়কে বিক্ষোভ
সোহেল রানা, চান্দিনাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিব...
কনকনে শীতে কাঁপছে মানুষ, কম্বল নিয়ে হাজির লালমাই ইউএনও
মাসুদ রানা, কুমিল্লাশীতের তীব্রতা থেকে অসহায় মানুষকে রক্ষা করতে কুমিল্লার লালমাই উপজেলায় শীতার্ত ভাস...
কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে-মনিরুল হক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ"আমার স্বপ্ন আমার কুমিল্লা" শীর্ষক মুক্ত সংলাপে মনিরুল হক চৌধুরী বলেন, ক...