
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 May 2025, 1:21 AM

কুমিল্লায় ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায়

অশোক বড়ুয়া
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন শনিবার মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। কুমিল্লায় পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায় কেন্দ্রীয় নগর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মাওলানা মোঃ ইব্রাহিম। ঈদের দিনে প্রাকৃতিক ঝড়-বৃষ্টি হলে স্টেডিয়ামের জিমনেসিয়ামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হবে।
পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের উপদেষ্টা কমিটির সভায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল, সিটি কর্পোরেশনের সচিব মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সায়েম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী মোঃ মাইনুদ্দিন, বিসিকের ডিজিএম মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আশেকুর রহমান, কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মাওলানা মোঃ ইব্রাহিম এবং জেলা ইমাম সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান, আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান।
সিটি কর্পোরেশনের সচিব মোঃ মামুন জানান, ঈদের দিন বেলা ২টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ ১৮ ঘণ্টার মধ্যে ওয়ার্ড ও এলাকা ভিত্তিক কোরবানির পশুর বর্জ্য পরিষ্কারের কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে কোরবানি দাতাসহ সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বিসিক ডিজিএম জানান, সরকারি নিয়ম মোতাবেক কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণে লবণ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। মাদ্রাসাগুলোতে চামড়া সংরক্ষণের জন্যও লবণ সরবরাহ করা হবে।
সভায় সভাপতিত্বকারী জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী কোরবানির পশু জবাইয়ের পর অন্তত দশ দিন পর্যন্ত চামড়া যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এই সময়ের মধ্যে কুমিল্লার বাইরে যেমন ঢাকা বা চট্টগ্রামে চামড়া নিয়ে যাওয়া যাবে না। এ বিষয়ে আইন-শৃংখলা বাহিনীসহ সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ঈদের দিন এবং পরে কোরবানির চামড়া নিয়ে যেন কোনো বিশৃংখলা না ঘটে, সে জন্য সকলকে সচেতন থাকতে হবে। চামড়ার সুষ্ঠু কেনাবেচা এবং সংরক্ষণের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

মুরাদনগর বাজারে আবারও চুরি, আতঙ্কিত ব্যবসায়ীরা
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর দুই দিনে চার দোকানে চুরির রেশ কাটতে না কাটতেই তৃতীয় দিনের মাথায়...

কুমিল্লায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের সংস্কার কারা কর্তৃপক্ষ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় জলাবদ্ধতা দূরীকরণে সিটি কর্পোরেশনের ড্রেনেরসংস্কার কা...

পত্রিকায় দুর্নীতির সংবাদ প্রকাশের পর হোমনার টিও-এটিও বদলি!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা উপজেলা শিক্ষা অফিসের দুর্নীতি নিয়ে দৈনিক যুগান্তর,দৈনিক রু...

দেবীদ্বার: ৩৬ দরিদ্র অসহায় পরিবার পেল ৩৬ টি ছাগল
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লার দেবীদ্বারে ৩৬ অসহায় ও দরিদ্র পরিবার পেল ৩৬ টি ছাগল।&nb...

তিতাস প্রতিষ্ঠার ২১ বছর পর নির্মাণ হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিন...
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাস উপজেলা প্রতিষ্ঠার ২১ বছর পর নির্মাণ হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনা...

ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে ৬০ বোতল স্কাফ সিরাপসহ যুবক আটক
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল মাদকদ্রব্য স্কাফ সিরাপসহ এক...
