
প্রতিবেদক: Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 May 2025, 1:25 AM

শতভাগ উৎসব ভাতার দাবিতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারীদের কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক
উৎসব ভাতা ৫০ শতাংশের স্থলে শতভাগ করার দাবিতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা জেলা শাখার সভাপতি এবং ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অফিস সহকারী তুষার আহমেদর নেতৃত্বে সারা দেশের ন্যায় কুমিল্লা জেলার সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।
তিনি জানান ২০০৪ সাল থেকে এমপিওভুক্ত শিক্ষক'রা মূল বেতনের ২৫ শতাংশ ও কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়ে আসছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে উৎসব ভাতা বৃদ্ধির আশ্বাস দেন। কিন্তু চলতি বছরের ২৬ মে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সম্মতিপত্রে দেখা যায় কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি পাচ্ছে না। একই প্রতিষ্ঠানে চাকরি করে শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি পাবে। অথচ কর্মচারীদের বৃদ্ধি পাবে না এই বৈষম্য আমরা কর্মচারীরা মেনে নেবো না।
মো. তুষার আহমেদ বলেন-বেসরকারি শিক্ষকদের ২৫% থেকে ৫০% বৃদ্ধি করে দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে আর কর্মচারীদের কোন ভাতা বৃদ্ধি হবে না। এটি একটি হটকারী সিদ্ধান্ত। তিনি কর্মচারীদের ভাতা বৃদ্ধির জোর দাবি জানান।
তিনি আরও বলেন আমরা এমপিও ভুক্ত (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে কর্মরত কর্মচারীরা শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আসছি। কর্মচারীদের বেতন স্কেল কম হওয়ায় মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কর্মচারীরা নিম্ন বেতন স্কেল ভুক্ত হিসেবে কর্মরত। আমারা নানা বৈষম্যের শিকার।
মানবিক বিবেচনা করে ২০০১-২০০৬ মেয়াদে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালীন ২০০৩ সালের জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে বেসরকাারি শিক্ষকদের বছরে দুই ভাগে মূল বেতনের ৫০% এবং কর্মচারীদের মূল বেতনের ১০০% উৎসব ভাতা প্রদানের সিদ্ধান্ত নেন। আমরা অনতিবিলম্বে কর্মচারীদের ১০০% উৎসব ভাতা প্রদানে জোর দাবি জানাচ্ছি।
এর আগে গত ২৭মে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (আদনান হাবিব) স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয় ২৮ মে অর্ধদিবস কর্মবিরতি ও কালো ব্যাচ পরিধান, ২৯ মে পূর্ণদিবস কর্মবিরতি ও কালো ব্যাচ ধারণ এবং রবিবার (১ জুন) মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জার্নি টু এডামস পিক
গোলাম কিবরিয়া খোন্দকার২৩ ডিসেম্বর ২০১৯, মালদ্বীপ থেকে শ্রীলংকান এয়ারলাইনসের ফ্লাইট যোগে যখন কলম্বোর...
বার্ডে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত
সংবাদ বিজ্ঞপ্তিগত ৫ আগস্ট বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’...

কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানে আলেম ওলামাদের ভূমিকা নিয়ে...
অশোক বড়–য়া২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বছরপূর্তি উপলক্ষে আজ কুমিল্লা জেলা মডেল মসজিদ ও ই...

দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যানকে হুমকির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো...

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মাছুম মিয়ার কবর জিয়ারত করলেন অজিত...
নিজস্ব প্রতিবেদকজুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় শহিদ ম...

বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাতের ঘটনায় ২ জন গ্রেপ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচংয়ে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় মোবাইল ব্যবসায়ী সায়মন রেজাকে ছুরি...
