
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 4 Sep 2025, 4:02 PM

কুবি ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ সিদ্ধান্ত মানতে প্রশাসনের কঠোর সতর্কতা

কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে সকল রাজনৈতিক সংগঠনের সভা-সমাবেশ, মিছিল, বিশিষ্ট নেতৃবৃন্দকে আমন্ত্রণসহ যেকোনো রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আহ্বান জানিয়েছে। রবিবার (০৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেটের ধারাবাহিকতায় ১০০তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সকল রাজনৈতিক সমাবেশ, মিছিল, বিক্ষোভ নিষিদ্ধ করা হয়। বিগত এক বছর এ বিষয়ে সকল রাজনৈতিক সংগঠন শ্রদ্ধাশীল থাকলেও সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ করছি- প্রশাসনিক নির্দেশনাকে অমান্য করে বিভিন্ন পক্ষ বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম সক্রিয় করার চেষ্টা চালা”েছ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সকল রাজনৈতিক সংগঠনকে নিষেধাজ্ঞার বিষয়টি মেনে চলার আহ্বান জানা”েছ। অন্যথায় প্রশাসন জড়িত ব্যক্তিদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক পদক্ষেপ নিতে বাধ্য হবে।
জানা যায়, গত বছরের ০৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ১০০ তম সিন্ডিকেট সভায় প্রথম সিন্ডিকেট সভায় গৃহীত রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত আবারও বাস্তবায়ন হয়। কিš‘, এই সিদ্ধান্ত অমান্য করে রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি করেছে। সর্বশেষ গতকাল (০২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ মিছিল করে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, 'বিগত এক বছরে ক্যাম্পাসে সকল রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকলেও সম্প্রতি লক্ষ্য করছি প্রশাসনিক নির্দেশনা অমান্য করে বিভিন্ন পক্ষ বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম সক্রিয় করার চেষ্টা চালা”েছ। আমরা তাদের সতর্ক করার জন্যই আবার বিজ্ঞপ্তি জারি করেছি। পরবর্তীতে কোনো রাজনৈতিক কার্যকলাপ অনুষ্ঠিত হলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যব¯’া নেওয়া হবে।'
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমাই থ...

বরুড়ায় সামাজকি নরিাপত্তা বষ্টেনী, গ্রাম আদালত ও গ্রামীণ অবকা...
জাহাঙ্গীর আলমবরুড়া উপজলোর বভিন্নি ইউনয়িন পরষিদ প্রশাসক, চয়োরম্যান, প্যানলে চয়োরম্যান, সদস্যবৃন্দ, ইউ...

লালমাই ও সদর দক্ষিণ নিয়ে সংসদীয় আসন চাই না-গফুর ভূঁইয়া
সাইফুল ইসলামবিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা বিএনপি বুধবার বিকেলে বিপুল সংখ্...
দেশের ম্যাচে খেলতে চাইছেন না মেসি!
লিওনেল মেসি তার ক্যারিয়ারের সায়াহ্নে আছেন এখন। আর্জেন্টিনার হয়ে শেষ বিশ^কাপ ম্যাচে খেলার প্রস্তুতি ন...
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ঝাড়লেন ভারতীয় নায়িকা সোনাক্ষী
একটি দোকানের বিজ্ঞাপনের জন্য বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার ছবি ব্যবহার করায় বেজায় চটেছেন শত্রুঘœকন...

সেতুর ২০ ভাগ নিয়ে স্থানীয়দের দৌড়ঝাপ
নাজমুল করিম ফারুক, তিতাস কুমিল্লার তিতাসে কর্তৃপক্ষ সুযোগ না দেওয়ায় দড়িকান্দি গ্রামের পাশে খালে...
