প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 4 Sep 2025, 4:02 PM
কুবি ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ সিদ্ধান্ত মানতে প্রশাসনের কঠোর সতর্কতা
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে সকল রাজনৈতিক সংগঠনের সভা-সমাবেশ, মিছিল, বিশিষ্ট নেতৃবৃন্দকে আমন্ত্রণসহ যেকোনো রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আহ্বান জানিয়েছে। রবিবার (০৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেটের ধারাবাহিকতায় ১০০তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সকল রাজনৈতিক সমাবেশ, মিছিল, বিক্ষোভ নিষিদ্ধ করা হয়। বিগত এক বছর এ বিষয়ে সকল রাজনৈতিক সংগঠন শ্রদ্ধাশীল থাকলেও সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ করছি- প্রশাসনিক নির্দেশনাকে অমান্য করে বিভিন্ন পক্ষ বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম সক্রিয় করার চেষ্টা চালা”েছ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সকল রাজনৈতিক সংগঠনকে নিষেধাজ্ঞার বিষয়টি মেনে চলার আহ্বান জানা”েছ। অন্যথায় প্রশাসন জড়িত ব্যক্তিদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক পদক্ষেপ নিতে বাধ্য হবে।
জানা যায়, গত বছরের ০৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ১০০ তম সিন্ডিকেট সভায় প্রথম সিন্ডিকেট সভায় গৃহীত রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত আবারও বাস্তবায়ন হয়। কিš‘, এই সিদ্ধান্ত অমান্য করে রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি করেছে। সর্বশেষ গতকাল (০২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ মিছিল করে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, 'বিগত এক বছরে ক্যাম্পাসে সকল রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকলেও সম্প্রতি লক্ষ্য করছি প্রশাসনিক নির্দেশনা অমান্য করে বিভিন্ন পক্ষ বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম সক্রিয় করার চেষ্টা চালা”েছ। আমরা তাদের সতর্ক করার জন্যই আবার বিজ্ঞপ্তি জারি করেছি। পরবর্তীতে কোনো রাজনৈতিক কার্যকলাপ অনুষ্ঠিত হলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যব¯’া নেওয়া হবে।'
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কীর্তিমতী হাসিনা ওহাব আর নেই
অশোক বড়ুয়াকুমিল্লার বহুল প্রচারিত দৈনিক রূপসী বাংলা পত্রিকার সম্পাদক হাসিনা ওহাব আর নেই। গতকাল রবিবা...
ধানের শীষের বিজয় নিশ্চিত করে বাড়ি ফিরতে হবে-তারেক রহমান
মাহফুজ নান্টু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষকে বাঁচ...
পাঁচ বছর পর্যন্ত শিশুদের ফ্রি খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করবো...
নিজস্ব প্রতিবেদকপাঁচবছর পর্যন্ত শিশুদের ফ্রি খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করবো সন্ধা ৬ টায় মহানগরীর শুভপু...
ভোট ডাকাতি করতে আসলে সকলে প্রতিরোধ করতে হবে-হাসনাত আব্দুল্...
মোঃ আক্তার হোসেনজাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলী...
কুমিল্লায় অনুষ্ঠিত হলো ডা. মোসলেহ উদ্দিন’স গোল্ড মেডেল প্র...
আয়েশা আক্তারকুমিল্লা হাইস্কুলে অনুষ্ঠিত হলো ডা. মোসলেহ উদ্দিন’স গোল্ড মেডেল প্রদান অনুষ্ঠান। রবিবার...
দীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মিরপুর সড়কের উ...
মো. আনোয়ারুল ইসলামদীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লা-মিরপুর সড়কের ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের অংশে সড়ক উন্নয়...