
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Sep 2025, 11:20 AM

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের চূড়ান্ত গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের মধ্যে কুমিল্লাসহ ৩৯টি সংসদীয় আসনে পরিবর্তন এনে সীমানা পুননির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন দাবি বা আপত্তি বা সুপারিশ বা মতামত সংবলিত দরখাস্তের তথ্যাদি পর্যালোচনা করে এবং শুনানিকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনী এলাকার প্রয়োজনীয় সংশোধন করে জাতীয় সংসদের ৩০০ (তিনশত) আসনের পুননির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করল।
বৃহস্পতিবার এই গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়। এর আগে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৩৯টিতে পরিবর্তন এনে ওইসব আসনে সীমানা পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ করে ইসি কুমিল্লা সংসদীয় আসনের মধ্যে সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে ইসি। যার মধ্যে কুমিল্লা-১ আসন দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠন করা হয়েছে। কুমিল্লার-২ হোমনা ও তিতাস উপজেলা নিয়ে, কুমিল্লা-৩ মুরাদনগর। কুমিল্লা-৪ দেবিদ্বার। কুমিল্লা- ৫ বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা।
ব্যাপক পরিবর্তন এসেছে কুমিল্লা-৬ আসনের সীমানার মধ্যে। এ আসনটি বিগত নির্বাচনে ছিল আদর্শ সদর উপজেলা, কুমিল্লা সিটি কর্পোরেশন, সেনানিবাস এলাকা নিয়ে। পুন:বিন্যাসিত সীমানা অনুসারে সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা-৬ আসনের সীমানায় অন্তর্ভূক্ত করা হয়েছে।
এছাড়া কুমিল্লা-৭ চান্দিনা উপজেলা, কুমিল্লা-৮ বরুড়া আসনে কোন পরিবর্তন আনা হয়নি। কুমিল্লা-৯ আসন চূড়ান্ত করা হয়েছে লাকসাম ও মনোহরগঞ্জ নিয়ে। বিগত নির্বাচনেও এ আসনটির সীমানা এরকম ছিল। কুমিল্লা-১০ নাঙ্গলকোট আসনে পরিবর্তন এনে লালমাই উপজেলাকে এ আসনের সাথে অন্তর্ভূক্ত করা হয়েছে। কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের সাথে প্রাথমিক পুন:বিন্যাসে চৌদ্দগ্রাম উপজেলার সাথে সদর দক্ষিণ উপজেলাকে অন্তর্ভূক্ত করা হয়েছিল। চূড়ান্ত গেজেটে চৌদ্দগ্রাম উপজেলা আলাদা আসন আর সদর দক্ষিণ চলে এসেছে কুমিল্লা-৬ সদর আসনের সাথে।
এদিকে কুমিল্লা-৬ আসন নিয়ে নতুন হিসাব নিকাশ শুরু করেছে সাধারণ মানুষজন। নতুন সীমানা নির্ধারণে এ আসনটিতে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। এছাড়া নাঙ্গলকোট ও লালমাই উপজেলা নিয়ে কুমিল্লা-১০ আসনের সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে। এছাড়া বাকি আসনগুলো আগের মতই রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
এফএনএসমানবজাতির জন্য শান্তির বার্তা ও আল্লাহর অসীম রহমত নিয়ে ৫৭০ খ্রিস্টাব্দে হিজরি ক্যালেন্ডারের রব...

যুক্তরাষ্ট্র থেকে হাতকড়া শেকল পরিয়ে ফেরত পাঠানো হলো ৩০...
এফএনএসহাতে হাতকড়া, পায়ে শেকল বেঁধে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। গত বৃহস্প...

জাতীয় নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ পাবে বিশেষ প্রশিক্ষণ
এফএনএসআগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে...

হাজার হাজার কোটি টাকা খরচেও বাড়েনি দেশের গ্যাসের মজুদ
এফএনএস হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও দেশে প্রত্যাশা অনুযায়ী গ্যাসের মজুদ বাড়েনি। বরং গ্যাস...

যারা এখন পাকিস্তানের স্লোগান দিচ্ছে তারা ’৭১-এ রাজাকার ছিলো...
সোহেল রানালিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান...

ভনেজেুয়লোয় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, দাবি...
অনলাইন ডস্কেযুক্তরাষ্ট্ররে প্রসেডিন্টে ডোনাল্ড ট্রাম্প ভনেজেুয়লোর ভতেরে সক্রয়ি মাদক চক্রগুলোকে...
