
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Sep 2025, 10:13 AM

জোর পূর্বক প্রবাসীর বউকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

মাসুদ রানা, কুমিল্লা
কুমিল্লার লালমাই উপজেলার বারাইপুর গ্রামের প্রবাসী হাবিবের বউকে মারদর করে জোর পূর্বক স্বামীর বসতঘর থেকে বের করে দেওয়া হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী ইয়াসমিন আক্তর। বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানা পুলিশ। ঘটনার সাথে সম্পৃক্ত নিজের শ্বশুর ইসমাইল হোসেনকে প্রথম, দেবর আবদুর রহমানকে দ্বিতীয় ও পাশের বাড়ির দেবর ছাত্রদল নেতা হাবিবকে তৃতীয় নম্বর আসামী করে গত বৃহস্পতিবার (৪ সেপ্টম্বর) এই অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩ সেপ্টেম্বর বিকালে ভুক্তভোগী ইয়াসমিন আক্তারের শ্বশুর তার ঘরে প্রবেশ করে তাকে গলা টিপে দরে এবং ছোট ছেলে মিজবাহ ইসলাম এগিয়ে আসলে তাকেও আগাত করে। ভুক্তভোগী কোন প্রকার কিনারা না পেয়ে ৯৯৯ কল করলে ঘটনাস্থলে ভূশ্চি তদন্ত কেন্দ্রের এসআই আমিনুর রহমান যান। এবং বিষয়টি শুনে লিখিত নিয়ে আসেন। কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ চলে আসার সাথে সাথেই ছাত্রদল নেতা হাবিব কয়েকজনকে সাথে নিয়ে ঘটনাস্থলে আসা ভুক্তভোগীর মায়ের ব্যাগ থেকে টাকা নিয়ে নেয়। এবং পরে এক কাপড়ে টেনে হিছড়ে প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী ইয়াসমিন আক্তারকে ঘর থেকে বের করে দেয়।
এই বিষয়ে ভুক্তভোগী ইয়াসমিন আক্তার বলেন, গত কিছুদিন যাবৎ হাবিব আমাকে নানা ভাবে কুপ্রস্তাবে দিয়ে আসছিল। তাছাড়া, আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদাও দাবি করেছে। আমার শ্বাশুড়ি মারা যাওয়ার পর আমার শ্বশুর দ্বিতীয় বিবাহ করার পর থেকেই আমার স্বামীকে বিভিন্ন বিষয়ে প্রায়ই সময় গালমন্দ করে আসছেন আমার শ্বশুর। আমার স্বামী প্রবাসে থাকা অবস্থায় আমার ঘরের বিদুৎতের লাইন কেটে দিয়েছেন। পানির লাইন বন্ধ করে দিয়েছেন। আমি ওনাদের জ্বালায় অতিষ্ঠ শেষ পর্যন্ত আমাকে ঘরের বাহিরও করে দিয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এছাড়া, ঘটনারদিন ভূশ্চি তদন্ত কেন্দ্রের পুলিশের কথাই আমি দরজা খুলেছি। তারপরই হেনস্থার স্বীকার হয়েছি।
ঘটনার বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা হাবিব বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট, আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য ষড়যন্ত্র চলছে, দ্রুত সোশাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ পাবে। ঘটনার বিষয়ে ভূশ্চি তদন্ত কেন্দ্রের এসআই আমিনুর রহমান বলেন, ৯৯৯ কল দেওয়ার পর আমি ঘটনাস্থলে যাই। এবং ঘটনার বিষয় শুনে আসি। পরবর্তীতে থানার অভিযোগ করতেও বলি। এই বিষয়ে লালমাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
এফএনএসমানবজাতির জন্য শান্তির বার্তা ও আল্লাহর অসীম রহমত নিয়ে ৫৭০ খ্রিস্টাব্দে হিজরি ক্যালেন্ডারের রব...

যুক্তরাষ্ট্র থেকে হাতকড়া শেকল পরিয়ে ফেরত পাঠানো হলো ৩০...
এফএনএসহাতে হাতকড়া, পায়ে শেকল বেঁধে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। গত বৃহস্প...

জাতীয় নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ পাবে বিশেষ প্রশিক্ষণ
এফএনএসআগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে...

হাজার হাজার কোটি টাকা খরচেও বাড়েনি দেশের গ্যাসের মজুদ
এফএনএস হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও দেশে প্রত্যাশা অনুযায়ী গ্যাসের মজুদ বাড়েনি। বরং গ্যাস...

যারা এখন পাকিস্তানের স্লোগান দিচ্ছে তারা ’৭১-এ রাজাকার ছিলো...
সোহেল রানালিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান...

ভনেজেুয়লোয় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, দাবি...
অনলাইন ডস্কেযুক্তরাষ্ট্ররে প্রসেডিন্টে ডোনাল্ড ট্রাম্প ভনেজেুয়লোর ভতেরে সক্রয়ি মাদক চক্রগুলোকে...
