প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jun 2025, 1:02 AM
রংহীন, ধোঁয়াটে চিত্রের পাতায় কর্মসংস্থানের গল্প
মোঃ মাসুদ রানা, কুমিল্লা
এক সময় যেসব এক্স-রে ফিল্ম ফেলে দেওয়া হতো ডাস্টবিনে, সেগুলোকেই এখন নতুন জীবন দিচ্ছে দেবিদ্বার উপজেলার প্রত্যন্ত এক গ্রামের মানুষ। কেউ ভাবেননি এই রংহীন, ধোঁয়াটে চিত্রের পাতায় লেখা থাকতে পারে কর্মসংস্থানের গল্প।
ভৈষেরকোট গ্রামের দক্ষিণ পাড়ার পুকুরপাড়ে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট ভবন। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ কোনো ঘর। কিন্তু ভেতরে পা দিলেই দেখা মেলে এক ব্যতিক্রমী দুনিয়ার। যেখানে প্রতিদিন ঘষা হয় পুরোনো এক্স-রে ফিল্ম, ধুয়ে মুছে তৈরি করা হয় নতুন পণ্য। প্রতিদিন সেখানে কাজ করেন স্থানীয় ২০-২২ জন শ্রমিক। তারা গড়ে তুলেছেন এমন এক উদ্যোগ, যেটি শুধু কাজ নয়, দিয়েছে আত্মমর্যাদা, দিয়েছে স্বপ্নের খোরাক।
এই স্বপ্নের বীজ বপন করেছিলেন ভৈষেরকোট গ্রামের সন্তান আবুল হোসেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিত্যক্ত এক্স-রে ফিল্ম সংগ্রহ করেন তিনি। সেগুলো পানিতে ভিজিয়ে ঘষে প্রিন্ট তুলে ফেলেন, ধুয়ে মুছে বানিয়ে ফেলেন একদম নতুনের মতো। তারপর রোদে শুকিয়ে বিক্রি করেন ঢাকার একটি কারখানায়। সেখানে ফিল্মগুলো কেটে তৈরি হয় গার্মেন্টস অ্যাকসেসরিজ, যেমন কলারের স্টিফনার, প্যাকেজিং মেটেরিয়াল।
শুরুতে আবুল হোসেনের এই কাজ নিয়ে উপহাস করতেন অনেকে। কেউ কেউ বলতেন, ফিল্ম ঘষে কেউ জীবিকা গড়তে পারে নাকি! কিন্তু তিনি দমে যাননি। পাশে পেয়েছেন ভাইয়ের ছেলে মনিরুল ইসলামকে, পেশায় শিক্ষানবিশ আইনজীবী। তাদের এই ক্ষুদ্র উদ্যোগ এখন রূপ নিয়েছে দুটি কারখানায় একটি গ্রামে, অন্যটি ঢাকায়। কাজ পেয়েছেন প্রায় ৫০ জন নারী-পুরুষ।
মনিরুল বলেন, পরিত্যক্ত ফিল্ম ঘষেও যে আয় করা যায়, শুরুতে কেউ বিশ্বাস করত না। কিš' এখন দেখুন, একজন শ্রমিক প্রতিদিন ৮০০-৯০০ টাকা পর্যন্ত আয় করছেন, আর আমরা রপ্তানি উপযোগী পণ্য তৈরি করছি।
উদ্যোগ সম্প্রসারণে কুমিল্লা বিসিক অফিসে যোগাযোগ করেছেন মনিরুল ইসলাম। প্রতিষ্ঠানটির ডিজিএম মুনতাসীর মামুন বলেন, ‘এটি ব্যতিক্রমধর্মী ও সম্ভাবনাময় একটি প্রকল্প। আমরা তাদের প্রশিক্ষণ, পরামর্শ ও স্বল্প সুদে ঋণের মাধ্যমে সহযোগিতা করব।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভূমিকম্প: উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালের বিভিন্ন এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ করেছে ঢাকা বি...
ধর্মীয় নৈতিকতা ও মূল্যবোধ ছাড়া রাষ্ট্র সমাজ টিকে থাকতে পারে...
ধর্মীয় নৈতিকতা ও মূল্যবোধ ছাড়া রাষ্ট্র ও সমাজ টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড...
কুমিল্লায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফাহমিদা আজিম কাকলি নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। রবিবার ভোর স...
হাজী ইয়াছিনের পক্ষে বিএনপি’র রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্...
নিজস্ব প্রতিবেদককান্দিরপাড় থেকে টমছম ব্রিজ সড়কে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকতের কর্মসূচি বিএনপি...
সারা দেশের মানুষ পরিবর্তনের পক্ষে মাঠে নেমে এসেছে -ড. সরও...
আবুল কালাম আজাদকুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কুম...
অশ্লীল ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হ...
আয়েশা আক্তারটিকটকের ফাঁদে সর্বনাশ! অনলাইনে বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের ব্যক্তিগত তথ্য সংগ্...