প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Sep 2025, 9:31 AM
কুবি উপাচার্য ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির অভিযোগ
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের বিরুদ্ধে কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) তদন্তপূর্বক মতামত প্রদানের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে গত ১৭ আগস্ট এ নির্দেশনা প্রদান করা হয়।
এর আগে গত ৭ জুলাই কর্মচারী নিয়োগে আবেদনকারী কয়েকজন শিক্ষা মন্ত্রণালয় বরাবর ছয় জনের নাম যুক্ত এক চিঠিতে 'উপাচার্য ও কোষাধ্যক্ষ কর্তৃক কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ' তুলে এবং প্রতিরোধে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণের আবেদন জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, 'অনেক প্রার্থী যথাসময়ে কার্ড পায়নি, শুধুমাত্র পছন্দের প্রার্থীদের ফোন করে আনা হয়েছে', 'লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি; কতজন নির্বাচিত হয়েছে তাও জানানো হয়নি', 'পছন্দের প্রার্থীদের ভালো কম্পিউটার, অন্যদের ত্রুটিপূর্ণ সরবরাহ; ইন্টারনেট না থাকলেও মেইল করতে বলা', 'ফলাফল গোপন রেখে পূর্বনির্ধারিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয় বন্ধের দিনে ডেকে সাক্ষাৎকার নেওয়া', 'উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর ও অন্যান্য কর্মকর্তাদের আত্মীয়স্বজনকে নিয়োগ দেওয়া', 'বিভিন্ন পদে নিয়োগের জন্য ৮-১০ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া', 'আইন লঙ্ঘন করে উপাচার্য ও কোষাধ্যক্ষ মিলিতভাবে ৩-৪ কোটি টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ প্রদান', 'ভর্তি ফান্ডসহ বিভিন্ন বরাদ্দের টাকা ভাগাভাগি করে আত্মসাৎ করা', 'সিন্ডিকেট সভার তারিখ ও সময় এমনভাবে নির্ধারণ করা হয় যাতে শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধি সদস্যরা অংশগ্রহণ করতে না পারেন, ফলে প্রশ্নবিদ্ধ নিয়োগ প্রক্রিয়া বাধাহীনভাবে সম্পন্ন করা' সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয় এই চিঠিতে।
এ ব্যাপারে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'এই চিঠিটি আমাদেরকে অবগত করা হয়েছে। ইউজিসি'র চেয়ারম্যান মহোদয় এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।'
অভিযোগের বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মানের সাথে কথা বলতে দপ্তরে যোগাযোগ করে পাওয়া যায়নি। এমনকি মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী এই ধরনের চিঠি এখনো পাননি বলে প্রতিবেদককে জানিয়েছেন।
তিনি বলেন, 'চিঠিটি এখনো পাইনি আমি। আজকেই খোঁজ নিব। খোঁজ নিয়ে জবাব পাঠাব।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)'র সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, 'আমরা তাদের কাছে তথ্য চেয়ে চিঠিটা পাঠিয়েছি। এখনো জবাব আসেনি। সাত কর্মদিবসের মধ্যে জবাব দিবে তারা।'
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান মন...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণসকল ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বি...
শোকে স্তব্ধ চৌদ্দগ্রামের দুই গ্রামের মানুষ কক্সবাজারে সড়ক দ...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহ...
ঘুষ-তদবির ছাড়া কুমিল্লা জেলা প্রশাসনের ৫৭ কর্মচারী বদলি
মাহফুজ নান্টুঘুষ ও তদবিরমুক্ত প্রক্রিয়ায় কুমিল্লা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির ৫৭ জন কর্মচারীর বদলি...
হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় রোজা গণ-ইফতার ও দোয়া
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির মনোনয়ন দাবি ঘিরে টানা চার দিন ধরে নজিরবিহীন কর্মসূচি প...
শিক্ষার শুদ্ধতায় দাউদকান্দির ইউএনও নাছরীন আক্তারের সাহসী প...
আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দি উপজেলা যেন নতুন করে জেগে উঠছে এক প্রাণবন্ত কর্মযজ্ঞে। সদ্য যোগ দেওয়...
নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন ও কুমিল্লা বিভাগ দাবিতে...
সাইফুল ইসলামকুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সকল ছাত্র জনতার ব্যানারে নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন স্থ...