প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Sep 2025, 9:42 AM
ব্রাহ্মণপাড়ায় ফের ছড়াচ্ছে স্ক্যাবিস শিশু থেকে বৃদ্ধ সবাই ঝুঁকিতে
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফের বৃদ্ধি পাচ্ছে অত্যন্ত সংক্রামক ও ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিসের সংক্রমণ। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষ আক্রান্ত হচ্ছেন এ রোগে। কয়েক মাস আগে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি আবারও রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং স্থানীয় বিভিন্ন চিকিৎসা কেন্দ্র ঘুরে চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
গত বছরের ভয়াবহ বন্যার পর ব্রাহ্মণপাড়ায় স্ক্যাবিসের প্রাদুর্ভাব দেখা দেয়। শুরুতে এটি নীরব মহামারিতে রূপ নেয়। পরে চিকিৎসা ও সচেতনতামূলক কার্যক্রমে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু পারিবারিক ও সামাজিক সচেতনতার ঘাটতির কারণে আবারও সংক্রমণ দ্রুত বাড়ছে।
চিকিৎসকরা জানান, স্ক্যাবিস সারকোপ্টেস স্ক্যাবেই নামের এক ধরনের অণুবীক্ষণিক পরজীবি মাইট দ্বারা সৃষ্ট। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা, পোশাক, গামছা, তোয়ালে কিংবা ব্যবহৃত বিছানাপত্রের মাধ্যমে এটি সহজেই ছড়িয়ে পড়ে। একবার পরিবারের একজন আক্রান্ত হলে সচেতনতার অভাবে অন্য সদস্যদের মাঝেও দ্রুত ছড়িয়ে পড়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা চার বছরের শিশু নুসাইবার হাতে ও পায়ে ছোট ছোট পুঁজযুক্ত গোটা দেখা গেছে। তার মা আইরিন আক্তার বলেন, গোটাগুলোতে তীব্র চুলকানি ও ব্যথা হয়। এর আগেও এ সমস্যা হয়েছিল, পরে ভালো হয়েছিল। এক সপ্তাহ আগে আবার শুরু হয়েছে।
নাল্লা এলাকা থেকে চিকিৎসা নিতে আসা দেড় বছর বয়সী শিশু মুনতাহার শরীরেও র্যাশ দেখা দিয়েছে। তার মা জেসমিন আক্তার বলেন, গত বছর আমাদের পুরো পরিবার এ রোগে আক্রান্ত হয়েছিল। অনেকদিন ভালো ছিলাম। এখন আবার শুরু হয়েছে।
চিকিৎসকদের মতে, স্ক্যাবিস প্রতিরোধে শুধু ওষুধ নয়, সচেতন জীবনযাপনই জরুরি। আক্রান্ত রোগীকে আলাদা রাখা, ব্যবহৃত পোশাক ও বিছানাপত্র সঠিকভাবে পরিষ্কার করা এবং পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি ছাড়া এ রোগ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অরূপ সিংহ বলেন, স্ক্যাবিস আক্রান্ত রোগীদের পারমেথ্রিন লোশন ও ক্রিম দেওয়া হচ্ছে। তীব্র চুলকানি কমাতে দেওয়া হচ্ছে অ্যান্টিহিস্টামিন। পাশাপাশি রোগীকে আলাদা রাখার এবং ব্যবহৃত পোশাক ও বিছানাপত্র ফুটন্ত পানিতে ধুয়ে রোদে শুকানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, স্ক্যাবিস একটি গুরুতর সংক্রামক চর্মরোগ। দীর্ঘদিন চিকিৎসা না নিলে কিডনির জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। তাই এ রোগ নিয়ে অবহেলা করার সুযোগ নেই। চিকিৎসার পাশাপাশি সচেতনতাই এখানে মূল প্রতিরোধ ব্যবস্থা।
তিনি আরও জানান, রোগীদের চিকিৎসার পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে, যাতে এ রোগ মহামারির রূপ না নেয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান মন...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণসকল ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বি...
শোকে স্তব্ধ চৌদ্দগ্রামের দুই গ্রামের মানুষ কক্সবাজারে সড়ক দ...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহ...
ঘুষ-তদবির ছাড়া কুমিল্লা জেলা প্রশাসনের ৫৭ কর্মচারী বদলি
মাহফুজ নান্টুঘুষ ও তদবিরমুক্ত প্রক্রিয়ায় কুমিল্লা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির ৫৭ জন কর্মচারীর বদলি...
হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় রোজা গণ-ইফতার ও দোয়া
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির মনোনয়ন দাবি ঘিরে টানা চার দিন ধরে নজিরবিহীন কর্মসূচি প...
শিক্ষার শুদ্ধতায় দাউদকান্দির ইউএনও নাছরীন আক্তারের সাহসী প...
আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দি উপজেলা যেন নতুন করে জেগে উঠছে এক প্রাণবন্ত কর্মযজ্ঞে। সদ্য যোগ দেওয়...
নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন ও কুমিল্লা বিভাগ দাবিতে...
সাইফুল ইসলামকুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সকল ছাত্র জনতার ব্যানারে নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন স্থ...