
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Sep 2025, 11:52 AM

তিতাসে অরক্ষিত জেলা পরিষদের ডাকবাংলো : নেই আবাসন ব্যবস্থা

নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে অরক্ষিত অবস্থায় পড়ে আছে জেলা পরিষদের ডাকবাংলো। প্রয়োজনীয়
আবসবাবপত্র না থাকায় সেখানে কোন অতিথি থাকা যেমন-তেমন কেয়ার টেকার
নিজেই থাকেন না। ফলে সন্ধ্যার পর এটি স্থানীয় বখাটেদের মাদকের আস্তানায় পরিণত হয়
বলে অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০৪ সালে তিতাস উপজেলার প্রতিষ্ঠার পর বিভিন্ন
কর্মকর্তা ও কর্মচারীদের থাকার বিষয়টি বিবেচনায় জেলা পরিষদের আওতায় উপজেলার
গাজীপুর এলাকায় দুইতলা ভবনের ডাকবাংলোটি নির্মাণ করা হয়। প্রথম দিকে সরকারি
কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এতে রাত্রি যাপন করলেও, পরবর্তীতে
উপজেলা পরিষদে আবাসিক ভবন ও থানা ভবন নির্মাণ হলে এতে আর কেউ থাকতেন না।
মাঝে মাঝে অডিটে আসা লোকজন কিংবা কোন সরকারি দপ্তরের বিশেষ কাজে আসা
ব্যক্তিরা রাত্রি যাপন করতে তার দ্বারস্ত হতেন। ২০১৯ সালের শেষের দিকে জেলা প্রশাসকের দপ্তর
থেকে দায়িত্বপ্রাপ্ত মো. নুরে আলম কেয়ার টেকার হিসেবে এটির রক্ষণাবেক্ষণে ছিলেন।
এক পর্যায়ে ডাক বাংলোর কিছু আসবাবপত্র চুরি হওয়ায় ২০২০ সালের প্রথম দিকে
নুরে আলম থানায় একটি সাধারণ ডায়েরী করেন। করোনাকালীন সময়ে সরকারী
কর্মকান্ডে স্থবিরতা বিরাজ করায় এতে আর কেউ থাকত না। এ সুযোগে
ডাকবাংলোটি একটি ভূতরে বাড়িতে পরিণত হয়। তখন ভবনটি থেকে ছোট ছোট
সোফা, চেয়ার, টেবিল, খাট, বৈদ্যুতিক বাল্ব, ফ্যান, টয়লেটে দামি কমেট, বেসিং,
পানি সরবরাহের পাইপ-কল, থাইসহ গ্রিলগুলো খুলে নিয়ে যায়। জেলা পরিষদের নির্বাচনের
পর তিতাসে সদস্য নির্বাচিত হওয়ায় ২০২৩ সালে এটি প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে
সংস্কার করা হয়। তবে ২০২৪ সালে প্রবল বৃষ্টিপাতের কারণে ডাকবাংলোর সামনের
দেয়ালটি ধসে পড়ে। পরে সেটিতে বাঁশের বেড়া দিয়ে রাখা হয়। এবছরের প্রথম দিকে
সেই বাঁশের বেড়াটিও উধাও হয়ে যায়।
ডাকবাংলোর আশেপাশের একাধিক বাসিন্দা জানান, গত কয়েকদিন ধরে একজন লোক
প্রায় এখানে আসেন। এর আগে এখানে কেউ আসতো না। থাকতো না। তাদের
অভিযোগ, প্রায় সন্ধ্যায় এখানে বখাটের আড্ডা হয় এবং তারা মূলত মাদক সেবন করতে
আসে।
তিতাসের ডাকবাংলোর দায়িত্বে থাকা কেয়ার টেকার মো. ইকবাল হোসেন জানান,
আমি দুই সপ্তাহ হয় দায়িত্ব নিয়েছি। রান্নার ব্যবস্থা নেই। চারটি রুমের মধ্যে
চারটি চকি থাকলেও তিনটিতে একটি করে লেপ আছে। কোন আসবাবপত্র নেই। এখানে
তেমন কেউ থাকে না, তবে গতরাতে সেনাবাহিনীর লোকজন এসেছিল। জানিয়ে গেছে
তারা এখানে উঠতে পারেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

মুরাদনগর বাজারে আবারও চুরি, আতঙ্কিত ব্যবসায়ীরা
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর দুই দিনে চার দোকানে চুরির রেশ কাটতে না কাটতেই তৃতীয় দিনের মাথায়...

কুমিল্লায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের সংস্কার কারা কর্তৃপক্ষ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় জলাবদ্ধতা দূরীকরণে সিটি কর্পোরেশনের ড্রেনেরসংস্কার কা...

পত্রিকায় দুর্নীতির সংবাদ প্রকাশের পর হোমনার টিও-এটিও বদলি!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা উপজেলা শিক্ষা অফিসের দুর্নীতি নিয়ে দৈনিক যুগান্তর,দৈনিক রু...

দেবীদ্বার: ৩৬ দরিদ্র অসহায় পরিবার পেল ৩৬ টি ছাগল
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লার দেবীদ্বারে ৩৬ অসহায় ও দরিদ্র পরিবার পেল ৩৬ টি ছাগল।&nb...

তিতাস প্রতিষ্ঠার ২১ বছর পর নির্মাণ হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিন...
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাস উপজেলা প্রতিষ্ঠার ২১ বছর পর নির্মাণ হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনা...

ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে ৬০ বোতল স্কাফ সিরাপসহ যুবক আটক
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল মাদকদ্রব্য স্কাফ সিরাপসহ এক...
