
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jun 2025, 12:15 AM

ডাকাতি রোধে ঝোপঝাড় পরিষ্কার

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আযহার আনন্দ ভাগাভাগি করতে সরকারি-বেসরকারি চাকরিজীবিসহ সব শ্রেণির মানুষ নাড়ির টানে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। টানা দশ দিনের ছুটিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশাপাশি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও তেমন যানজট দেখা যায়নি। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক এবং কুমিল্লা-চাঁদপুর সড়কে যানজট নিরসনের পাশাপাশি ছিনতাই ও ডাকাতিরোধে কাজ করছে লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। ছিনতাই ও ডাকাতিরোধে আঞ্চলিক এই মহাসড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করেছে হাইওয়ে পুলিশ। ডাকাতিরোধে এই মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থান শিকারপুর, শ্রীনিবাস ও জেলখানা বাড়ি এলাকায় সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে বলে জানান লাকসাম ক্রসিং হাইওয়ে থানা ওসি মোঃ আদেল আকবর।
ইতিমধ্যে আঞ্চলিক এই মহাসড়কে যাত্রীবাহী গাড়ির এবং পশুবাহী ট্রাকের চাপ বেশ বেড়েছে। হাইওয়ে পুলিশ ও অন্যান্য বাহিনীর সমন্বিত তৎপরতার কারণে কোথাও খুব একটা যানজট সৃষ্টি হয়নি।
যানবাহনের শৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের ভোগান্তি কমাতে মহাসড়কের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদসহ নানা ব্যবস্থা নিয়েছে হাইওয়ে পুলিশ। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি করাসহ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। ছিনতাই ও ডাকাতিরোধে রাতে টহল বৃদ্ধি করা হয়েছে।
কুমিল্লা-নোয়াখালী গামী উপকূল পরিবহনের হোসেন মিয়া বলেন, পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় কোন প্রকার যানজট ছাড়াই কুমিল্লা থেকে পরিবহন গুলো যাত্রী নিয়ে গন্তব্যে পৌছছে। নোয়াখালী রুটে যাত্রীবাহী পরিবহনগুলো নির্বিঘ্নে চলাচল করছে।
এবার কোথাও কোনো ধরনের বড় যানজট নেই। ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের মনে স্বস্তি ফিরেছে।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মোঃ আদেল আকবর বলেন, হাইওয়ে পুলিশ চীফ স্যার ও কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি খাইরুল আলম স্যারসহ আমাদের সিনিয়র স্যারদের কঠোর তদারকি ও নির্দেশনায় লাকসাম ক্রসিং হাইওয়ে থানার প্রত্যেক সদস্য যানজটসহ ডাকাতি, ছিনতাই প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও ছিনতাই ও ডাকাতিরোধে আঞ্চলিক এই মহাসড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়। ডাকাতিরোধে এই মহাসড়কের শিকারপুর, শ্রীনিবাস ও জেলখানা বাড়ি এলাকায় সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার পদে দায়িত্বরত এডিশনাল ডিআইজি খাইরুল আলম বলেন, পবিত্র ঈদ উল আজহা শান্তিপূর্ণ এবং নিরাপদে উদযাপনের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে, পাশাপাশি রাত্রিকালীন টহল বৃদ্ধি করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

গাজাগামী ফ্লোটিলা থেকে ৩৬ জন নাগরিকের দেশে ফেরার কথা রয়েছে :...
এফএনএস বিদেশ তুরস্ক জানিয়েছে, গতকাল শনিবার বিকেলে গাজাগামী&...
সেপ্টেম্বরে সড়কে ৪১৭ প্রাণহানি
সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন মানুষ নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৮২...
অক্টোবরে ঘূর্ণিঝড়, বন্যার আভাস
দেশে অক্টোবর মাসে সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় ও স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহ...

বুড়িচং উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলা...
কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক...

বিএনপি ক্ষমতায় আসলে রাস্ট্র ও জনগণের উন্নয়নে কাজ করবে-মো.আ...
আবুল কালাম আজাদআগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে।এ নির্বাচনে আমাদের সকলক...

বুড়িচংয়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী নৃশংস গণহত্যা ও বর্বরোচি...
কাজী খোরশেদ আলমফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বুড়িচংয়ে ব...
