প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jun 2025, 1:05 AM
মুরাদনগরে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
সুমন সরকার, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগরে গ্রাম পুলিশের দফাদার ও তার ছেলে কর্তৃক এলাকাবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজনগর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজনগর গ্রামের বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশগ্রহন করেন। এলাকাবাসী জানায়, অভিযুক্ত গ্রাম পুলিশ সাহেব আলী কামাল্লা ইউনিয়ন পরিষদে দফাদার হিসেবে কর্মরত আছেন সে গ্রাম পুলিশের প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন বির্তকিত কর্মকান্ড করে আসছেন। তাছাড়া ছেলে মো: মামুন এলাকার লোকজন ও এনজিও’র মাধ্যমে লোন ঋণ নিয়ে তা পরিশোধ করছেন না। এলাকাবাসীকে মামুনকে ঋণ পরিশোধে বিষয়ে কিছু বললেই করছেন নানাভাবে হয়রানি এবং এলাকাবাসীর বিরুদ্ধে দিচ্ছেন থানায় একের পর এক অভিযোগ। এ নিয়ে দফাদার সাহেব আলী ও তার ছেলের বিরুদ্ধে রাজনগর গ্রামবাসীর একাধিক স্বাক্ষরিত লিখিত অভিযোগ কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসারের নিকট দায়ের করা হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, অভিযুক্ত মামুনের শাশুড়ি সেলিনা বেগম, কামাল্লা ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ডেও ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান, সাবেক ইউপি সদস্য নূর-মোহাম্মদ, ব্যবসায়ী মোহাম্মদ রোকন উদ্দিন রুকন, মোঃ সাদেক মিয়া, বিল্লাল চৌধুরী, মোহাম্মদ লিটন সরকার, মোহাম্মদ বাবলু, জালাল মিয়া, মোসলেম, শিপন খান, দ্বীন ইসলাম খান, মামুন মিয়া প্রমুখ,
মাববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি দফাদার সাহেব আলীর ছেলে মামুন মিয়া তার স্ত্রী সাথে ঝগড়া করে স্ত্রীকে তালাক প্রদান করে। এলাকাবাসী তালাকের বিষয়টি জানতে পেরে বিষয়টি সুরাহা সহ এলাকার মানুষদের কাছ থেকে মামুন মিয়ার ঋণ নেওয়া টাকা পরিশোধের বিষয়ে শালিশে বসতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে মামুন মিয়া তার স্ত্রীকে পুনরায় আবার তার সংসারে ফেরত নিয়ে যায়। পরে এলাকাবাসীর বিরুদ্ধে একের পর এক মোট ৪টি লিখিত অভিযোগ দায়ের করেন থানায়। গ্রাম পুলিশের দফাদার সাহেব আরী তার প্রভাব খাটি এলাকায় বিতর্কিত কর্মকান্ড করে আসছেন। এবং তাল ছেলে মামুন বাবার প্রভাবের কারনে এলাকাবাসীকে হয়রানি করছেন।
এ বিষয়ে মামুনের শাশুড়ি সেলিনা বেগম বলেন, মামুনের কাছে মেয়ে বিয়ে দেওয়ার পর থেকেই যৌতুকের জন্য মেয়েকে নির্যাতন করত। পরে আমি দুটি এনজিও’র কাছ থেকে ৬ লাখ টাকা লোন নিয়ে মামুনকে দেই। সে ওই এনজিও’র টাকা পরিশোধ করেনি। এ নিয়ে আমার পরিবার এখন বেশ বিপাকে আছে। কিছুদিন আগে আমার মেয়ের সাথে ঝগড়া করে মেয়েকে তালাক দিয়ে সমাজের লোকজনকে জানায়। এর কিছুদিন পর আবার মামুন তার এলাকার কয়েকজন লোক নিয়ে আমার মেয়েকে তার সংসারে নিয়ে যায়। এখন আবার মেয়েকে নির্যাতন করছে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য। এ নিয়ে গ্রামবাসী প্রতিবাদ করায় মামুন তাদেরকে হয়রানি করছেন।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ফুল মিয়া, মোহাম্মদ আল-আমিন, মালেক মিয়া, মমিন খান, আবু হানিফ সওদাগর, তাজুল ইসলাম, ওমর মিয়া, অরুন মিয়া, মোমেন মিয়া প্রমুখ।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান বলেন, এ বিষয়ে গ্রামবাসীর পক্ষ থেকে দফাদারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা করা হলে জনগণই রুখে দাঁড়াবে-দ্বী...
নিজস্ব প্রতিবেদকভোটাধিকার বঞ্চিতরা কেন্দ্র পাহারা দেবে দখলের অপচেষ্টা করা হলে জনগণই রুখে দাঁড়াবে,এ ভ...
মনোনয়ন বাতিল চেয়ে মঞ্জু মুন্সী ও হাসনাতের পাল্টাপাল্টি আপি...
মোঃ আক্তার হোসেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত-এনসিপি জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্...
ফুটপাত দখল মুক্ত করতে নাঙ্গলকোট বাজারে প্রশাসনের উচ্ছেদ অভ...
মাঈন উদ্দিন দুলালকুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরের যানজট নিরশনে নাঙ্গলকোট বাজারের ফুটপাতের দোকানপাট উ...
কুবিতে বিজ্ঞানের বহুমুখী গবেষণা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্...
সংবাদ বিজ্ঞপ্তিকুবিতে বিজ্ঞানের বহুমুখী গবেষণা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
এতিম শিক্ষার্থীদের কম্বল বিতরণ করল বুড়িচং প্রেসক্লাব
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে ধারাবাহিক মানবিক কর্মসূচির অংশ হিসেবে বাকশীমূল...
ব্রাহ্মণপাড়ায় শীত ও কুয়াশায় ক্ষতির মুখে বোরো বীজতলা, উদ্বে...
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াটানা তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভ...