প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Nov 2025, 12:30 AM
ঝুঁকিপূর্ণ ভবনে কমিউনিটি ক্লিনিকের সেবা
মাসুদ রানা, কুমিল্লা
গ্রামের মানুষের সেবা নেওয়ার একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিক! শিশু থেকে বৃদ্ধ সকলে জ্বর, সর্দি,কাশি, চুলকানির মতো অসুখ দেখা দিলেই ফ্রি চিকিৎসা, পরামর্শ এবং ফ্রিতে ঔষধ নিতে সকলে ছুটে আসেন কমিউনিটি ক্লিনিকে। প্রচলতি গ্রামীণ কথা- সরকারি ঔষধ গুলো এক নম্বর। আর তাই বাস্তব জীবনেও বহু পরিবারের ছোট খাটো অসুস্থতার কারনে এই ক্লিনিক গুলো থেকে ঔষধ নিয়ে থাকেন।
কুমিল্লার লালমাই উপজেলায় ২১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে প্রতিটি ক্লিনিকে সেবা প্রদান করা হয়। গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সেবা পেতে ছুটে যান বহু মানুষ। কাঙ্খিত সেবা পেয়ে খুশিও তারা। কিন্তু বাকই উত্তর ইউনিয়নের অন্তর্গত ভাবকপাড়া কমিউনিটি ক্লিনিকের ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। পরিত্যক্ত ভবন। বৃষ্টির দিনে ক্লিনিকের বিতরে বৃষ্টির পানি প্রবেশ করে। ক্লিনিকের বহু স্থানে দেখা দিয়েছে ফাটল। যে কোন সময়ে ধ্বসেও পড়তে পারে। এমন অবস্থায়ও জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন ক্লিনিকের দায়িত্বে থাকা বকুল আক্তার।
একই রকম অবস্থা প্রেমনল, কনকশ্রী ও চান্দপুর কমিউনিটি ক্লিনিকগুলোর। পাশাপাশি আরো ৯টি ক্লিনিকের অবস্থাও জরাজীর্ণ। ভাবকপাড়া কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা বৃদ্ধা আন্জুমা খাতুন স্বামীকে হারিয়ছেন ১৭ বছর আগে। দুই ছেলে নিয়ে টানাপোড়নের সংসারে দু'বেলা ভাত খেয়ে কাটিয়ে দিচ্ছেন। শরীরে অসুস্থতা বোদ হলেই চলে আসেন ক্লিনিকে যদিও বৃদ্ধা নিজেই বলেন এখানে হাসপাতাল থাকায় প্রাণে বেঁচে রয়েছেন। কিন্তু গরীবের হাসপাতাল হওয়াতে নাকি নতুন বিল্ডিং হয়না। তিনিও দাবি করে ক্লিনিকের জন্য নতুন একটি ছোট ঘর চেয়েছেন।
ছোট্ট শিশু মীরাজ ৪র্থ শ্রেণীতে পড়ে সে বলে উঠলো আচ্ছা আংকেল এই হাসপাতালের নাম কি? আর হাসপাতাল হলেতো সামনে নাম লেখা থাকে এখানে নেই কেন? জরাজীর্ণ ক্লিনিকের নামের স্থানটিও ঝরে পরে যাওয়াতে উত্তর মিল্লো না। ছোট্ট শিশুর মনে। ক্লিনিকের দায়িত্বে থাকা (সিএইচসিপি) বকুল আক্তার বলেন, ক্লিনিকটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। যে কোন সময় দূর্ঘটনাও ঘটে যেতে পারে। এখানে প্রতিদিন মানুষের সেবায় কাজ করে যাচ্ছি।
এই বিষয়ে লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ এনামুল হক বলেন, লালমাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ২১ টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক সেবা প্রদান করে আসছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। কিন্তু বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকে বহু আগে নির্মীত যার মধ্যে ৪ টি খুবই ঝুঁকিপূর্ণ ও ৯ টি মাঝারি ঝুঁকিপূর্ণ কমিউনিটি ক্লিনিকে ঝুঁকিপূর্ণ অবস্থায় সেবা প্রদান করছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (ঈঐঈচ) গণ। ইতমিধ্যে (ঐঊউ) হেলথ ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টকে এই ব্যাপারে অবগত করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
যারা ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু-মনিরুল...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্র...
কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে স...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের এন.আর.ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে মানবিক কুম...
হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে নগরীতে তৃণমূলের অবস্থান কর্মসূ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ সদর আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়ন...
কুমিল্লায় আওয়ামী লীগের ৪৫ জন গ্রেফতার
মাহফুজ নান্টু কুমিল্লায় জননিরাপত্তা বিঘ্ন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযো...
চান্দিনার ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে রাস্তা
সোহেল রানা, চান্দিনাকুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের শালীখা গ্রামে অবৈধভাবে পুকুরে ড্রেজ...
দেবিদ্বারে চিকিৎসা নিতে যাওয়ার পথেই পুলিশ সদস্যের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে হার্ট অ্যাটাকে আলী আশরাফ (৪৪) নামের একজন পুলিশ সদস্য...