প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Nov 2025, 12:03 AM
দল আমাকে সম্মান দিয়েছে, জীবন দিয়ে হলেও দলের সম্মান রক্ষা করবো
বিশেষ প্রতিনিধি
দল আমাকে কুমিল্লা-৬ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে যে সম্মান দিয়েছে, আমি জীবন দিয়ে হলেও দলের সম্মান রক্ষা করবো। মঙ্গলবার বিকেলে গণ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এ মন্তব্য করেন। তিনি বলেন, তারেক রহমানের হাতে এ দেশ কখনো পথ হারাবে না। ১৯৭১ এ মুক্তিযুদ্ধে দেশের দূর্দিনে জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল, এখনো দেশের ক্রান্তিলগ্নে তারেক রহমানের আবির্ভাব হয়েছে। আমি কোন গ্রুপ বুঝি না, আমি বুঝি ধানের শীষের কর্মী, জিয়াউর রহমানের সৈনিক। আমি এই কুমিল্লা মহানগরকে নিয়ে যে ভাবনা, আপনাদেরকে নিয়ে যে চিন্তা সেটি আমি আগামী বৃহস্পতিবার টাউনহল মাঠে প্রকাশ করব।
গণমিছিলে শহরের বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা র্পূবালী চত্বরে জড়ো হয়। নগরীর ঈদগাহ মোড় থেকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে, সালাউদ্দিন মোড় থেকে মহানগর সভাপতি উৎবাতুল বারী আবুর ও জেলার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বে, টমছমব্রীজ এলাকা থেকে মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী পূবালী চত্বরে মিছিল নিয়ে আসে। মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী। বক্তব্যে তিনি গণমিছিলের কারনে নগরজুড়ে যানজটের ফলে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন।
প্রচারণায় দেখা যায়, জেলা ও মহানগর বিএনপির নেতাদের ব্যানারে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে টকছমব্রীজের কাছে এসে একত্রিত হয়। সেখান থেকে মিছিল টি সালাহউদ্দিন মোড়, কান্দিরপাড়, রাজগঞ্জ বাজার ও চকবাজার সড়ক প্রদক্ষিন করে পূনরায় কান্দিরপাড়ে এসে শেষ হয়।
গণ মিছিলে যোগ দেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবায়লতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোঃ হানিফ, সদস্য সচিব সোহেল মজুমদার সহ মহানগর, দক্ষিণ জেলা ও দক্ষিণ জেলার নেতাকর্মীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা করা হলে জনগণই রুখে দাঁড়াবে-দ্বী...
নিজস্ব প্রতিবেদকভোটাধিকার বঞ্চিতরা কেন্দ্র পাহারা দেবে দখলের অপচেষ্টা করা হলে জনগণই রুখে দাঁড়াবে,এ ভ...
মনোনয়ন বাতিল চেয়ে মঞ্জু মুন্সী ও হাসনাতের পাল্টাপাল্টি আপি...
মোঃ আক্তার হোসেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত-এনসিপি জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্...
ফুটপাত দখল মুক্ত করতে নাঙ্গলকোট বাজারে প্রশাসনের উচ্ছেদ অভ...
মাঈন উদ্দিন দুলালকুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরের যানজট নিরশনে নাঙ্গলকোট বাজারের ফুটপাতের দোকানপাট উ...
কুবিতে বিজ্ঞানের বহুমুখী গবেষণা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্...
সংবাদ বিজ্ঞপ্তিকুবিতে বিজ্ঞানের বহুমুখী গবেষণা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
এতিম শিক্ষার্থীদের কম্বল বিতরণ করল বুড়িচং প্রেসক্লাব
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে ধারাবাহিক মানবিক কর্মসূচির অংশ হিসেবে বাকশীমূল...
ব্রাহ্মণপাড়ায় শীত ও কুয়াশায় ক্ষতির মুখে বোরো বীজতলা, উদ্বে...
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াটানা তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভ...