প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Nov 2025, 10:45 AM
চৌদ্দগ্রামে কিশোর বাইকারদের দুরন্তপনায় একের পর এক দুর্ঘটনা দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু
এমরান হোসেন বাপ্পি
চৌদ্দগ্রামের সড়কগুলো এখন উঠতি বয়সী কিশোরদের মোটর সাইকেলের দখলে রয়েছে। আর এই দখলদারিত্ব ধরে রাখতে ঘটানো হচ্ছে একের পর এক দুর্ঘটনা। কিশোর বাইকারদের দুরন্তপনায় সড়ক-মহাসড়ক এখন ভয়ংকর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে অসংখ্য কিশোর, তরুন ও যুবকরা। বর্তমানে কিশোর ও যুবকদের কাছে বিভিন্ন ব্রান্ডের মোটর সাইকেল বেশ লোভনীয় যান। উঠতি বয়সের কিশোর ও যুবকরাই মোটর সাইকেল দূর্ঘটনায় মারা যাচ্ছে বেশী। বাইকে চড়ে নিয়ন্ত্রণহীন বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে এসব কিশোর তরুণ ও যুবকরা। তাদের মোটর সাইকেলের গতি থাকে সর্বোচ্চ। গতি দেখে ভয় পাচ্ছেন সাধারণ পথচারীরা। সর্বশেষ গত ১২ নভেম্বর (বুধবার) চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী দেয়ালে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে জঙ্গলপুর গ্রামের ২ কিশোরের মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মধ্যে তানভীর হাসান নিশাদ বাবা-মায়ের একমাত্র ছেলে। ৩ বোনের একমাত্র ভাই নিশাদ পরিবারের সবার কাছে অতি আদরের ছিলেন। সবেমাত্র স্থানীয় কনকাপৈত মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়ুয়া নিশাদ অল্প বয়সে ঝরে গেল। কাঁদিয়ে গেল পরিবারের সবাইকে। তার স্মৃতি মনে করে অঝোরে চোখের পানি পেলছে মা বাবাসহ বোনেরা। সেইদিনের সেই দূর্ঘটনায় নিশাদ বাইকের আরোহী ছিলো এবং দূর্ঘটনার আগ মূহুর্ত পর্যন্ত নিশাদ তার মোবাইল ফোনে বাইক ড্রাইভিংয়ের ভিডিও ধারণ করছিল। আর মোটর সাইকেল চালাচ্ছিলো নিশাদদেরই পাশ্ববর্তী বাড়ির শাওন। সে এবার ভুলকরা আলিম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়ে ১ বিষয় অকৃতকার্য হয়েছিল। হিঙ্গুলায় তার নানার বাড়ি থেকে ফেরার পথেই ফরায়েজী বাড়ি পাশে এই ঘটনা ঘটে। সন্ধা ৬টার কিছু পরে অন্ধকারের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি রাস্তার পাশের দেয়ালে ধাক্কা লাগে এতে শাওন ও নিশাদ দুইজনই মাথায় গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলেও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে ঘটনার ৪দিন পরে শাওন মৃত্যুবরণ করে। এরপর গুরুতর আহত নিশাদও মারা যায়। আর তাদের এই মৃত্যু যাত্রায় কোন তাড়া ছিলনা, ছিলনা কোন এমন কোন জরুরী প্রয়োজনীয়তা। মোটর সাইকেল চালানোর নূন্যতম সেফটিক অর্থাৎ হেলমেটও ছিলনা মাথায়। যার ফলে মাথায় জখমের ফলেই তাদের মৃত্যু হয়। আর এই মৃত্যুতে অল্প বয়সে পরিবার তাদের আদরের প্রিয় সন্তানটিকে হারাচ্ছে। যা সারাজীবন পরিবারের সদস্যদের তাড়া করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী তার ঘনিষ্ঠজনের হাতে খুন হয়:...
এফএনএস বিদেশনারীহত্যার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতির অভাবের নিন্দা জানিয়ে জাতিসংঘ গত সোমবার জানিয়েছে যে,...
প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত
ঘরের মাঠে আরেকটি টেস্ট সিরিজ হারের পথে ভারত। গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতকে ৫৪৯ রানে...
বিএনপির ৩০০ আসনে প্রার্থী এ মাসে, বাদের শঙ্কায় অনেকে
জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা থেকে বাদ যাচ্ছেন অনেকে। তাঁদের স্থলাভিষিক্ত ক...
বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার জমিতে মাটি...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাযিল( ডিগ্রি) মাদ্রাসার...
চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবককে হত্যা; আটক...
সোহেল রানা, চান্দিনা।কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে এনে মো.মুছা (২৬) নামে এক য...
যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের বিচার হয় না-এলডিপি মহাসচিব...
নিজস্ব প্রতিবেদকযারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের বিচার হওয়া উচিত। ৩০ লক্ষ মুক্তিযোদ্ধাদের হত্যা ও ২ ল...