প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Nov 2025, 10:56 AM
লাকসামে পরিবহন ব্যবসায়ী বিল্লাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
গত ২৩ নভেম্বর লাকসাম উপজেলাধীন কুমিল্লা চাঁদপুর সড়কের মুদাফফরগঞ্জে, লাকসাম উপজেলার পশ্চিম কান্দিরপাড় গ্রামের বাসিন্দা পরিবহন ব্যবসায়ী বিল্লাল হোসেনের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করেন নিহতের স্ত্রী রাবেয়া বেগম, এতে মুদাফফরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী এবং আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
উল্লেখ্য লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারের পরিবহন ব্যবসাযী বিল্লাল হোসেনকে গত ৬ অক্টোবর ২০১০ রাত ৮টা গাড়ি ভাড়া করার নাম করে কৌশলে তাকে চাঁদপুর জেলার জগতপুর খাজুরিয়া খাজা পেট্রোল পাম্প এর পাশে অস্ত্র দিয়ে আঘাত করে চিহ্নিত সন্ত্রাসীগন, ঐদিন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ নভেম্বর ২০১০ তারিখ ভোর ৫:৪৫ টার মারা যান।
নিহত বিল্লাল হোসেনের পিতা মফিজুর রহমান বাদী হয়ে ৩ নভেম্বর ২০১০, কচুয়া থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় মামলা রুজু হয়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম খান এর তদন্ত রিপোর্টের ভিত্তিতে, ৭ জন আসামির মধ্যে ১ জনকে অব্যাহতি নিয়ে ৬ জনকে জেল হাজতে প্রেরণ করে, কিন্তু ৬ মাস পরে জামিনে মুক্ত হয়ে বাদী পক্ষের লোকজনকে হুমকি ধুমকি দিয়ে আসছে।
নিহতের মৃত্যুকালীন ৯ বছর বয়সী ছেলে জাহিদুল ইসলাম রবিন, ৪ বছর বয়সী মেয়ে তাপসিয়া ইসলাম অরিন ২ বছর বয়সী মেয়ে তাহামিনা ইসলাম জেরিনকে অপহরণ করার হুমকি দিয়ে আসছে, নিরাপত্তাহীনতায় ছেলে এত বছর পালিয়ে থেকে এখন বিদেশে পাড়ি দিয়েছে, দুই মেয়ে সুশিক্ষিত হয়ে নাবালক থেকে সাবালক হয়েছে নিরাপত্তাহীন ভাবে, বাবার কোন স্মৃতি মনে না থাকলেও ছবি দেখে দেখে বিবেকের দংশনে বাবার খুনের প্রতিশোধের নেশায় টগবগ করছে রক্ত। সবকিছুর ঊর্ধ্বে বাবার বিচারকেই প্রধান দায়িত্ব ও কর্তব্যবোধ বলে মনে করছেন তারা,মামলার বাদী নিহতের বাবা মফিজুর রহমান পুত্র শোকে মৃত্যুবরণ করেন, বৃদ্ধা মা আম্বিয়া বেগম পুত্র শোকে এবং বার্ধক্যে মৃত্যুশয্যায়।
উক্ত মানব বন্ধনে মুদাফফরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম তার বক্তব্যে নিহত বিল্লালের বিচার ১৫ বছর যাবৎ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু বিচারের মাধ্যমে আসামিদের ফাঁসি দাবি করেন। অনুষ্ঠানে, আরো বক্তব্য রাখেন,নিহত বিল্লালের স্ত্রী রাবেয়া বেগম, মেয়ে তাপসিয়া ইসলাম অরিন, ভাগিনা নাজমুল হোসেন নয়ন, বোন জোবেদা বেগম ও নিলুফা বেগম,পরম আত্মীয় সমাজসেবক, সংগঠক সোহেল হোসেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা করা হলে জনগণই রুখে দাঁড়াবে-দ্বী...
নিজস্ব প্রতিবেদকভোটাধিকার বঞ্চিতরা কেন্দ্র পাহারা দেবে দখলের অপচেষ্টা করা হলে জনগণই রুখে দাঁড়াবে,এ ভ...
মনোনয়ন বাতিল চেয়ে মঞ্জু মুন্সী ও হাসনাতের পাল্টাপাল্টি আপি...
মোঃ আক্তার হোসেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত-এনসিপি জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্...
ফুটপাত দখল মুক্ত করতে নাঙ্গলকোট বাজারে প্রশাসনের উচ্ছেদ অভ...
মাঈন উদ্দিন দুলালকুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরের যানজট নিরশনে নাঙ্গলকোট বাজারের ফুটপাতের দোকানপাট উ...
কুবিতে বিজ্ঞানের বহুমুখী গবেষণা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্...
সংবাদ বিজ্ঞপ্তিকুবিতে বিজ্ঞানের বহুমুখী গবেষণা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
এতিম শিক্ষার্থীদের কম্বল বিতরণ করল বুড়িচং প্রেসক্লাব
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে ধারাবাহিক মানবিক কর্মসূচির অংশ হিসেবে বাকশীমূল...
ব্রাহ্মণপাড়ায় শীত ও কুয়াশায় ক্ষতির মুখে বোরো বীজতলা, উদ্বে...
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াটানা তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভ...