প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Dec 2025, 11:03 PM
কুমিল্লা-চাঁদপুর রুটে সিন্ডিকেট চক্রান্তে ষড়যন্ত্রের শিকার আইদি পরিবহন
নিজস্ব প্রতিবেদক
চলিত বছরের ফেব্রুয়ারী থেকে কুমিল্লা টু চাঁদপুর রুটে যাত্রা শুরু হয় নতুন মডেলের যাত্রীবাহী বাস আইদি পরিবহন। বিগত ২০২৩ সালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে অনুমতি নিয়ে কুমিল্লা-চাঁদপুর রুটে নতুন মডেলের আইদি পরিবহন চলাচলের অনুমতি পায়। জানাযায়, এর কিছুদিন বাসটি চলাচল শুরু করলেও পরবর্তীতে তা চলাচলে বিভিন্ন ভাবে বাধার সৃষ্টি করে কুমিল্লা বাস মালিক গ্রুপ সিন্ডিকেট।
মীর পারভেজ আলমের অভিযোগ করে বলেন, আমি বিগত ২০২৩ইং সালে চাঁদপুর জেলা প্রশাসকের নিকট থেকে আইদি পরিবহন চলাচলের অনুমতি নিয়ে যাত্রা শুরু করি। কিন্তু কুমিল্লা বাস মালিক গ্রুপ সিন্ডিকেট শুরু থেকে আমার এই পরিবহনটি চলাচলে প্রথমে বাধা দেয় এবং পরে বোগদাদ পরিবহনের শ্রমিকদের লেলিয়ে দিয়ে আমাদের কাউন্টার ও বাসে হামলাসহ ব্যাপক ভাংচুর করে ।
পরবর্তীতে বাধ্য হয়ে জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে সার্ভিস বন্ধ করে দিয়ে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে চালু করি। এরই মাঝে প্রতিপক্ষ ইর্ষান্নীত হয়ে গত কয়েকদিন আগে আমার দেশ পত্রিকায় আইদি পরিবহনের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে "এএসপি কার্যালয়ের সামনে দখল করে বাস স্ট্যান্ড" শিরোনামে একটি সংবাদ পরিবেশন করে। যা আমার দৃষ্টি গোচরে আসে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বর্তমানে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে কুমিল্লা নোয়াখালী এবং কুমিল্লা চাঁদপুর রুটে বোগদাদ পরিবহন, নোয়াখালী রুটে উপকুলসহ বেশ কিছু পরিবহন নিয়মিত যাত্রী উঠানামা সহ চলাচল করে আসছে।
অথচ অতি উৎসাহী হয়ে ঐ চক্রান্তকারী বাস মালিক গ্রুপ সিন্ডিকেট আমাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করে যাচ্ছে। উল্লেখ্য যে, গত কয়েকদিন আগে চৌদ্দগ্রামের সাজ্জাদ নামের এক ব্যক্তিকে দিয়ে পদুয়ার বাজারে ইউলুপ না হওয়া পর্যন্ত এবং আশ্রাফপুর বাস টার্মিনালে নতুন রুট পারমিট না দেয়ার জন্য হাইকোর্টে রুল জারি করে। আমরা রুলের বিরুদ্ধে আবেদন করলে হাইকোর্ট তাদের রুল বাতিল করে দেয়। ঐ রুল বাতিল করার পর আমি কুমিল্লা জেলা প্রশাসকের বরাবরে আইদি পরিবহন আশ্রাফপুর বাস টার্মিনাল থেকে চলাচলের অনুমতি চেয়ে গত ২০২৩ সালের নভেম্বর মাসে আবেদন করি। প্রায় ২ বছর অতিবাহিত হলেও এর কোন সাড়া পাচ্ছি না বলে তিনি জানান।
তিনি আরো বলেন, প্রতিপক্ষের রুল জারির বিরুদ্ধে আমি আবেদন করায় মহামান্য হাইকোর্ট তা বাতিল করায় এতে আইনী কোন প্রকার বাধা না থাকলেও কুমিল্লা জেলা প্রশাসন থেকে অনাপত্তিপত্র বিষয়ে কোন প্রকার সাড়া না পাওয়া বাধ্য হয়ে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে চলাচল সার্ভিস দিতে হচ্ছে বলে জানান আইদি পরিবহনের মালিক মীর পারভেজ আলম। তিনি আরো বলেন, বর্তমানে ২০টি বাস কুমিল্লা চাঁদপুর রুটে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে সার্ভিস দিয়ে আসছে। এতে করে যাত্রীদের যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে। তাই হাইকোর্ট দ্বারা প্রতিপক্ষের রুল বাতিল হওয়া সত্ত্বেও আমরা বাস স্ট্যান্ড থেকে আইদি পরিবহন নিয়মিত সার্ভিস দিতে পারছিনা। আমি অতিদ্রুত এর প্রতিকার চাই এবং মাননীয় জেলা প্রশাসক কুমিল্লা এর নিকট আকুল আবেদন করছি যেন বিষয়টি আন্তরিকতার সাথে নজরে নিয়ে দ্রুত অনাপত্তিপত্র প্রদান করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা লন্ডনে
এফএনএসউন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খ...
আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে নেত্রীর সুস্থতা কামনায় দোয়া করি-মনি...
নিজস্ব প্রতিবেদকবিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুমিল...
বাঞ্ছারামপুরে ইউপি সদস্য হত্যা প্রধান আসামি সায়েম গ্রেফ...
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য চাঞ্চল্যক...
ট্রাক্টর উল্টে নদীতে, তিতাসে এক পরিবারের তিন নারী নিহত
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসে মোটর চালিত ট্রাক্টর নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে নদীতে পড়ে একই বা...
টমছমব্রিজ মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার টমছমব্রিজ মুরগি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্...
কুমিল্লা- কসবা সড়ক প্রকল্প স্থগিতাদেশের প্রতিবাদে স্মারকলি...
ভ্রাম্যমাণ প্রতিনিধি,কুমিল্লা- কসবা সড়ক প্রকল্পটি একনেকে অনুমোদনের পর চূড়ান্ত অনুমোদন না করে প্রশাস...