প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Dec 2025, 11:42 PM
মুলা যাচ্ছে সারাদেশে জাপানি সাদা মুলা উৎপাদনে ভাগ্য ফিরেছে কৃষকের
মো. জাকির হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতীনদীর চরের উৎপাদিত বার মাসী মুলা এখন স্থানীয় বাজারের পাশাপাশি বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন বাজারে। স্থানীয় পাইকাররা গোমতীনদীর চর থেকে উৎপাদিত সাদা জাপানি মুলা ক্রয় করে ট্রাক যোগে ঢাকা চট্টগ্রামে বিক্রি করে লাভবান হচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে জেলার আদর্শ সদর উপজেলা, বুড়িচং উপজেলার গোমতী নদীর চর অঞ্চলে সারা বছর জুড়ে শীত কালীন ও গ্রীষ্ম কালে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে স্থানীয় কৃষকরা। তবে নানা জাতের সবজির পাশাপাশি কৃষকরা সাদা জাপানি জাতের মুলা সারা বছর জুড়ে গোমতী নদীর চরে কৃষকরা উৎপাদন করে প্রচুর লাভবান হচ্ছে এবং এর চাহিদা রয়েছে স্থানীয় বাজার গুলো ছাড়িয়ে দেশের ঢাকা চট্টগ্রামের বিভিন্ন বাজারে।
এই দিকে বুড়িচং উপজেলার গোমতীর তীরবর্তী কৃষক জামাল উদ্দিন বিকম জানান সারা বছরে চাষ হচ্ছে গোমতীর চরে মুলা সহ বিভিন্ন সবজি। তবে শীত কালীন এ সবজি এখন সারা বছর চাষ হচ্ছে। কৃষকরা ও অন্যান্য সবজির পাশাপাশি মুলা চাষে ভাল লাভবান হচ্ছে। তবে গোমতীর যেসকল এলাকায় মুলা চাষ হচ্ছে তাহল বুড়িচং উপজেলার শিমাইলখড়া, বালিখাড়া, ভাংতি, পূর্বহুড়া, কাহেতরা, নানুয়ার বাজার, মনোয়ার পুর, কংশনগর, রামচন্দ্র পুর, কুসুমপুর,কাঠালিয়া, মীরপুর, আদর্শ সদর উপজেলার আমতলী, কাচিয়াতলী, সহ বিভিন্ন এলাকায়। বালিখাড়ার কৃষক মাহাবুব আলম পলাশ বলেন মুলা প্রতি কানি জমিতে মজুরি সহ খরচ হয় ৩০- ৩৫ হাজার টাকা। এতে বিক্রি করে লাভ ও হয়।
এদিকে স্থানীয় সৈয়দপুর এলাকার পাইকারি ব্যবসায়ী মোঃ শাহ আলম জানান মুলা এখন সারা বছর জুড়ে চাষ হচ্ছে। এটা এখন শীত কালীন সবজি না গ্রীষ্ম কালে ও চাষ হচ্ছে। পাইকারি ব্যবসায়ী শাহ আলম জানান উৎপাদিত সবজি মুলা আমরা প্রতি কানি ৬০- ৭৫ হাজার টাকা পাইকারি দরে ক্রয় করে চট্টগ্রামের কক্সবাজার সহ বিভিন্ন বাজারে সরবরাহ করে থাকি। এতে ট্রাকে চালান সহ মোট খরচ হয় ৪০ হাজার টাকা। খরচ শেষে ১০-১৫ হাজার টাকা প্রতি চালানে লাভ থাকে। অপর ব্যবসায়ী মারুফ , জাহাঙ্গীরদের সাথে কথা হয় ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের পাশে কালাকচুয়া এলাকায়। ব্যবসায়ীরা গোমতীনদীর চর থেকে মুলা এনে মহাসড়কের পাশে কালাকচুয়া এলাকার ডুবায় মুলা পানিতে ধূয়ে পরিষ্কার করে ট্রাকে লোড করা হয়। এসময় তারা আরও জানান বুড়িচং উপজেলার ময়নামতি, মোকাম ইউনিয়ন এর নারায়নসার, কালাকচুয়া, ডাকলাপাড়া, কাবিলা, মনঘাটা, মনিপুর, বারি কোটা, কোরপাই, সৈয়দপুর সহ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়।স্থানীয় ব্যবসায়ীরা জানান দেশের বড় বড় শহরে চালানের পাশাপাশি বৃহত্তর বাজার নিমসার বাজারের মুলার চাহিদা রয়েছে ব্যপক।
শাহ আলম জানান গত ৪ মাস ধরে আমি প্রতিদিন মাঠ থেকে এ ভাবে মুলা ক্রয় করে ধূয়ে প্রসেসিং করে চট্টগ্রাম কক্সবাজারের বিভিন্ন বাজারে পাইকারি সেল করা হয়। প্রতি কেজি মুলা পাইকারি দরে ব্যবসায়ীদের নিকট ১৮-২২ টাকা পর্যন্ত দরে বিক্রি করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ বা কাল তফসিল: সিইসি
এফএনএসআসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমি...
কুমিল্লায় লুট হওয়া ১৭টি অস্ত্র ও ৪ হাজার ২৬৬টি অ্যামুনিশন...
মাহফুজ নান্টুকুমিল্লা পুলিশ লাইনসসহ জেলার বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনো ১৭টি অস্ত্র...
কুমিল্লা-সিলেট মহাসড়কে অবশেষে সংস্কার কাজ শুরু
মোঃ আক্তার হোসেনহাসনাত আবদুল্লাহ সড়ক সংস্কারের দাবিতে ব্লকেড কর্মসূচি ঘোষিত সেই কুমিল্লা-সিলেট মহাসড়...
নারী-পুরুষ সমতা অর্জনে বেগম রোকেয়ার চিন্তাধারাই আমাদের পথ দ...
অশোক বড়ুয়াযথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস। দিবসটি উপলক্ষে জেলা মহিলা বিষয়ক...
কুমিল্লায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
নিজস্ব প্রতিবেদকবিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় পালন করা হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিব...
ভিক্টোরিয়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্ব...